টুকরো খবর
চাল রফতানির উদ্যোগ
গোবিন্দভোগ ও তুলাইপাঞ্জা নামে দু’ধরনের সুগন্ধি চালকে বিদেশে রফতানি করতে উদ্যোগী হয়েছে মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এই লক্ষেই কৃষকদের প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত করতে, এবং ব্যাঙ্কঋণ, বীজ-সহ বিভিন্ন বিষয়ে সাহায্য করতে সম্প্রতি কল্যাণীতে অনুষ্ঠিত হল এক দিনের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজকুমার সান্যাল, গবেষণা বিভাগের অধিকর্তা অরবিন্দ মিত্র, বিজ্ঞানী মৃত্যুঞ্জয় ঘোষ, নাবার্ডের সহকারি জেনারেল ম্যানেজার চঞ্চল মিত্র বিভিন্ন ব্যাঙ্ক, ফার্মার্স ক্লাব ও কৃষকেরা। মুখ্য বিজ্ঞানী মৃত্যুঞ্জয়বাবু বলেন, “২০১০ সালে এই দু’ধরনের চালকে বিদেশে রফতানি করার জন্য সংসদের বাণিজ্য মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে। পাশাপাশি বাণিজ্য মন্ত্রকের মন্ত্রীকেও এ ব্যাপারে একটি বাণিজ্য নীতি তেরির জন্য বলা হয়েছে। আশা করছি সব দিক দিয়েই সফল হব। এখন আমাদের কাজ আরও বেশি উৎপাদন এবং গুণগত মান উন্নত করার ব্যাপারে কৃষকদের সাহায্য করা। তাদের প্রযুক্তিগতভাবে উন্নত করা।”

নিয়োগপত্রের দাবিতে বিক্ষোভ
নিয়োগপত্রের দাবিতে সোমবার সর্বশিক্ষা মিশনের অফিসের সামনে রাত পর্যন্ত বিক্ষোভ দেখালেন পার্শ্বশিক্ষকেরা। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রধান দরজার সামনে পার্শ্বশিক্ষক যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যেরা ওই বিক্ষোভ দেখালেন। সংগঠনের আহ্বায়ক শামিম আখতার বলেন, “দশটি জেলায় পার্শ্বশিক্ষকদের ইতিমধ্যেই নিয়োগপত্র দেওয়া হয়ে গিয়েছে। প্রশাসনকে বার বার বলেও আমরা নিয়োগ পত্র পাইনি। তাই এই বিক্ষোভ কর্মসূচী।” এরপর সদর মহকুমা শাসক পূর্ণেন্দু মাঝি, জেলা প্রকল্প আধিকারিক অমিতজ্যোতি ভট্টাচার্য ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক করেন। দ্রুত নিয়োগপত্র পাওয়ার প্রতিশ্রুতি পেয়ে বিক্ষোভ তুলে নেওয়া হয়। সদর মহকুমাশাসক বলেন, “জেলাস্তরে নিয়োগপত্র সংক্রান্ত প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। দ্রুত নিয়োগপত্র পৌছে দেওয়ার চেষ্টা করছি।”

ধর্ষণের নালিশ
অস্বাভাবিক মৃত্যু হয়েছে হারানি বিবি (৩৮) নামে এক মহিলার। বাড়ি সালারের তালিবপুর গ্রামে। শনিবার রাতে অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে রবিবার তিনি মারা যান। হারানি বিবির স্বামী নফর শেখের অভিযোগ, “এলাকার মতলেব শেখ আমার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছিল। তাতে সাড়া না দেওয়ায় ধর্ষণ করে মুখে অ্যাসিড ঢেলে পুড়িয়ে মেরেছে।” পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ না হলেও মৌখিক অভিযোগের ভিত্তিতেই মতলেবকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আগুণ লেগেই ওই মহিলার মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে ধষর্ণের কোনও সম্পর্ক নেই। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ওই মহিলার অগ্নিদগ্ধ হয়েই মৃত্যু হয়েছে মনে হচ্ছে। ধষর্ণের অভিযোগ সম্ভবত ভিত্তিহীন। তবে তদন্ত চলছে।”

স্কুলে মিলল কর্মীর মৃতদেহ
সোমবার সকালে বেলডাঙা থানার শ্রীশচন্দ্র বিদ্যাপীঠের মধ্যে একটি ঘরে এক শিক্ষাকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম অরুণ মণ্ডল (৪৯)। বিদ্যালয়ের একটি ঘরে গলায় দড়ির ফাঁস লাগিয়ে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায়। অরুণবাবুর স্ত্রী শিবাণীদেবীর বক্তব্য, “আমার স্বামী এক লক্ষাধিক টাকা ধার করে স্কুলের এক শিক্ষককে ঋণ দিয়েছিলেন। কিন্তু এক বছর হয়ে গেল সেই শিক্ষক ওই টাকা শোধ করেননি। আমার স্বামী যাঁদের কাছ থেকে টাকা ধার করেছিলেন, তাঁরা কিন্তু এখন চাপ দিতে শুরু করেছিলেন। তাঁকে ভয়ও দেখিয়েছিলেন সম্প্রতি। তবু ওই শিক্ষক টাকা শোধ করেননি। তাই তিনি লোকলজ্জায় আত্মহত্যা করেছেন।” প্রধানশিক্ষক বলরাম হালদার বলেন, “পুলিশ এসে ওই কর্মীর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে।” পুলিশ জানিয়েছে, ওই শিক্ষকের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ওই ব্যক্তির একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ওই শিক্ষক পলাতক।”

