টুকরো খবর |
লক্ষ্মীদের সংবর্ধনা জুলাইয়ের আগে নয়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
উত্তরীয় পরানো এবং নগদ এক লাখের ঘোষণা। এর বেশি বিজয় হাজারে ট্রফি জয়ী বাংলা দলের জন্য এখনই কিছু ভাবা হচ্ছে না সিএবি-র তরফ থেকে। মার্চের শেষে দলীপ জয়ী পূর্বাঞ্চলের পাঁচ ক্রিকেটার এবং বিজয় হাজারে জয়ী বাংলাকে নৈশভোজে আমন্ত্রণ এবং সংবর্ধনা দেওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে লক্ষ্মী-ঋদ্ধিদের অপেক্ষা করতে হবে আগামী জুলাই পর্যন্ত। কারণ মার্চের শেষে বাংলার সব ক্রিকেটারকে একত্রিত করা সম্ভব নয়। দেওধর এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফি শেষ হওয়ার পর আইপিএল শুরু হওয়ার আগে কয়েক দিন সময় ছিল। সেখানেও অশোক দিন্দা দক্ষিণ আফ্রিকা চলে যাচ্ছেন জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে। ফিরতে না ফিরতে আইপিএল শুরু। যা দাঁড়াচ্ছে, জুলাইয়ে বার্ষিক পুরস্কার বিতরণী সভার আগে লক্ষ্মীদের সরকারি সংবর্ধনা হচ্ছে না।
|
ছিটকে গেলেন ম্যাথেউজ
সংবাদসংস্থা • ঢাকা |
ভারতের কাছে হেরে এশিয়া কাপের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। সেই ধাক্কার রেশ কাটতে না কাটতেই আবার একটা খারাপ খবর শ্রীলঙ্কার জন্য। চোটের জন্য এশিয়া কাপ থেকেই ছিটকে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথেউজ। তাঁর পায়ের চোট সারেনি। অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে খেলার সময়ই চোট পেয়েছিলেন এই অলরাউন্ডার। ম্যাথেউজের জায়গায় দলে এসেছেন শামিন্ডা এরাঙ্গা। এই অবস্থায় এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছে শ্রীলঙ্কা। পাকিস্তান প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে কিছুটা সুবিধাজনক জায়গায় আছে। শ্রীলঙ্কা কিন্তু প্রথম ম্যাচ হেরে বিপদে রয়েছে।
|
স্যাভিও-র বদলে বিদেশি কোচের খোঁজ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
স্যাভিও মেদেইরার জায়গায় বিদেশি কোচের খোঁজ শুরু করে দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এখনও পর্যন্ত যা খবর, মেদেইরার পরিবর্তে কারও নাম সুপারিশ করেননি ভারতীয় ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টর রব বান। তবে মনে করা হচ্ছে, তিনি নিজে ডাচ হওয়ার ফলে আর এক জন ডাচের নাম সুপারিশ করতে পারেন সুনীল-নবিদের জন্য। এআইএফএফ জানিয়েছে, নতুন কোচ ক্লাবের কোচেদেরও প্রশিক্ষণ দেবেন।
|
নাদালের সামনে লি-রা
সংবাদসংস্থা • ইন্ডিয়ান ওয়েলস |
