টুকরো খবর
সিরিয়ায় জোড়া বিস্ফোরণ, হত ২৭
জোড়া বিস্ফোরণে নিহত হলেন ২৭ জন। আহত ১০০। দু’টি বিস্ফোরণই সিরিয়ার রাজধানী দামাস্কাসে ঘটেছে। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ প্রথম বিস্ফোরণ হয়। এর কয়েক মিনিট পরেই ঘটে আর একটি বিস্ফোরণ। পুলিশের দাবি, দু’টি ক্ষেত্রেই গাড়িবোমা ব্যবহার হয়েছে। সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, পুলিশ ও বিমানবাহিনীর সদর দফতরকে নিশানা করেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। সেনা ও বিরোধীদের মধ্যে লাগাতার সংঘর্ষে জেরবার সিরিয়ায় শান্তি ফেরাতে উদ্যোগী হয়েছেন রাষ্ট্রপুঞ্জের দূত কোফি আন্নান।

অস্ট্রেলীয় সেনেটে লড়তে চান অ্যাসাঞ্জ
উইকিলিকসের জনক জুলিয়ান অ্যাসাঞ্জ এ বার পা রাখতে চান রাজনীতিতে। এ খবরও ফাঁস করল তাঁরই সংস্থা। উইকিলিকসের পক্ষ থেকে জানানো হয়েছে, জন্মসূত্রে অস্ট্রেলীয় অ্যাসাঞ্জ নিজের দেশের সেনেটেই ভোটে দাঁড়াতে চলেছেন। অ্যাসাঞ্জের বিরুদ্ধে এক সুইডিশ মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ আনে সে দেশের পুলিশ। এর পর তাঁকে আটক করে ব্রিটিশ পুলিশ। এখনও ব্রিটেনেই রয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা। তবে তাঁর সংস্থা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে অ্যাসাঞ্জের ভোটে দাঁড়ানোর খবর। উইকিলিকস এ দিন টুইট করে, “আমরা বিষয়টা খতিয়ে দেখেছি। আটক অবস্থাতেও অস্ট্রেলীয় সেনেটের ভোটে দাঁড়ানো সম্ভব।” তবে, নিজের দেশেই কোনও বেআইনি কাজের সঙ্গে যুক্ত রয়েছে কি না উইকিলিকস, তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।

কন্দহর-হত্যাকাণ্ডে অভিযুক্ত আমেরিকায়
কন্দহর-হত্যাকাণ্ডে অভিযুক্ত মার্কিন সেনা এখন আমেরিকার জেলে। মার্কিন সেনাবাহিনীর তরফে আজ এ কথা ঘোষণা করা হয়েছে। অভিযুক্ত ওই সেনার নাম রবার্ট বেল। তার আইনজীবীর বক্তব্য, ওই দিন প্রবল মানসিক চাপে ছিল বেল। তারই জেরে এই ঘটনা ঘটিয়ে ফেলেছে সে। কন্দহরের দু’টি গ্রামে ১৬ জনকে গুলি করে হত্যা করে বেল। আফগান প্রশাসন চায় ৩৮ বছরের বেলকে আফগানিস্তানে আনা হোক। সে বিষয়ে সাড়া না দিলেও আমেরিকা ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে। তবে তাতে সন্তুষ্ট নন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। তাঁর অভিযোগ, তদন্তে আফগান প্রশাসনকে সহযোগিতা করছে না আমেরিকা।

কিশোরীর পেটে মিলল ধাতব বস্তু
এক পাকিস্তানি কিশোরীর পেটে অস্ত্রোপচার করতে গিয়ে প্রায় ৫০০ গ্রাম ওজনের ধাতব বস্তু উদ্ধার করলেন চিকিৎসকেরা। শুক্রবার সকালে তলপেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন ফতিমা হিফজা (১৫)। আলট্রাসোনোগ্রাফিতে তার তলপেটে ধাতব বস্তু ধরা পড়ে। সে দিনই অস্ত্রোপচার হয়। তার পেট থেকে ৩টি পেরেক, এক গুচ্ছ সেফটি পিনও চুম্বকের ভগ্নাংশও মিলেছে। হাসপাতাল সূত্রের খবর, মানসিক অসুস্থতার কারণেই বস্তুগুলি গিলে নিয়েছিলেন ওই কিশোরী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.