খেলার টুকরো খবর |
জেলা ভলিবল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান জেলা নকআউট ভলিবলে খেতাব জিতল অগ্রদূত সঙ্ঘ। ফাইনালে তারা জাতীয় সঙ্ঘকে ২৫-২১, ২৫-১৮, ২৫-১৬ ফলে হারায়। সেমিফাইনালে অগ্রদৃত ৩-১ সেটে দুর্গাপুরের তানসেন অ্যাথলেটিক ক্লাবকে ও জাতীয় সঙ্ঘ ৩-০ সেটে অগ্রদূত কোচিং সেন্টারকে হারিয়ে ফাইনালে ওঠে। মেমারির মণ্ডলজোনা গোরাচাঁদ তরুণ সঙ্ঘ মাঠে এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে ১০টি দল।
|
জয়ী সানডে এসি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় বিসিসি মাঠের খেলায় রাধানগর এসি-কে হারিয়ে সোমবার জয়ী হল চিত্তরঞ্জন সানডে সিএ। আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত এই খেলায় ব্যাট করতে নেমে বিজয়ী দল ১৭৬ রান তোলে। জবাবে রাধানগর এসির খেলা ৯ উইকেটে ১৭৩ রানেই শেষ হয়ে যায়। এই প্রতিযোগিতায় আসানসোল স্টেডিয়ামের খেলায় বার্নপুর স্কুল অব ক্রিকেট ৫ উইকেটে হারিয়ে দেয় আসানসোল সিইকে। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪১ রান তোলে আসানসোল সিই। জবাবে ৫ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয় বিজয়ী দল।
|
স্মৃতি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
শুভাশিস চট্টোপাধ্যায় ও রিঙ্কু ভট্টাচার্য স্মৃতি নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল জামুড়িয়া শিমূলতলা সিএ। কেন্দা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত কেন্দা ফুটবল মাঠে ফাইনাল খেলায় শিমূলতলা সিএ গৌরাণ্ডি ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটেহারিয়ে দেয়। প্রথমে ব্যাট করতে নেমে ১০২ রান তোলে গৌরাণ্ডি। জবাবে ৫ উইকেটে জয়ের রান তুলে নেয় বিজয়ী দল। ফাইনালে সেরা বিজয়ী দলের মহম্মদ মনজুর এবং প্রতিযোগিতার সেরা বিজিত দলের অশোক কুমার। আয়োজকদের পক্ষে দেবাশিস চট্টোপাধ্যায় জানান, ১৬টি দল খেলায় যোগ দেয়।
|
জয়ী বহুলা একাদশ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী হল বহুলা একাদশ। বহুলা রাজা কাঁটা মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় সোমবারের খেলায় তারা বেঙ্গল ক্লাব পিওর জামবাদকে ২৪ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করতে নেমে বহুলা একাদশ সব উইকেট হারিয়ে ১১০ রান তোলে। জবাবে ৪৬ রানে শেষ হয়ে যায় বেঙ্গল ক্লাবের ইনিংস। |
|