এটিপি মাস্টার্স টেনিসে লিয়েন্ডার পেজ মুখোমুখি রাফায়েল নাদালের। তবে ডাবলসে। অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন ইন্দো-চেক জুটি লিয়েন্ডার-স্টেপানেক গত রাতে ইন্ডিয়ান ওয়েলসে ৭-৬ (৭-৫), ৬-৪ হারান খুয়ান মোনাকো-কেই নিশিকোরিকে। প্রাক্তন বিশ্বসেরা নাদাল সিঙ্গলসের পাশাপাশি এই টুর্নামেন্টে ডাবলসও খেলছেন স্পেনেরই মার্ক লোপেজকে নিয়ে। প্রথম ম্যাচেই নাদালরা বিশেষজ্ঞ ডাবলস টিম জিমোনজিচ-লদ্রাকে হারিয়েছেন। অন্য দিকে, এখানেই ডব্লিউটিএ টুর্নামেন্টে সানিয়া মির্জা-এলেনা ভেসনিনার ইন্দো-রুশ জুটিও শেষ আটে পৌঁছেছেন। দ্বিতীয় বাছাই সানিয়ারা ৬-১, ৩-৬ (১০-২) তিমিয়া-ব্রিয়ান্তি জুটিকে হারিয়ে এ বার মুখোমুখি আর্জেন্তিনার জিলেসা দালকো-পাওলো সুয়ারেজ জুটির।
|
মোহনবাগান জিতল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিএবি-র সিনিয়র নকআউট টুর্নামেন্টে ডালহৌসিকে ১৭৬ রানে হারাল মোহনবাগান। ৪৫ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ২৮১-৬ তোলে মোহনবাগান। হাফসেঞ্চুরি করলেন সঞ্জীব সান্যাল (৫৬) এবং দেবব্রত দাস (৫৭)। জবাবে ৩২.৫ ওভারে ১০৫ রানে শেষ ডালহৌসির ইনিংস। মাত্র ১৯ রান দিয়ে চার উইকেট নিয়েছেন সঞ্জীব। তিন উইকেট নিয়েছেন সৌরভ শীল (৩-১৯)।
|
শহরে প্রথম সাইক্লোথন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দিল্লি, বেঙ্গালুরুর পর এ বার কলকাতায় আয়োজিত হতে চলেছে সাইকেলের ম্যারাথন। সাইক্লোথন। শহরে এই প্রথম বার। প্রতিযোগিতায় পেশাদার সাইক্লিস্টদের পাশাপাশি অংশ নিতে পারবেন সাধারণ মানুষও। ১৮ মার্চ ভোর সাড়ে ছ’টায় ম্যারাথন শুরু হবে সল্টলেক স্টেডিয়াম থেকে।
|
এ বার টি-টোয়েন্টি ফুটবল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ক্রিকেটের পর এ বার ফুটবলেও আসছে টি-টোয়েন্টি ফর্ম্যাট। আনছে পেপসি। সারা দেশ জুড়ে অপেশাদারদের জন্য আয়োজিত এই ফুটবলের বিজয়ীরা ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে টি-টোয়েন্টি ফুটবল খেলার সুযোগ পাবেন। এ ছাড়াও সুযোগ থাকবে এক জন আন্তর্জাতিক ফুটবল তারকার কাছ থেকে কোচিং পাওয়ার।
|
আন্তঃজেলা সিনিয়র ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আন্তঃজেলা সিনিয়র ক্রিকেটে বর্ধমান জোনের শেষ ম্যাচে চন্দননগর ১০৯ রানে হারিয়েছে পুরুলিয়াকে। প্রথমে চন্দননগর করে ৩০ ওভারে ১৯৪-৯। সঞ্জয় সারেঙ্গী করেন ৪৪। পুরুলিয়ার মান্নি চৌধুরী ৩৩ রানে ৩, কৌশিক চক্রবর্তী ৩৪ রানে ২ ও প্রকাশ সিংহ ৪০ রানে ২ উইকেট দখল করেন। পরে পুরুলিয়া ২০.১ ওভারে ৮৫ রান করে। চন্দননগরের সৌরভ দাস ১৫ রানে ৬, অনুপ সমাদ্দার ২৮ রানে ৩ উইকেট দখল করেছেন। তবে এই পর্ব থেকে ফাইনালে উঠেছে উত্তর ২৪ পরগনা। ১৯ মার্চ কলকাতার তালতলা মাঠে তারা ফাইনাল খেলবে শিলিগুড়ির বিরুদ্ধে।
|
অন্য খেলায় |
হাওড়া ভেটেরান্স স্পোর্টস ক্লাব এবং হাওড়া পৌর নিগমের উদ্যোগে শৈলেন মান্নার স্মরণ সভা ১৭ মার্চ বিকেল ৪টেয়, শরৎ সদনে। |
|