সংস্কৃতি যেখানে যেমন

সেরা রঙ্গাশ্রম
জাতীয় স্তরের নাট্য প্রতিযোগিতায় কৃতীর সম্মান অর্জন করল বহরমপুরের নাট্যগোষ্ঠী ‘রঙ্গাশ্রম’। গত ১ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত ৬ দিন ধরে দিল্লির শ্রীরাম সেন্টার ও কামালি অডিটোরিয়ামে অসম, মণিপুর, মুম্বই, দিল্লি ও বিহার-সহ দেশের বিভিন্ন প্রান্তের মোট ৯টি নাট্যদলের সঙ্গে প্রতিযোগিতাহয়। সারা দেশ থেকে বাছাই করে নেওয়া ১০টি নাট্যগোষ্ঠীর মধ্যে জায়গা পেয়েছিল ‘রঙ্গাশ্রম’। দিল্লীতে বহরমপুরের ওই নাট্যসংস্থা মানব চক্রবর্তীর উপন্যাস অবলম্বনে নাটক ‘সন্তাপ’ মঞ্চস্থ করে। পাঁচ জনের জুরি বোর্ড ওই প্রতিযোগিতা থেকে ৭ম বর্ষের সেরা দলকে বেছে নেয়। ওই জুরি বোর্ডে রয়েছেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা-র চেয়ারপার্সন অমাল আলানা, দিল্লির নাট্য ব্যক্তিত্ব গীতা কপুর-সহ বিশিষ্টেরা। এ বারের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ সহ-অভিনেতার মকুট জয় করেন ‘রঙ্গাশ্রম’-এর দুই অভিনেতা। শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হন ‘রঙ্গাশ্রম’-এর কর্ণধার সন্দীপ ভট্টাচার্য ও শ্রেষ্ঠ সহ-অভিনেতা হিসাবে ‘রঙ্গাশ্রম’-এর অনিরুদ্ধ ভট্টাচার্যকে মনোনীত করা হয়।

আঁকিবুকির প্রদর্শনী
সাগরদিঘির কবিয়াল মেলা। — নিজস্ব চিত্র।
আঁকিবুকির আয়োজনে ১০ মর্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ৪ দিন ধরে একদশতম চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হল স্থানীয় টাউন ক্লাবে। মোট দু’টি পর্বে মোট প্রায় তিনশোটি ছবি প্রদর্শিত হয়। তার মধ্যে ছিল আয়োজক সংস্থার বিভিন্ন বয়সের শিক্ষানবীশ শিল্পীর আঁকা ছবি, ছিল প্রতিষ্ঠিত চিত্রকরদের সৃষ্টিও। জলরঙ, তেলরঙ ও প্যাস্টেলে আঁকা ছবির পাশারাশি ছিল রেখাচিত্র ও মেরাল। প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মায়া সেনকে শ্রদ্ধার্ঘ্য জানাতে উদ্বোধনী সন্ধ্যায় আয়াজন করা হয় একটি বিশেষ অনুষ্ঠানের। পরিবেশিত হয় গান ও আবৃত্তি।

কালচারাল ফোরাম
শিশু ও কিশোরদের সাংস্কৃতিক ও সাহিত্যিক মেধা অন্বেষণে মঙ্গলবার আত্মপ্রকাশ করল ‘নবদ্বীপ কালচারাল ফোরাম’। এ দিন ‘নবদ্বীপ নির্ভীক সমিতি’ ক্লাব প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে ‘নবদ্বীপ কালচারাল ফোরাম’। ওই অনুষ্ঠানে নবদ্বীপের বিভন্ন সংস্থার পক্ষ থেকে নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করা হয়। নদিয়া ও বর্ধমান জেলার শিশু শিল্পীদের অভিনীত ৩ দিনের নাট্য প্রতিযোগিতা নবদ্বীপে অনুষ্ঠিত হবে সামনে মে মাসের ১ তারিখ থেকে ৩ তারিখ পর্যন্ত।

রবীন্দ্রনাট্য উৎসব
রবীন্দ্রনাথের জন্মের সার্ধশতবর্ষপূর্তি উপলক্ষে ‘পাঁচথুপি উদয়ন’ নাট্যগোষ্ঠী বহরমপুর রবীন্দ্রসদনে ২৪-২৬ ফেব্রুয়ারি তিন দিনের ‘রবীন্দ্রনাট্য উৎসব’-এর আয়োজন করে। ২৬ ফেব্রুয়ারি কলকাতার নাট্যসংস্থা ‘তৃতীয় সূত্র’ পরিবেশন করে রবীন্দ্রনাথের ‘বিসর্জন’। এই উৎসবে ৪টি নাট্যগোষ্ঠীর মোট ৪টি নাটক মঞ্চস্থ হয়। আয়োজক সংস্থার নাটক ‘গুপ্তধন’, উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙার ‘নকসা’ নাট্যগোষ্ঠীর ‘সুভা’ ও বহরমপুরের ‘ঋত্বিক’-এর নাটক ‘শেষরক্ষা’ মঞ্চস্থ হয়।

পাঠভবনের অনুষ্ঠান
বহরমপুরে বসন্তোৎসব। — নিজস্ব চিত্র।
বহরমপুর পাঠভবনের উদ্যোগে রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কচিকাঁচারা ‘ঋতুরঙ্গ’ নামে একটি নৃত্যগীতি আলেখ্য পরিবেশন করে। গত ১৪ ফেব্রুয়ারির ওই সান্ধ্য অনুষ্ঠানে ক্রীড়া, লেখাপড়া ও সাংস্কৃতিক বিষয়ে কৃতীদের পুরস্কৃত করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.