টুকরো খবর
মন্দারমণিতে বালি পাচারে আটক গাড়ি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সৈকতকেন্দ্র মন্দারমণিতে অবাধে বেআইনি হোটেল নির্মাণ ও বালি-চুরি চলছে। শনিবার সৈকতের বালি কেটে অন্যত্র পাচার করার সময় চারটি ট্রাক্টর ও একটি লরি আটক করল রামনগর ২ ব্লক প্রশাসন। বিডিও সুকান্ত সাহা জানান, পাঁচটি গাড়ি আটক করা ছাড়াও বিনা অনুমতিতে হোটেল-লজ নির্মাণের জন্য কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখা গিয়েছে, ২০টি পাট্টা জমির প্লটে বেআইনি ভাবে হোটেল-লজ তৈরি হচ্ছে। ওই সব হোটেল মালিকদের কাছে আগামী ২৬ মার্চের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে বলে জানান ব্লক উন্নয়ন আধিকারিক। তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাকে আন্তর্জাতিক মানের পযর্টনকেন্দ্র হিসাবে গড়ে তোলার কথা ঘোষণা করেন। জানুয়ারি মাসে সৈকত উৎসবে এসে মন্দারমণিকে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পষর্দের আওতায় আনার নির্দেশ দেন তিনি। গত ১২ জানুয়ারি মন্দারমণিতে এসে সৈকতের ধারে হোটেল-লজ গজিয়ে উঠছে দেখে রীতিমতো বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি নিষেধাজ্ঞা জারি করে যাওয়ার পরও অবৈধ নির্মাণ বন্ধ হয়নি মন্দারমণিতে। চলছে বালি পাচারও। শনিবার এমনই অভিযোগ পেয়ে রামনগর ২ ব্লক উন্নয়ন আধিকারিক সুকান্ত সাহা ব্লক ভূমি আধিকারিককে সঙ্গে নিয়ে আচমকা মন্দারমণিতে যান ও হাতেনাতে ৫টি গাড়ি ধরেন।

শিলান্যাস
একটি বাণিজ্যকেন্দ্রের শিলান্যাসে এসে শিল্পশহরের সৌন্দর্যায়ন ও উন্নয়নে জোর দিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। শনিবারের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি গান্ধী হাজরা, পর্ষদের সিইও পি উলাগানাথন, বিধায়ক শিউলি সাহা, বন্দরের ডেপুটি চেয়ারম্যান মণীশ জৈন প্রমুখ। ১৮ একর জায়গা জুড়ে সতীশ সামন্তের নামাঙ্কিত বানিজ্যকেন্দ্রটি নির্মাণ করতে ২৫ কোটি ৯২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। কর্মসংস্থানের সুযোগ না থাকলেও জমিদাতাদের আনুষঙ্গিক কাজে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন সাংসদ।

ঝাড়গ্রামে অনুষ্ঠান
নিজস্ব চিত্র।
রবীন্দ্রনাথের জন্মের দেড়শো বছর পূর্তি উপলক্ষে রবিবার ঝাড়গ্রামের দেবেন্দ্রমোহন মঞ্চে দিনভর এক অনুষ্ঠান হল। লোকায়ত সংস্কৃতি পরিষদ উদ্যোক্তা। সকালে অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা হয়। বিকেলে পুরস্কার বিতরণ সভায় ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। সন্ধ্যায় মঞ্চস্থ হয় কথাকৃতি পরিবেশিত নাটক ‘বিসর্জন’ এবং মৃদঙ্গ পরিবেশিত নৃত্যনাট্য ‘তাসের দেশ’।

প্রথম মহিলা থানার উদ্বোধন
পূর্ব মেদিনীপুরের প্রথম মহিলা থানার উদ্বোধন হল কাঁথিতে। শনিবার এই থানার উদ্বোধন করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ও কাঁথির সাংসদ শিশির অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র, শুভেন্দু অধিকারী, দুই বিধায়ক দিব্যেন্দু অধিকারী, সমরেশ দাস প্রমুখ। পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ, জেলার এসপি অশোক প্রসাদ, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উজ্জ্বল ভৌমিক ও কাঁথির এসডিপিও ইন্দ্রজিৎ বসু। থানার তরফ থেকে জানানো হয়েছে, এই থানায় ১ জন সাব ইন্সপেক্টর, ২ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ১৫ জন লেডি কনস্টেবল ও ৫ জন হোমগার্ড রয়েছেন।

আলোচনাসভা
জন্ম সার্ধশতবর্ষে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে নিয়ে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হল চৈতন্যপুরের রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে। শুক্রবার ইউজিসির সহযোগিতায় কলেজের সভাগৃহে এই আলোচনাসভার আয়োজন করে রসায়ন বিভাগ। উপস্থিত ছিলেন সুজিতচন্দ্র লাহিড়ি, গুরুপদ মুখোপাধ্যায়, পথিক গুহ।

যুব-শিক্ষণ শিবির
স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত করতে রবিবার এক দিনের যুব শিক্ষণ শিবির হল হলদিয়ার চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয়ে। আয়োজক বিবেকানন্দ পাঠচক্র। স্কুল কলেজের পড়ুয়া ও অভিভাবকদের মনসংযোগ, চরিত্র গঠন, জীবনবোধ গঠন নিয়ে আলোচনা হয়।

মিছিল
ইভ-টিজিংয়ের প্রতিবাদ জানিয়ে রবিবার মহিষাদল সিনেমাহল মোড় থেকে থানা পর্যন্ত মিছিল করল ভারতীয় জনতা পার্টি। মিছিলে নেতৃত্ব দেন ব্লক বিজেপি সভাপতি প্রদীপকুমার দাস।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.