টুকরো খবর
মারধরে গ্রেফতার ১
স্কুল পরিচালন কমিটির সম্পাদককে মারধর করা ও আসবাব পত্র ভাঙচুর করার অভিযোগে এক সিপিএম কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি পাড়ুই থানার অবিনাশপুর শ্রীরাম উচ্চবিদ্যালয়ের। মঙ্গলবার বিকেলে ওই স্কুলে স্মারকলিপি দিতে গিয়ে স্থানীয় সিপিএম নেতৃত্ব স্কুল পরিচালন কমিটির সম্পাদক তৃণমূলের চৌধুরী মতিউর রহমানকে মারধর করেন বলে অভিযোগ। সিপিএমের ১২ জনের বিরুদ্ধে অভিযোগ হয়। বুধবার শেখ শাহনাওয়াজ নামে অবিনাশপুরের এক সিপিএম কর্মীকে গ্রেফতার করা হয়। সিউড়ি আদালতে তোলা হলে ১৪ দিন জেলহাজত হয়। পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “স্কুলের পরিচালন কমিটির সম্পাদককে মারধর করার অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।” তিনি জানান, ওই স্কুলে বুধবার একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ছিল। পুলিশি ব্যবস্থা করা হয়। সিপিএমের অভিযোগ, স্কুলের নতুন ঘর তৈরি করা নিয়ে বেনিয়ম হয়েছে। বিনা ‘টেন্ডারে’ কাজ করা নিয়ে প্রশ্ন তোলা হয়। তারপরেই স্কুলের পরিচালন সমিতির সম্পাদক পরিকল্পিত ভাবে গোলমাল পাকান। পরিচালন কমিটির সম্পাদকের অভিযোগ, “ওরা অবান্তর প্রসঙ্গ তুলে পরিকল্পিত ভাবে আমাদের উপরে হামলা চালায়। আমার মাথায় ভারি কিছু জিনিস দিয়ে আঘাত করে চেয়ার টেবিল ভাঙচুর করে।” প্রধান শিক্ষক আনন্দকুমার ঘোষের অভিযোগ, “স্কুলের পঠনপাঠন যাতে বিঘ্নিত না হয়, তা সবাইকে দেখতে হবে।”

‘বেহাল’ পরিষেবা, বিক্ষোভ পঞ্চায়েতে
কাজের সময় পঞ্চায়েতে গিয়ে ঠিকমতো পরিষেবা পাওয়া যায় না। বেশির ভাগ সময় দেখা মেলে না অধিকাংশ কর্মীদেরও। এরই প্রতিবাদে বুধবার দুপুর ১২টা নাগাদ পঞ্চায়েত সচিব-সহ আরও দুই কর্মীকে অফিসে ঢুকতে বাধা দেন স্থানীয় মানুষেরা। ঘটনাটি ঘটেছে মহম্মদবাজারের রামপুর পঞ্চায়েতে। অভিযোগকারীদের দাবি, অধিকাংশ দিন এগজিকিউটিভ অফিসার, নির্মাণ সহায়করা অফিসে আসেন না। এ ছাড়া, মাঝে মাঝেই সচিব-সহ অন্যান্য কর্মীদেরও অফিসে পাওয়া যায় না। বুধবারও পঞ্চায়েতে গেলে দেখা যায়, এগজিকিউটিভ অফিসার, নির্মাণ সহায়ক, সচিব-সহ অন্যান্য কর্মীরাও অফিসে নেই। রয়েছেন শুধুমাত্র কয়েক জন পঞ্চায়েতকর্মী। সচিব শ্রীকান্ত মণ্ডল সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “প্রধানের কথা মতো আমি পঞ্চায়েতের কাজেই ব্লকে গিয়েছিলেন।” তৃণমূল পরিচালিত মহম্মদবাজারের রামপুর পঞ্চায়েতের পরিষেবা নিয়ে বহুদিন ধরেই মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। বিক্ষোভকারীদের পক্ষে নূর আখতার বলেন, “এমন অনেক কাজ আছে, যে কাজে এগজিকিউটিভ অফিসার, নির্মাণ সহায়ক ও প্রধানকে প্রয়োজন। কিন্তু প্রায়ই কেউ না কেউ অনুপস্থিত থাকেন। ফলে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে।”এই বিষয়ে পঞ্চায়েত প্রধান বাসুদেব মাল বলেন, “এগজিকিউটিভ অফিসার অফিসে আসেন সোম, মঙ্গল ও বৃহস্পতিবার এবং নির্মাণ সহায়ক আসেন মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার। ফলে বুধবার তাঁদের অফিসে আসার কথা নয়।” বিডিও সুতীর্থ দাস বলেন, “পঞ্চায়েতের কাজে সচিব অফিসে এসেছিলেন।”

যাবজ্জীবন
নাবালিকাকে শ্বাসরোধ করে খুনের দায়ে প্রতিবেশী যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বোলপুরের ফাস্ট ট্র্যাক আদালত। সরকারি আইনজীবী ভাস্কর ঘোষ জানান, বোলপুর থানার ঘিদহ গ্রামের নাবালিকা রুবি খাতুন (১৬)কে ২০০৪ সালের ৯ নভেম্বর প্রতিবেশী যুবক বকুল শেখ এবং তার ভাই মুকুল শেখ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওই রাতে রুবিকে নির্যাতন করে গ্রামের পাশে অজয় নদের ধারে শ্বাসরোধ করে খুন করে তারা। ১০ নভেম্বর দুজনের নামে থানায় অভিযোগ করা হলে পুলিশ তাদের গ্রেফতার করে। এর মধ্যে ছাড়া পেয়ে পারিবারিক অশান্তির কারণে মুকুল আত্মহত্যা করেছে। পরে ঘটনায় মুল অভিযুক্ত বকুল শেখকে বিচারক দোষী সাব্যস্ত করেন। বুধবার সেই বিচারেরই সাজা ঘোষণা করেন বিচারক।

পরীক্ষা দিতে পারল না ছাত্র
অ্যাডমিট কার্ড না আসায় পরীক্ষা দিতে পারল না এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার উচ্চ বিদ্যালয়ে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিদ্যালয় পরিচালন সমিতি। ইলামবাজার উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র তাপস হালদারের অভিযোগ, “প্রয়োজনীয় টাকা জমা দিয়ে ও আবেদনপত্র পূরণ করেছিলাম। তা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে অ্যাডমিট কার্ড না পাওয়ায় পরীক্ষা দেওয়া হল না।” স্কুলের প্রধান শিক্ষক বিবেকানন্দ রায়চৌধুরী কোনও মন্তব্য করতে চান নি। পরীক্ষার দায়িত্বে থাকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের সঙ্গেও যোগাযোগ করা যায়নি। তবে বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক নবকুমার ধীবর অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই ছাত্র আবেদনপত্র পূরণ করেনি। তার অভিযোগ ঠিক নয়।”

দেহ উদ্ধার
নিখোঁজ এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল মাড়গ্রামের বাজারপাড়া এলাকা থেকে। মৃতের নাম রাজকুমার মাল (৩৫)। বাড়ি মোল্লাপাড়ায়। ওই যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ৮ দিন ধরে তাঁর খোঁজ মিলছিল না। বুধবার দুপুরে বাজারপাড়ার একটি ঝোপে তাঁর ঝুলন্ত দেহ মেলে।

বাড়িতে চুরি
বাড়ির তালা ভেঙে সোনা-সহ নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে বোলপুর শহরের দর্জিপাড়ায়। বুধবার ঘটনাটি জানাজানি হয়। বাড়ির মালিক বোলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.