বটানিক্যালের জলাভূমি সংস্কার শেষ করতে আদালতকেই আদেশ দিতে হল। বটানিক্যাল সূত্রে খবর, ২৪টি জলাশয়ের সঙ্গে গঙ্গার পাইপলাইন সংযোগ রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ। বন্ধ জোয়ার-ভাটায় বাগানে জল ঢোকা-বেরোনো। কমছে মাটির আর্দ্রতা। তবুও ২৫ বছর সংস্কার হয়নি। পাইপলাইনের কাজে ভারপ্রাপ্ত সংস্থার সঙ্গে কাজিয়া চলেছে গার্ডেন কর্তৃপক্ষের। জলাশয় সংস্কার ও সার্বিক উন্নয়ন চেয়ে পরিবেশকর্মী সুভাষ দত্তের করা জনস্বার্থ মামলায় আদালত বুধবার নির্দেশ দেয়, পূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ার ও বটানিক্যালের জয়েন্ট ডিরেক্টরকে সাত দিনে সংস্কারের চূড়ান্ত রূপরেখা করবেন। দু’সপ্তাহে তা আদালতে জানাতে হবে।
|
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
গণ্ডার সুমারির সময়েই ডুয়ার্সের গরুমারায় নতুন অতিথি এল। বুধবার গন্ডার সুমারিতে যাওয়া বনকর্মী এবং স্বেচ্ছাসেবীরা গরুমারা দক্ষিণ রেঞ্জে ওই নয়া গন্ডার শাবকটিকে দেখতে পান। বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত রবিবার শাবকটির জন্ম হয়। বন্য প্রাণ বিভাগের জলপাইগুড়ির ডিএফও সুমিতা ঘটক জানান, শাবকটির দিকে নজর রাখা হচ্ছে। মঙ্গলবার ভোর থেকে গরুমারায় গণ্ডার সুমারির কাজ শুরু হয়েছে। ওই দিন বনকর্মী এবং স্বেচ্ছাসেবকদের ১০৫ জনের দল জঙ্গলে ঢোকেন। পরিবেশ প্রেমী অনির্বাণ মজুমদার গরুমারার গরাতি বিট ঘুরে এসে জানান, একটি গন্ডারের পরিবার দেখেছেন তিনি। যার মধ্যে একটি মা গন্ডারের সঙ্গে শাবকও ছিল। গরুমারা দক্ষিণ রেঞ্জে ঘুরে ওদলাবাড়ি পরিবেশ প্রেমী সংস্থা ন্যাসের সদস্য হায়দার আলি জানান গন্ডারের দেখা না পেলেও সম্বর, চিতল হরিণ আর একদল বাইসন দেখেছেন। এ বার গন্ডারের পাশাপাশি এ সব তৃণভোজীদেরও গণনায় আনা হয়েছে। দিনের শেষে জলপাইগুড়ি বন্যপ্রাণ-২ বিভাগের ডিএফও সুমিতা ঘটক জানান, সফল ভাবেই প্রথম দিনের সুমারি হয়েছে। প্রথম দিনের গণনার যা ট্রেন্ড তাতে গন্ডারের সংখ্যা নিশ্চিত ভাবে বাড়ছে।
|
সম্প্রতি দশদিনের জাতীয় পরিবেশ সচেতনতা শিবিরের আয়োজন করা হল উদয়নারায়ণপুরের খিলা গ্রাম পঞ্চায়েত এলাকার বরুইপুর এবং পালিয়াড়া গ্রামে। স্কুল অফ ফান্ডামেন্টাল রিসার্চ-এর উদ্যোগে জীবনদীপ সেবা সমিতির সহযোগিতায় আয়োজিত শিবিরে পরিবেশের উপরে আলোচনাচক্র, বসে আঁকো প্রতিযোগিতা, ভেষজ বৃক্ষ রোপন এবং পুকুর পরিষ্কারের কর্মসূচি পালন করা হয়। |