টুকরো খবর |
ফেব্রুয়ারিতে গাড়ি বিক্রি বৃদ্ধি ১০ মাসে সর্বোচ্চ |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
|
ফেব্রুয়ারি হাসি ফোটাল গাড়ি সংস্থাগুলির মুখে। ওই মাসে যাত্রী গাড়ি বিক্রি ১৩.১১% বেড়ে হয়েছে ২,১১,৪০২টি। মাসিক বিক্রির সংখ্যাও এই প্রথম ২ লক্ষ ছাড়িয়েছে। সোমবার এই তথ্য প্রকাশ করেছে গাড়ি নির্মাতা সংস্থাগুলির সংগঠন সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম)। বাজেটে দাম বাড়ার আশঙ্কা থেকেই ক্রেতাদের মধ্যে গাড়ি কেনার ঝোঁক দেখা গিয়েছে বলে তাদের দাবি। সিয়ামের ডিরেক্টর জেনারেল বিষ্ণু মাথুর জানান, ২০০৮-’০৯ সালে মন্দার সময় গাড়ির উপর উৎপাদন শুল্কে দেওয়া ছাড় এ বার পুরোপুরি তুলে নেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ফলে দাম বাড়ার আশঙ্কা করছেন তাঁরা। আর সে জন্যই তাঁরা গাড়ি বুক করেছেন আগেভাগে। ফেব্রুয়ারি মাসেই। তা ছাড়া, বাজেটে ডিজেল গাড়ির উপর বাড়তি শুল্ক বসতে পারে বলেও মনে করা হচ্ছে। তাই সেই আশঙ্কাও ইন্ধন জুগিয়েছে গাড়ি কেনায়। সেই সঙ্গে যোগ হয়েছে পেট্রোল গাড়ির উপর দেওয়া বিশেষ ছাড়। তবে গত মাসে যাত্রী গাড়ির বিক্রি বাড়লেও, অর্থবর্ষের পূর্বাভাস বদলাচ্ছে না সিয়াম। তা ০-২ শতাংশের মধ্যেই থাকবে।
|
তুলো রফতানিতে নিষেধাজ্ঞা উঠল |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
প্রত্যাশা মতোই সোমবার তুলো রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র। সংশ্লিষ্ট মহলের মতে, এই নিষেধাজ্ঞা জারির পর থেকে রাজনৈতিক চাপের মুখে পড়েছিল মনমোহন সরকার। আর তার জেরেই এই সিদ্ধান্ত। তবে, সব দিক খতিয়ে দেখে নতুন করে রফতানি চালু হতে সপ্তাহ দু’য়েক লাগবে। প্রসঙ্গত, ৫ মার্চ রফতানি বন্ধের নির্দেশ দেয় কেন্দ্র।
|
বন্ধ ‘মোবাইল মানি’ |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দেশে মোবাইলে আর্থিক পরিষেবার ব্যবসা ‘মোবাইল মানি’ বন্ধ করতে চলেছে নোকিয়া। সংস্থা জানিয়েছে, হ্যান্ডসেট ব্যবসায় জোর দিতেই এই সিদ্ধান্ত। গত বছরই ইয়েস ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাঙ্কের সঙ্গে মোবাইল মানি চালু করে নোকিয়া।
|
ব্যবসা বাড়াতে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পূর্বাঞ্চলে ব্যবসা বাড়াতে বড় মাপের পরিকল্পনা হাতে নিল ভারতী এএক্সএ। চিফ ফিনান্সিয়াল অফিসার এন সম্পৎ কুমার জানান, ২০১০-’১১ সালে পূর্বাঞ্চলে প্রায় ৪৫ কোটি টাকার ব্যবসা হয়েছে। এ বার তা বাড়াতে ব্যক্তিগত পলিসি বিক্রির পাশাপাশি জোর দেওয়া হবে কর্মীদের স্বাস্থ্য বিমার জন্য বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে চুক্তি করার উপর।
|
নতুন নিয়োগ |
অপর্ণা চতুর্বেদী ক্লাব৭ হলিডেজ-এর সিইও হয়েছেন। অনমিত্র বিশ্বাস ভারতে সংস্থার বিপণন প্রধান হয়েছেন। |
|