নির্ধারিত সময়ের এক বছর আগেই আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনী সরানোর দাবি তুললেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। পাশাপাশি আমেরিকার সঙ্গে আলোচনার সিদ্ধান্ত স্থগিত করল তালিবান। এ দিন মার্কিন প্রতিরক্ষা সচিব লিওন পানেত্তার সঙ্গে বৈঠকের পরেই আফগান সরকারের তরফে বলা হয়, বিভিন্ন গ্রাম থেকে দ্রুত ন্যাটো সেনাদের সরিয়ে নেওয়া হোক। আফগান নিরাপত্তাবাহিনীই দেশের মানুষের দায়িত্ব নেবে। ২০১৪ সালে আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনীর সরে যাওয়ার কথা। কারজাইয়ের দাবি, ২০১৩ সালেই তা করা হোক। সম্প্রতি মার্কিন সেনার গুলিতে ১৬ জন নিরীহ আফগানের হত্যার পর আফগানিস্তান-আমেরিকার সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। তার পরেই কারজাইয়ের এই ঘোষণা। আবার পারস্পরিক আস্থা বাড়াতে আমেরিকার সঙ্গে শীঘ্রই আলোচনা শুরুর কথা ছিল তালিবানের। কিন্তু আজ তালিবানের ওয়েবসাইটে বলা হয়েছে, এই আলোচনায় আপাতত তারা যাচ্ছে না। কারণ, আমেরিকা বিভিন্ন বিষয়ে ভোলবদল করছে।
|
বাবার বন্দুক নিয়ে খেলার সময়ে ছিটকে বেরোনো গুলিতে প্রাণ হারাল বছর তিনেকের একটি শিশু। পশ্চিম ওয়াশিংটনের একটি এলাকায় এই ঘটনা ঘটে। ১৩ তারিখ রাতে এক দম্পতি বেরিয়েছিলেন তাঁদের দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে। পথে গাড়িতে তেল ভরার সময় গাড়ি থেকে নামেন তাঁরা দু’জনেই। গাড়িতেই ছিল বাবার আগ্নেয়াস্ত্রটি। হাতের সামনে সেই বন্দুক পেয়ে ছেলেটি সোজা গুলি চালায় নিজের মাথা লক্ষ্য করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার ছোট বোনের অবশ্য কোনও আঘাত লাগেনি।
|
চিনের জুংজিয়াং নদীতে গত রবিবার এক নৌকাডুবিতে মারা গিয়েছেন ১২ জন। গুয়ানজি ঝুয়াং প্রদেশের মেয়র আজ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ২৮ জনকে উদ্ধার করা হলেও এখনও আট জন নিখোঁজ। গত কাল নদীর ২০০ মিটার গভীরে হদিস মেলে নৌকাটির। পোর্সেলিন বোঝাই একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগায় এই দুর্ঘটনাটি ঘটে। |