খেলার টুকরো খবর

জয়ী পানিহাটি
দেবাশিস ঘটক ও রবীন কাজি স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পনিহাটি। ফাইনালে তালতোড় মাঠে তারা আসানসোলকে ২ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে আসানসোল সব উইকেট হারিয়ে ১৬৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে পনিহাটি ৮ উইকেটে জয়ের রান তুলে নেয়। এ দিনের খেলার সেরা বিজয়ী দলের প্রশান্ত অধিকারী। প্রতিযোগিতার সেরা শিরিষডাঙার জিতেন্দ্র হরিজন। আয়োজকদের পক্ষে অলোক দাস জানান, ১৬ টি দল যোগ দিয়েছিল।

জয়ী রাধানগর এসি
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় রবিবার বিসিসি মাঠের খেলায় রাধানগর এসি ৩ উইকেটে আসানসোল সিএ-কে হারায়। প্রথমে ব্যাট করে আসানসোল সিএ ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে জয়ের রান তুলে নেয় রাধানগর। সর্বোচ্চ ৩৫ রান করেন বিজয়ী দলের দিব্যেন্দু দত্ত।

টি-টোয়েন্টি ক্রিকেট
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত হীরক রায় স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে গেল ক্লাব স্যান্টোস ও বিধান ভবন। রবিবার প্রথম সেমি ফাইনালের খেলায় ক্লাব স্যান্টোস ১ উইকেটে ক্লাব ঐকতানকে হারায়। প্রথমে ব্যট করে ক্লাব ঐকতান ১১৬ রান করে। জবাবে ক্লাব স্যান্টোস ৯ উইকেটে জয়ের রান তুলে নেয়। অপর খেলায় প্রতিপক্ষ ডিএসপিএসএ না আসায় বিধান ভবন ওয়াকওভার পায়।

স্মৃতি ক্রিকেট
দুর্গাপুরে এমএএমসি মাঠে চলছে ক্রিকেট। রবিবার ছবিটি তুলেছেন বিকাশ মশান।
রাজীব গাঁধী স্মৃতি ক্রিকেটের ফাইনালে গেল পুটু চৌধুরী এমসিসিসি, কলকাতা। তারা ৭৭ রানে হারায় বিদ্যাসাগর এসসি-কে। প্রথমে ব্যাট করে এমসিসিসি ১৫৪ রান তোলে। জবাবে বিদ্যাসাগর এসসি ৭৭ রানে শেষ হয়ে যায়। অপর খেলায় ডিসিসি ৫ উইকেটে হারায় বাদল বসু এনসিএ-কে। প্রথমে ব্যাট করে বাদল বসু এনসিএ ১২২ রান তোলে। জবাবে ডিসিসি ৫ উইকেটে জয়ের রান তুলে নেয়।

জয়ী বিএমস
বহুলা রাজাকাটা মাঠে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় বিজয়ী হল বিএমস। তারা আরকে একাদশকে ৭ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে আরকে একাদশ ৬ উইকেটে ৯৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বিএমএস ৩ উইকেটে জয়ের রান তুলে নেয়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের কুশল কুমার।

জয়ী রিষড়া স্পোর্টিং ক্লাব
তখন চলছে গোল্ড কাপের ফাইনাল। রবিবার দাঁইহাটে তোলা নিজস্ব চিত্র।
পাণ্ডুয়া ফুটবল অ্যাকাডেমিকে ৫-৩ গোলে হারিয়ে ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হুগলির রিষড়া স্পোর্টিং ক্লাব। রবিবার দাঁইহাট ফুটবল অ্যাকাডেমি পরিচালিত খেলাটি হয় দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে। খেলা পরিচালনা করেন মনোজ চট্টোপাধ্যায়। উদ্যোক্তারা জানান, এই প্রতিযোগিতা শুরু হয়েছিল ফেব্রুয়ারিতে। আটটি দল যোগ দেয়। ফাইনালে সেরা নির্বাচিত হন পাণ্ডুয়ার সমর হাঁসদা, রিষড়ার মুন্না দেবনাথ। উপস্থিত ছিলেন পুরপ্রধান সন্তোষ দাস প্রমুখ।

ফাইনালে ক্লাব স্যান্টোস
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত হীরক রায় স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে গেল ক্লাব স্যান্টোস ও বিধান ভবন। রবিবার প্রথম সেমি ফাইনালের খেলায় ক্লাব স্যান্টোস ১ উইকেটে ক্লাব ঐকতানকে হারায়। প্রথমে ব্যট করে ক্লাব ঐকতান ১১৬ রান করে। জবাবে ক্লাব স্যান্টোস ৯ উইকেটে জয়ের রান তুলে নেয়। অপর খেলায় প্রতিপক্ষ ডিএসপিএসএ না আসায় বিধান ভবন ওয়াকওভার পায়।

জয়ী কল্যাণ স্মৃতি
প্রথম ডিভিশন ক্রিকেট লিগে কল্যাণ স্মৃতি সঙ্ঘ ৭৬ রানে হারাল বিবেকানন্দ সঙ্ঘকে। প্রথমে কল্যাণ করে ৪০ ওভারে ১৯৮-৫। জবাবে বিবেকানন্দ সঙ্ঘের ইনিংস ১২২ রানে শেষ হয়ে যায়। কল্যাণের রাজিন্দর শর্মা ৩৯ রান ও বল হাতে চারটি উইকেট দখল করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.