আরএসপি-র সম্মেলন রানাঘাটে
তৃণমূল পরিচালিত রানাঘাট পুরসভায় উন্নয়ন না হওয়ার অভিযোগ তুলেছেন আরএসপির প্রতিনিধিরা। রবিবার লালগোপাল উচ্চ বিদ্যালয়ে আরএসপির রানাঘাট-১ লোকাল কমিটির সম্মেলন ছিল। সেখানে এ নিয়ে জোরালো প্রতিবাদ জানান প্রতিনিধিরা। কমিটির সম্পাদক সুবীর ভৌমিক বলেন, “এই পুরসভায় নাগরিক পরিসেবা ভেঙে পড়ছে। রাস্তা, পানীয় জল-সহ বিভিন্ন বিষয়ে পুরসভার কোনও ভুমিকা নেই।” তিনি আরও বলেন, “এলাকার আইন শৃঙ্খলা নিয়েও প্রতিবাদ জানিয়েছেন প্রতিনিধিরা। মানুষ নিরাপত্তাহীনতা ভোগ করছেন। অবিলম্বে পুলিশের এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত।”

গুলিবিদ্ধ যুবক
পাড়ার মধ্যেই এক যুবককে গুলি করে পালাল দুষ্কৃতীরা। পেশায় গাড়িচালক ওই ব্যক্তির নাম স্বপন দে। সোমবার রাতে কৃষ্ণনগরের বেজিখালির ঘটনা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানিয়েছে, এ দিন রাতে পাড়ার একটি দোকানে বসেছিলেন স্বপনবাবু। তাঁর এক বন্ধুকে কয়েক জন ঢিল ছুড়েছে জানতে পেরে তিনি দোকান-সংলগ্ন একটি গলিতে গিয়েছিলেন। সেখানেই তিনি গুলিবিদ্ধ হন। জেলা পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “ঘটনার কারণ পরিষ্কার নয়। তদন্ত শুরু হয়েছে।”

জঙ্গিপুরে বিক্ষোভ
রেল বাজেটের আগে জঙ্গিপুর রোড রেল স্টেশনে সোমবার অবস্থান বিক্ষোভ করে আরএসপি-র যুবমোর্চা। তাঁদের দাবি, রেল বাজেটে গুরুত্ব দিতে হবে জঙ্গিপুরকে। চালু করতে হবে সুপার ফাস্ট ট্রেন। সুতির প্রাক্তন বিধায়ক জানে আলমের নেতৃত্বে এই বিক্ষোভ হয়। এ দিন ১০ দফার একটি দাবিপত্রও পেশ করেন তাঁরা। জানে আলম বলেন, “কাটোয়া থেকে ফরাক্কা পর্যন্ত এখনও ডবল লাইন নেই। ফলে জঙ্গিপুর থেকে কোনও সুপার ফাস্ট ট্রেন চালু হয়নি। বঞ্চিত হচ্ছেন জঙ্গিপুরের বাসিন্দারা।”

ঘেরাও অধ্যক্ষ
ঠিকাদারদের বিরুদ্ধে ঠিকমতো কাজ না করার অভিযোগ তোলায় পড়ুয়াদের সঙ্গে গণ্ডগোল বাধল ঠিকাদারের লোকেদের। অভিযোগ, একজন পড়ুয়াকে তারা মারধরও করেছে। এর প্রতিবাদে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার হরিণঘাটার মাজুলিয়ায় জেলা শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে ঘেরাও করে পড়ুয়ারা। পরে অবশ্য কর্তৃপক্ষের হস্তক্ষেপে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। অধ্যক্ষ সোমনাথ রায় বলেন, “একটা গণ্ডগোল হয়েছিল। পরে বিরোধ মিটে গিয়েছে।”

মহিলার মৃত্যু, ধৃত ৩
এক মহিলার অস্বাভাবিক মৃত্যুতে তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। গত ১৯ ফেব্রুয়ারি আগুনে পুড়ে মারা যান পূর্ণগঞ্জের বাসিন্দা রমা বিশ্বাস (২৩)। দু’দিন পরে রমার বাবা স্বপন অধিকারী মৃতার স্বামী অমল বিশ্বাস, শ্বশুর সাধন বিশ্বাস ও শাশুড়ি শান্তি বিশ্বাসের নামে অভিযোগ দায়ের করেন। রবিবার রাতে পুলিশ তাদের গ্রেফতার করেছে।

জলে ডুবে মৃত্যু
জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। নাম সৌরেন্দ্রনাথ দাশগুপ্ত (৪০)। বাড়ি তাহেরপুরের কালীনারায়ণপুর।

অস্ত্র-সহ ধৃত

আগ্নেয়াস্ত্র-সহ দু’জনকে গ্রেফতার করল চাপড়া থানার পুলিশ। ধৃতদের নাম মইদুল শেখ ও জান্দার শেখ। বাড়ি চাপড়ার বাদলাঙ্গিতে। সোমবার বিকেলে একটি মোটর বাইক নিয়ে চাপড়া যাওয়ার সময়ে পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দু’রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

গাড়ির ধাক্কায় মৃত্যু
একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে সেঞ্জারুল শেখ নামে দু’বছরের এক শিশুর। রবিবার সন্ধ্যায় জঙ্গিপুরের গঙ্গাপ্রসাদ গ্রামের একটি রাস্তায় খেলা করার সময়ে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.