ব্লক যুব-তৃণমূলের সম্মেলন হল সবংয়ে। মূলত, আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই বুধবার এই সম্মেলনের আয়োজন। পঞ্চায়েত নির্বাচনে যুব তৃণমূলকে কী ভাবে পথে নামতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, তা নিয়েই দীর্ঘ আলোচনা হয়েছে। সেই সঙ্গে নন্দীগ্রাম দিবসও পালন করা হয়। মোমবাতি জ্বালিয়ে মিছিল করা হয় হরিরহাট থেকে সবং বাজার পর্যন্ত। মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো, জেলা নেতা অমূল্য মাইতি এবং সবং ব্লক তৃণমূল সভাপতি প্রভাত মাইতি।
|
বুধবার দুপুরে কেশপুর থেকে মেদিনীপুরের দিকে আসার পথে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ধাক্কা মারে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মেদিনীপুর সদর ব্লকের এলাহিগঞ্জে। ক্ষতিগ্রস্ত দোকানটি অবশ্য বন্ধ ছিল। না-হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। স্থানীয় মানুষজন জানান, দুপুর আড়াইটে নাগাদ কেশপুরের দিক থেকে লরিটি যখন আসছিল। কলাইচণ্ডী খালের কাছে দুর্ঘটনা ঘটে। লরিটি খাল পেরোনোর পরেই উল্টোদিক থেকে যাওয়া একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। পরে একটি মোটরবাইককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তার পাশে একটি দোকানে ধাক্কা মারে। দোকানটি ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শী কেরামত আলি বলেন, “লরিটি দোকানে ধাক্কা মেরেই কাত হয়ে যায়।”
|
বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা গ্রন্থাগার আধিকারিকের কাছে স্মারকলিপি দিল ‘বঙ্গীয় সাধারণের গ্রন্থাগার ও কর্মীকল্যাণ সমিতি’। বুধবারের স্মারকলিপিতে ১৪ দফা দাবি জানানো হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ব্যাঙ্কের মাধ্যমে কর্মীদের বেতন প্রদান, গ্রন্থাগারগুলিকে সরকারি প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা, প্রভৃতি। সংগঠনের জেলা সম্পাদক রবিশঙ্কর শেঠ বলেন, “দীর্ঘ দিন ধরেই গ্রন্থাগার ও গ্রন্থাগার কর্মীরা বঞ্চিত। এ বার সেই বঞ্চনা ঘুচবে, এই আশাতেই সরকারের কাছে দাবি জানিয়েছি।”
|
তালা ভেঙে স্কুলঘরে ঢুকে লুঠপাট চালানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে দাসপুরের চাঁইপাট হাইস্কুলে ঘটনাটি ঘটে। রাতে দুষ্কৃতীরা প্রথমে স্কুলের মূল ফটক ভেঙে ভিতরে ঢোকে। পরে অফিস ঘর ও প্রধান শিক্ষকের ঘরে ঢুকে দু’টি কম্পিউটার, নগদ ৩ হাজার টাকা-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। |