টুকরো খবর
পঞ্চায়েতে নাগরিক কমিটি বাসিন্দাদের
এলাকায় নাগরিক পরিষেবার উন্নতির জন্য জনমত তৈরির কথা মাথায় রেখে নাগরিক কমিটি তৈরি করলেন আঠারোখাই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। জনবসতি এবং নাগরিক পরিষেবার চাপ ক্রমশ বাড়তে থাকায় বাম আমলে ওই এলাকায় পুরসভা গঠনের কথা ঘোষণা করা হয়। তার পরে আজ পর্যন্ত কিছুই হয়নি। অথচ, নিকাশি, পানীয় জল থেকে জঞ্জাল সাফাই নিয়ে বাসিন্দাদের ক্ষোভ ক্রমশ বাড়ছে। গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে পারছে না বলে অভিযোগ। একই রকম ভাবে সন্ধ্যা হলেই এলাকার বিভিন্ন রাস্তায় দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে। এই পরিস্থিতিতে এদিন এলাকার বাসিন্দারা নাগরিক সমিতি গঠন করেন। নাগরিক সমিতির যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন দীপ্তেন্দু ঘোষ এবং চিকিৎসক তারকনাথ চট্টরাজ। কুড়ি জনের কমিটিতে তৃণমূল নেতা তথা এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ ঘোষও রয়েছেন। দীপ্তেন্দুবাবু বলেন, “আঠারোখাই গ্রাম পঞ্চায়েত এলাকা এখন নগর হয়ে উঠেছে। অথচ বেশির ভাগ নাগরিক পরিষেবা মেলে না। সকলে মিলে আমরা এলাকাটি সুন্দর করে গড়ে তুলতে চাই। সেই জন্যই নাগরিক কমিটি গড়া হল। নাগরিক সকলে মিলে এলাকাটি সুন্দর ভাবে গড়ে তোলার কাজে নামব।”

ক্রিকেটে জিতল পুলিশ একাদশ
শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবকে ৩১ রানে হারাল মহকুমা পুলিশ একাদশ। রবিবার পুলিশ লাইনের মাঠে ২০ ওভারের ওই ক্রিকেট ম্যাচ হয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে পুলিশ একাদশ। দলের অন্যতম ব্যাটসম্যান অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগির ১৫০ রানের সুবাদে তারা নির্ধারিত ওভারে ২৭১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব ৮ উইকেটে নির্ধারিত ওভারে ২৪০ রান তুলতে সমর্থ হয়। দলের হয়ে ৮৪ রান করেন অভ্রবরণ চট্টোপাধ্যায়।

তৃণমূলে যোগ
গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েতের রাঙাপানি এলাকার ৫০ জন যুব কংগ্রেস সমর্থক তৃণমূলে যোগ দিলেন। রবিবার তৃণমূলের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে ওই যুব কংগ্রেস সমর্থকেরা তাঁদের দলে যোগ দেন বলে দাবি করেন ব্লক সভাপতি গৌতম কীর্তনীয়া। তিনি বলেন, “এলাকার তৃণমূলের জনপ্রিয়তা বাড়ছে। কংগ্রেসের কর্মী সমর্থকেরাও আমাদের দলে যোগ দিচ্ছেন।” কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, তাঁদের কেউই তৃণমূলে যাননি।

খোঁজ মেলেনি
ডুয়ার্সের কুমারগ্রামের বালাপাড়া থেকে অপহৃত ব্যবসায়ী তাপস সাহার খোঁজ মেলেনি। অসমের কোনও জঙ্গি সংগঠন ব্যবসায়ীকে অপহরণ করেছে বলে সন্দেহ করা হলেও এখনও মুক্তিপণ চেয়ে ফোন আসেনি। শুক্রবার দুই সঙ্গীর সঙ্গে সাইকেলে চড়ে বালাপাড়া থেকে বারবিশার সুভাষপল্লির বাড়িতে ফেরার সময়ে অপহৃত হন ব্যবসায়ী। দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে জঙ্গলের পথে অসমের দিকে নিয়ে যায়। কুমারগ্রাম থানার আইসি ধ্রুব প্রধান জানান, ব্যবসায়ীকে খুঁজতে অসম পুলিশে যোগাযোগ করা হয়েছে।

শ্রদ্ধা
সাইকেল বোমা কাণ্ডের তিন বছর পূর্তিতে মৃতদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানাল শহরবাসী। রবিবার অভিভাবক মঞ্চের তরফে আলিপুরদুয়ার চৌপথিতে। ২০০৯ সালের ১৮ মাচআলিপুরদুয়ার চৌপথি এলাকায় সুপার মার্কেটের সামনে সাইকেল বোমা বিস্ফোরণে ৩ জন নিহত ও চোদ্দ জন জখম হন। জখমরা এখনও সাহায্য পাননি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.