কর্মসংস্থানের দাবিতে আন্দোলনে নামছে সিপিআইয়ের যুব সংগঠন
কেন্দ্র ও রাজ্য সরকারের ‘জনবিরোধী’ নীতির বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলনে নামার কথা ঘোষণা করল সিপিআইয়ের যুব সংগঠন নিখিল ভারত যুব ফেডারেশন (এআইওয়াইএফ)। রবিবার ফেডারেশনের রাজ্য সম্পাদক তাপস সিংহ বলেন, “এলাকায় এলাকায় মিটিং-মিছিল হবে। সরকার জনবিরোধী নীতি নিয়ে চলছে। কর্মসংস্থান সৃষ্টির কোনও উদ্যোগ নেই। বরং অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্বহাল করা হচ্ছে। এই পরিস্থিতি চলতে পারে না।” পঞ্চায়েত ব্যবস্থা ভেঙে আমলাতান্ত্রিক ব্যবস্থা তৈরির চেষ্টা চলছে অভিযোগ করে সংগঠনের রাজ্য সভাপতি গৌতম রায় বলেন, “অর্জিত অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে রাজ্য জুড়ে আন্দোলন হবে। আমরা যুব আন্দোলনকে নতুন আঙ্গিকে পরিচালিত করতে চাই।”
রবিবারই মেদিনীপুর শহরে শেষ হল এআইওয়াইএফের দু’দিনের রাজ্য সাংগঠনিক কনভেনশন। শনিবার শুরু হওয়া এই কনভেশনে রাজ্যের বিভিন্ন প্রান্তের ‘বাছাই করা’ প্রায় ১২৫ জন যুবকর্মী যোগ দেন। ছিলেন সাংসদ প্রবোধ পান্ডা, সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রানা। যুব সংগঠনকে কী ভাবে আরও চাঙ্গা করা যায়, গ্রামে গ্রামে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রচারের রণকৌশল কী হবে, কী ভাবেই বা সংগঠনের বক্তব্য সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছনো যাবে সেই সব নিয়েই আলোচনা হয়। সেই সঙ্গে সদস্য সংগ্রহের উপরও জোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২০১২ সালে আড়াই লক্ষ সদস্যপদের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সম্মেলনের স্লোগান ‘আতঙ্কিত মা-রক্তাক্ত মাটি-বিপন্ন মানুষ, এসো গড়ি প্রতিরোধ’-এর ব্যাখ্যা দিতে গিয়ে এআইওয়াইএফের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক পূর্ণেন্দু জানা বলেন, “মা-মাটি-মানুষের কথা বলে যারা ক্ষমতায় এল, তারা এখন কী করছে সকলেই দেখছে। এ বার নতুন লড়াই শুরু হবে।”
প্রচারের ক্ষেত্রে বিদ্রোহী কবি নজরুল ইসলামকে সামনে রাখবে বলে ঠিক করেছে সিপিআইয়ের যুব সংগঠন। আগামী ২৪ মে রাজ্য জুড়ে নজরুল জন্মজয়ন্তী পালন করার সিদ্ধান্ত নিয়েছে তারা। সাংস্কৃতিক সন্ধ্যা-বিতর্ক সভা প্রভৃতি হবে। এআইওয়াইএফের রাজ্য সভাপতি বলেন, “যুব সমাজের কাছে আমরা নজরুলের কথা বলতে চাই। বিদ্রোহী কবির জীবনের নানা দিক তাদের কাছে তুলে ধরতে চাই। তাই এই উদ্যোগ।” নজরুলের লেখা, ‘দেখিনু সেদিন রেলে। কুলি বলে এক বাবুসা’ব তারে ঠেলে দিল নীচে ফেলে! চোখ ফেটে এল জল। এমনি করে কী জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল।’উদ্ধৃত করে সংগঠনের এক রাজ্য নেতা বলেন, “এখন তো তাই চলছে। দুর্বলরাই মার খাচ্ছে।” সংগঠনকে চাঙ্গা করতে শিক্ষা শিবির করার উপরেও জোর দেওয়া হয়। কনভেনশন শুরুর আগে এ দিন মেদিনীপুর শহরে এআইওয়াইএফের এক মিছিল হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.