|
|
|
|
|
|
|
নোটিস বোর্ড |
|
|
|
• রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট-এ বিভিন্ন কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। কোর্সগুলি:
১) এগ্রিকালচার বায়োটেকনলজিতে দু’বছরের এম এসসি। যোগ্যতা: বায়োসায়েন্স/ এগ্রিকালচার/ আনুসঙ্গিক বিষয়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ বি এসসি (অনার্স) পাশ। অথবা তিন বছরের জেনারেল বি এসসি ডিগ্রি কোর্সের ক্ষেত্রে কম পক্ষে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।
২) ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট এবং ম্যানেজমেন্ট-এ দু’বছরের এম এসসি। যোগ্যতা: যে কোনও বিষয়ে কম পক্ষে ৫০ শতাংশ নম্বর সহ বি এসসি (অনার্স) উত্তীর্ণ। অথবা তিন বছরের জেনারেল বি এসসি ডিগ্রি কোর্সের ক্ষেত্রে কম পক্ষে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।
৩) ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট এবং ম্যানেজমেন্ট-এ দু’বছরের এম এ। যোগ্যতা: কম পক্ষে ৫০ শতাংশ নম্বর সহ বি এ অনার্স অথবা ৫০ শতাংশ নম্বর সহ ব্যাচেলর অব সোশাল ওয়েলফেয়ার কিংবা তিন বছরের জেনারেল বি এসসি ডিগ্রি কোর্সে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ: ২৬ মার্চ। পরীক্ষা হবে ৩১ মার্চ। ওয়েবসাইট: www.rkmvu.ac.in
• নয়াদিল্লির রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ে নাট্যকলায় তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। যোগ্যতা: ভারত বা বিদেশের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। অন্তত ছ’টি থিয়েটার প্রযোজনায় অংশগ্রহণ করে থাকতে হবে। ইংরেজি এবং হিন্দি ভাষার জ্ঞান থাকতে হবে। বয়স থাকতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। ডাকের মাধ্যমে ফর্ম ও প্রসপেক্টাস পেতে হলে দ্য ডিরেক্টর, ন্যাশনাল স্কুল অব ড্রামা প্রদেয় নয়াদিল্লি-তে আবেদনের সঙ্গে ২২৫ টাকার ডিমান্ড ড্রাফট/ পে অর্ডার পাঠাতে হবে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ২০ এপ্রিল। ওয়েবসাইট: www.nsd.gov.in
• ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনলজি, দুর্গাপুর-এ দু’বছরের পূর্ণ সময়ের এমবিএ কোর্স শুরু হচ্ছে জুলাই মাস থেকে। যে সব প্রার্থী স্নাতক স্তরে ৫৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে এবং যারা ক্যাট অথবা সি ম্যাট পরীক্ষা দিয়েছে, তারা আবেদন করতে পারবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ এপ্রিল। ওয়েবসাইট: www.nitdgp.ac.in
• কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্ট বিভাগে দু’বছরের পূর্ণ সময়ের মাস্টার ইন হিউম্যান রিসোর্স অ্যান্ড অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির জন্য ফর্ম দেওয়া হচ্ছে। যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং এবং টেকনলজি/ মেডিক্যাল সায়েন্সেস/ পেশাদারি/ সমতুল কোনও স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। সেই সঙ্গে প্রার্থীকে ক্যাট/ ম্যাট/ জেইম্যাট / ন্যাশনাল লেভেল এলিজিবিলিটি পরীক্ষার নম্বর জমা দিতে হবে। অ্যাডমিশন ফর্ম হয় কম্পিউটার থেকে ডাউনলোড করতে হবে অথবা পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের অফিস (১, রিফরমেটরি স্ট্রিট, কলকাতা- ৭০০২০৭) থেকে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৩০ মার্চ। ওয়েবসাইট: www.caluniv.ac.in
• দেশের চোদ্দোটি জাতীয় আইন বিদ্যালয়/ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) হবে ১৩ মে। স্নাতক স্তরে ভর্তি হওয়ার ক্ষেত্রে দ্বাদশ শ্রেণি অথবা সমতুল স্তরে কম পক্ষে ৫০ শতাংশ পেতে হবে সাধারণ প্রার্থীদের। সাধারণ এবং অন্যান্য অনুন্নত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা থাকতে হবে ২০ বছরের মধ্যে। আর স্নাতকোত্তর কোর্সের ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে এলএলবি/ বি এল-এ গড়ে কম পক্ষে ৫৫ শতাংশ নম্বর। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ। ওয়েবসাইট: www.clat.ac.in |
|
|
|
|
|