টুকরো খবর
ঋণনীতি আজ, মূল্যবৃদ্ধি বেড়ে প্রায় ৭%
পাঁচ মাস বাদে ফের ঊর্ধ্বমুখী সার্বিক মূল্যবৃদ্ধির হার। সরকারি সূত্রে খবর, মূলত খাদ্যপণ্যের দাম বাড়ার জেরেই ফেব্রুয়ারিতে পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে হিসেব করা এই হার ছুঁয়েছে ৬.৯৫%। জানুয়ারির হার ছিল দু’বছরের মধ্যে সবচেয়ে কম, ৬.৫৫%। অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের অবশ্য আশা, মার্চ মাসের শেষে সার্বিক মূল্যবৃদ্ধি ফের ৬.৫ শতাংশে নামবে। তবে খাদ্য সামগ্রীর দাম বাড়লেও কারখানার উৎপাদন ও অন্যান্য শিল্প- পণ্যের দাম বেড়েছে বেশ কিছুটা কম হারে। ফেব্রুয়ারিতে ওই বৃদ্ধির হার ৫.৮%। জানুয়ারিতে ছিল ৬.৭%। ব্যাঙ্কিং মহলের দাবি, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এ ধরনের শিল্প পণ্যের দরের উপর ভিত্তি করেই সুদের হার হেরফের করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। তাই সার্বিক মূল্যবৃদ্ধি চড়া থাকা সত্ত্বেও আগামী কালের ঋণনীতিতে শীর্ষ ব্যাঙ্ক ২৫ বেসিস পয়েন্ট সুদ কমাতে পারে বলে ইঙ্গিত শিল্প ও ব্যাঙ্কিং মহলের। এ দিকে, ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ছুঁল ৬.০৭%। জানুয়ারিতে দাম কমেছিল ০.৫২%। এর মধ্যে ডালের দাম বেড়েছে প্রায় ৮%। শাক-সব্জি ১.৫%, যেখানে জানুয়ারিতে তা কমেছিল প্রায় ৪৩%। দুধ বেড়েছে ১১.৭%, ডিম-মাছ-মাংস ২০%। তবে সার্বিক মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের গুরুত্ব ১৪.৩%, শিল্পপণ্যের ৬৫%। শিল্প সামগ্রীর দাম কমায় তাই এ বার রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানো নিয়ে আশাবাদী শিল্পমহল।

আধ ঘণ্টা অন্তর বাস
শিলিগুড়ি-কোচবিহার রুটে আধ ঘন্টা অন্তর বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। বুধবার সকালে কোচবিহার শহরের পুরনো বাসস্ট্যান্ডে আনুষ্ঠানিক ভাবে ওই পরিষেবার উদ্বোধন করেন নিগমের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। প্রতিদিন সকাল ৫টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কোচবিহার এবং শিলিগুড়ি উভয় জায়গা থেকেই আধঘন্টা অন্তর ওই বাস চালানো হবে। এদিন অনুষ্ঠানে তুফানগঞ্জ-হলদিবাড়ি, কোচবিহার-মালবাজার রুটে আরও দু’টি বাস পরিষেবার সূচনা করেন তিনি। নিগমের চেয়ারম্যান বলেন, “যাত্রীদের বাড়তি পরিষেবা দিতেই কোচবিহার-শিলিগুড়ি রুটে দিনভর আধঘন্টা অন্তর বাস পরিষেবা চালু করা হল। হলদিবাড়ির হুজুর সাহেবের মাজার দর্শনে যেতে আগ্রহীদের দাবি মেনেও একটি বাস চলবে। মালবাজার-কোচবিহার রুটের বাসটি চালাতে বিভিন্ন মহল থেকে আর্জি জানানো হয়েছিল। সাধারণ যাত্রীদের চাহিদা মেটাতে ভবিষ্যতেও একই ভাবে আমরা উদ্যেগী হব।” নিগম সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানে নিগমের পরিচালন বোর্ডের সদস্য আব্দুল জলিল আহমেদ-সহ সংস্থার কর্তারা উপস্থিত ছিলেন।

উইপ্রোকে এসইজেডের সুবিধা নিয়ে সুপারিশ দেয়নি রাজ্য
রাজারহাটে তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোকে বিশেষ আর্থিক অঞ্চল (এসইজেড) তৈরির অনুমতি দেওয়া নিয়ে এখনও সুপারিশ জমা দেয়নি রাজ্য সরকার। বুধবার রাজ্যসভায় এ কথা জানান কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য প্রতিমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেন, গত ২০ জানুয়ারি রাজারহাটে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এসইজেড তৈরির জন্য ২০.২৪ হেক্টর জমি পেতে আবেদন জমা দেয় উইপ্রো। লগ্নির অঙ্ক ৩২৫ কোটি টাকা। কর্মসংস্থান হওয়ার কথা প্রায় ৮,০০০ জনের। কিন্তু এ নিয়ে এখনও রাজ্যের তরফে নির্দিষ্ট প্রস্তাব জমা দেওয়া হয়নি।

এআইকে ক্ষতিপূরণ নয়
সময় মতো বিমান পাঠাতে না-পারায় এয়ার ইন্ডিয়া (এআই)-কে বোয়িং ৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছিলেন বিমান মন্ত্রকের এক পদস্থ কর্তা। কিন্তু সে কথা অস্বীকার করল বোয়িং। বরাত দেওয়ার পর নির্দিষ্ট সময়ে ২৭টি ড্রিমলাইনার না-পেয়ে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছিল এআই।

উইপ্রোর শেয়ার নিলাম নিয়ে
বুধবার নিলামের মাধ্যমে উইপ্রোর ৩.৫০ কোটি শেয়ার বিক্রির জন্য তেমন সাড়া পাওয়া গেল না। এর মধ্যে ২.৪৭ কোটি (৭১%) শেয়ার কেনার জন্য আবেদন জমা পড়েছে। রাষ্ট্রায়ত্ত ওএনজিসি-র পরে উইপ্রোই প্রথম বেসরকারি সংস্থা, যার শেয়ার এ ভাবে নিলাম করা হল। শেয়ার পিছু ন্যূনতম দর ধার্য ছিল ৪১৮ টাকা। এর ভিত্তিতে ৭১% শেয়ার বিক্রির মাধ্যমে সংস্থার আয় হবে প্রায় ১,০৩৪ কোটি টাকা। প্রসঙ্গত, আজিম প্রেমজি ফাউন্ডেশনের মাধ্যমে দেশে শিক্ষার প্রসারে লগ্নির জন্যই এই শেয়ার বিক্রি করছে সংস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.