১৪ মার্চ, নন্দীগ্রাম গুলি-কাণ্ডের দিনটিকে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে ‘প্রতিবাদ দিবস’ হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন তেলুগু দীপক, ছত্রধর মাহাতোর মতো মাওবাদী বা ‘মাওবাদী ঘনিষ্ঠ’ জেলবন্দিরা। জেল থেকে পাঠানো দু’টি পৃথক বিবৃতিতে দীপক ও ছত্রধরের অভিযোগ, নন্দীগ্রাম বা লালগড়ে গণ-আন্দোলনের কর্মীদের নামে মামলা প্রত্যাহার এবং বন্দিমুক্তির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও তৃণমূল সরকার কথা রাখেনি। এমনকী, নন্দীগ্রাম, লালগড়ে এক সময়ে ‘অত্যাচারী’ পুলিশকর্মী বা সিপিএম নেতা-কর্মীদের শাস্তির ব্যবস্থাও হয়নি। লালগড়-সহ জঙ্গলমহলে সিপিএমের বদলে তৃণমূলের বাহিনী এখন অত্যাচার চালাচ্ছে, যৌথ বাহিনীর ধরপাকড়ও অব্যাহত বলে অভিযোগ করা হয়েছে বিবৃতিতে। এ সব কারণেই ‘প্রতিবাদ দিবস’ পালন বলে জানিয়েছেন তাঁরা। সম্প্রতি মহাকরণে মুখ্যমন্ত্রীর কাছে সুচিত্রা মাহাতোর ‘আত্মসমর্পণ’কে ‘নাটক’ বলে কটাক্ষও করেছেন মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য ভেঙ্কটেশ্বর রেড্ডি ওরফে দীপক।
|
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খাস তালুক’ হাজরা মোড় থেকে সোমবার নারী নিগ্রহের প্রতিবাদে গণ স্বাক্ষর সংগ্রহ শুরু করল রাজ্য বিজেপি-র মহিলা মোর্চা। তারা অন্যান্য জেলাতেও ওই বিষয়ে স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামবে। সমস্ত জেলা থেকে স্বাক্ষর সংগ্রহের পরে সেগুলি সম্বলিত স্মারকলিপি রাজ্যপাল এম কে নারায়ণনকে জমা দেবে তারা। |