কন্দহরে মার্কিন সেনার এলোপাথাড়ি গুলিতে ১৬ আফগানের মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রবিবার রাতে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে ফোনে কথা হয় ওবামার। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, “রবিবারের ঘটনার পরিপ্রেক্ষিতে কারজাইয়ের কাছে দুঃখপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ঘটনার দ্রুত তদন্তের আশ্বাস দিয়ে তিনি এ-ও জানিয়েছেন অপরাধ প্রমাণ হলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে দোষীকে।”
গত কাল ভোররাতে কন্দহরের বালান্দি ও আলকোজাই গ্রামে হঠাৎই হানা দেয় এক মার্কিন সেনা। বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। তার পর দেহগুলিকে জ্বালিয়ে দেয়। এর পরে অন্য একটি বাড়িতে ঢোকে এবং একই ভাবে হত্যালীলা চালায় সেখানে। নিহত ১৬ জনের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু। অভিযুক্ত ওই মার্কিন সেনা এখন ন্যাটোর হেফাজতে। তবে ন্যাটো কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে যতই দুঃখপ্রকাশ করা হোক না কেন, চাপা উত্তেজনার ছড়িয়েছে কন্দহরে। কিছু দিন আগেই মার্কিন সেনা ছাউনিতে ধর্মগ্রন্থ পোড়ানোর ঘটনায় সেনা-আফগান ব্যাপক সংঘর্ষ বাধে। সেই ছাই চাপা আগুনও ফের জ্বলে উঠল কন্দহর হত্যাকাণ্ডে।
তবে এক জন সেনা একা কী করে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে এ ভাবে গুলি চালাল, কী ভাবেই বা ১৬ জনকে মেরে তাঁদের দেহগুলিকে পুড়িয়ে ফেলল, তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। মার্কিন সেনার অবশ্য দাবি, এ পর্যন্ত দ্বিতীয় কোনও সেনার জড়িত থাকার ইঙ্গিত মেলেনি। |