কলেজ ভোটের আগের রাতে অধ্যক্ষ ঘেরাও |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ক্ষুদিরাম বসু সেন্ট্রাল কলেজে আজ, মঙ্গলবার ছাত্র সংসদের নির্বাচন হওয়ার কথা। তার আগের দিন, সোমবার পরীক্ষায় বসা নিয়ে টানাপোড়েনের জেরে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত অধ্যক্ষকে ঘেরাও করে রাখা হয়। অন্য কিছু শিক্ষক-শিক্ষিকাকেও আটকে রাখা হয় বলে জানান অধ্যক্ষ। অভিযোগ, ঘেরাওয়ে নেতৃত্ব দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। পড়ুয়াদের দাবি, উপস্থিতির হার যা-ই হোক, সকলকেই পার্ট ওয়ান পরীক্ষায় বসতে দিতে হবে। কলেজ সূত্রের খবর, ন্যূনতম ৬০% হাজিরা না-থাকায় বিভিন্ন বিভাগের শতাধিক পড়ুয়াকে পার্ট ওয়ানে বসতে দেওয়া হবে না বলে কর্তৃপক্ষ জানিয়ে দেন। অধ্যক্ষ সুবীরকুমার দত্ত বলেন, “বেলা আড়াইটেয় আলোচনা শুরু হয়। তার পরেই ঘেরাও। খেতেও দেওয়া হয়নি।” টিএমসিপি-র দাবি, সকলকে পরীক্ষায় বসতে দিতে হবে। কিন্তু কর্তৃপক্ষ নিয়মের বাইরে যেতে নারাজ। টিএমসিপি-র সাধারণ সম্পাদক তমোঘ্ন ঘোষ বলেন, “ওই কলেজে আমাদের সংগঠন নেই। ঘেরাও করেছে সাধারণ ছাত্রছাত্রীরা। আমরা শুধু কর্তৃপক্ষকে বলেছি, উপস্থিতির হারের দিকে জোর না-দিয়ে মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে দেওয়া হোক।” ছাত্রভোটের ব্যাপারে কর্তৃপক্ষের বক্তব্য, ৩৯টি আসনে টিএমসিপি সমর্থিত প্রার্থীরা ছাড়া আর কোনও প্রার্থীই নেই। ফলে নির্বাচনের আগেই তাঁরা জিতে গিয়েছেন।
|
বিমানে অসুস্থ যাত্রী, পরে মৃত্যু |
কলকাতা থেকে চেন্নাই যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়লেন যাত্রী। পরে কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, ৭০ বছরের এই যাত্রীর নাম এন কৃষ্ণমূর্তি। তাঁর বাড়ি চেন্নাইয়ে। কলকাতায় থাকতেন জোড়াসাঁকোয়। কাজ করতেন চিৎপুরের এক সংস্থায়। কৃষ্ণমূর্তি সোমবার বিকেলে জেট এয়ারওয়েজের উড়ানে বাড়ি ফিরছিলেন। পৌনে ৪টে নাগাদ ওড়ার কিছু পরেই পাইলট যোগাযোগ করেন কলকাতা বিমানবন্দরের সঙ্গে। জানান, এক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ফিরতে চান। প্রায় ৫টা নাগাদ বিমানটি জরুরি অবতরণ করে কলকাতায়। বিমানবন্দরের চিকিৎসকেরা ওই যাত্রীকে পরীক্ষা করে হাসপাতালে পাঠিয়ে দেন। অন্য যাত্রীদের নিয়ে পৌনে ৬টা নাগাদ জেটের বিমান ফের চেন্নাই উড়ে যায়। হাসপাতালেই মারা যান কৃষ্ণমূর্তি।
|
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল। সোমবার সকালে, ফুলবাগান থানার ক্যানাল সার্কুলার রোডের একটি বাড়ি থেকে। মৃতের নাম অভিজিৎ দত্ত (৪৫)। পুলিশ জানিয়েছে, এ দিন গলায় নাইলনের দড়ি জড়ানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ মেলে। পুলিশের অনুমান, পেশায় অটোচালক অভিজিৎবাবু আত্মহত্যা করেছেন। |