ঢাকায় মহাসমাবেশের পরে দেশ জুড়ে বন্ধের ডাক দিল খালেদা জিয়ার বিএনপি ও তার জোটসঙ্গীরা। সোমবার মহাসমাবেশে নির্দল তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন করার দাবি জানান খালেদা। সে জন্য সংবিধান সংশোধন করতে হাসিনা সরকারকে দু’মাস সময় দিয়েছেন তিনি। এই দাবির সমর্থনেই ২৪ মার্চ বন্ধ ডেকেছে বিএনপি-র নেতৃত্বাধীন জোট। সোমবারের সমাবেশ নিয়ে বিএনপি ও জামাত-ই-ইসলামির প্রচারের ফলে ঢাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছিল। গোলমাল হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন গোয়েন্দারাও। তাই বাড়তি নিরাপত্তার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছিল হাসিনা সরকার। রবিবার থেকেই ফাঁকা হয়ে যায় ঢাকার পথঘাট। সরকারের একটি মহলের দাবি, সমাবেশে প্রত্যাশা মতো মানুষ আসেননি। খালেদা জিয়া অবশ্য দাবি করেছেন, সরকারের বাধা সত্ত্বেও সমাবেশ সফল হয়েছে। সরকারের উচিত ভবিষ্যতে সমাবেশ পণ্ড করার চেষ্টা না করা।
|
প্রভাকরন-পুত্রের মৃত্যু নিয়ে বিতর্ক |
এলটিটিই জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে ফের অস্বস্তিতে পড়ল শ্রীলঙ্কা। একটি ভিডিও ফুটেজে প্রাক্তন এলটিটিই প্রধান প্রভাকরনের ছেলে বালচন্দ্রনের মৃতদেহের ছবি প্রকাশিত হয়েছে। দেহের ক্ষত দেখে তাঁকে কাছ থেকে গুলি করে খুন করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। ফুটেজটি প্রকাশ করেছে ব্রিটেনের একটি চ্যানেল। এলটিটিই-র বিরুদ্ধে লড়াইয়ের শেষ পর্বে প্রভাকরনের পরিবার সহ বেশ কিছু মানুষকে ঠান্ডা মাথায় খুন করার অভিযোগ রয়েছে শ্রীলঙ্কা সেনাবাহিনীর বিরুদ্ধে। এই বিষয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনতে উদ্যোগী হয়েছে আমেরিকা। লন্ডনের শ্রীলঙ্কা হাইকমিশন জানিয়েছে, এই ফুটেজ-সহ যুদ্ধাপরাধের সব অভিযোগই মিথ্যা।
|
সংবাদসংস্থা • লস অ্যাঞ্জেলেস |
চলছিল ম্যাডোনার নতুন গান ‘গার্ল গন ওয়াইল্ড’ এর মহড়া। সে সময় আচমকাই মাটিতে পড়ে গিয়ে হাঁটুতে চোট পান পপ সম্রাজ্ঞী। কেটে গিয়েছে ঠোঁটও। ফেসবুক অ্যাকাউন্টে এই খবর জানান ম্যাডোনা। ভক্তরা যাতে দেখতে পান, ছবি তুলে ফেসবুকে তা লাগিয়েছেন। |