শুধু নাচ-গান-আলেখ্য নয়, বসন্ত উৎসব পালনের সূত্রে মেধাসম্পন্ন দরিদ্র ঘরের পড়ুয়াদের পাশে দাঁড়াল হুগলি-চুঁচুড়া শহরের অগ্রণী সাংস্কৃতিক সংগঠন সৌর ও সৃষ্টি। ৭৫জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় বই-খাতা-কলম। এ ছাড়াও ভূগোলে সাম্মানিক এক কলেজছাত্রীকে দেওয়া হয় আর্থিক সাহায্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার প্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায় ও সহ-পুরপ্রধান অমিত রায়। ইমামবাজার এলাকায় বসন্ত উৎসব উপলক্ষে বেরিয়েছিল বর্ণাঢ্য শোভাযাত্রাও। তাতে সামিল হয় শতাধিক কিশোরকিশোরী। এ ছাড়াও চুঁচুড়া রবীন্দ্রভবনে আয়োজিত হয়েছিল সৃষ্টির ষষ্ঠ বার্ষিক অনুষ্ঠান। শাস্ত্রীয় ও সৃজনশীল নৃত্য ছাড়াও অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নৃত্যালেখ্য ‘বারো মাসে তেরো পার্বণ। রম্য অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের অধ্যক্ষা মৈত্রেয়ী দে-সিংহ। বিশেষ অতিথি ছিলেন বিধায়ক অসিত মজুমদার। |
হুগলির বলাগড় ব্লকের প্রথম বইমেলা সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল। নাম দেওয়া হয়েছিল বলাগড় বইমেলা। বইমেলা কমিটির পরিচালনায় এবং বলাগড় পঞ্চায়েত সমিতি ও জিরাট পঞ্চায়েতের সহযোগিতায় ওই মেলা আয়োজিত হয়। জিরাট উচ্চ বিদ্যালয়ের মাঠে ৭ দিন ধরে চলা ওই মেলার উদ্বোধন করেন সাহিত্যিক শক্তিপদ রাজগুরু এবং ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন। মেলা কমিটির সম্পাদক তপন দাস জানান, বইয়ের স্টল ছিল ৪১টি। অন্যান্য স্টল ছিল ১৯টি। বই বিকিকিনির পাশাপাশি মেলার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিভিন্ন জায়গার সাংস্কৃতিক দল হরেক রকম অনুষ্ঠান পরিবেশন করে। আশুতোষ মুখোপাধ্যায়ের উপর আলোচনা হয়। স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে ব্লকের বিভিন্ন জায়গার মানুষের ঢল নেমেছিল মেলায়। তপনবাবু বলেন, “জেলার প্রায় সর্বত্র বইমেলা হয়। কিন্তু, এর আগে বলাগড় ব্লকের কোথাও বইমেলার আয়োজন করা হয়নি। প্রথম বারেই সাধারণ মানুষের যে উৎসাহ দেখলাম, তাতে আমরা আপ্লুত। সাত দিনে ১৬ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে।”
|
সম্প্রতি চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন উৎসব হয়ে গেল। স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘প্রাক্তনী’ ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল। উদ্বোধন করেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। সংগঠনের সদস্যরা মরণোত্তর চক্ষু ও দেহদানের অঙ্গীকার করেন। এ ছাড়াও, সামাজিক কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন এভারেস্টজয়ী দীপঙ্কর ঘোষ। তিনি এভারেস্ট অভিযানের অভিজ্ঞতার কথা শোনান। বিশেষ আকর্ষণ তাঁর ওই অভিযানের ভিডিও ছবি প্রদর্শিত হয়। এ ছাড়াও, ‘প্রাক্তনী’র পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের চার কৃতি ছাত্রছাত্রীকে প্রণব সুর স্মৃতি পুরস্কার এবং সুপ্রিয়া দে স্মৃতি পুরস্কার দেওয়া হয়। সম্প্রতি শ্রীরামপুর কলেজেও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা ‘শ্রীরামপুর কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন’।
|
হুগলির কোন্নগর নগেন্দ্রনাথ কুণ্ডু বিদ্যামন্দিরের সুবর্ন জয়ন্তী বর্ষ পূর্তি উৎসব উপলক্ষে সম্প্রতি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা অনুষ্ঠানে যোগ দেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রভাত ফেরি বের করা হয়। বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বর্তমান ছাত্রদের সঙ্গে প্রাক্তন ছাত্রদের ফুটবল এবং ভলিবল খেলা হয়। এ ছাড়াও ছিল বসে আঁকো প্রতিযোগিতা।
|
শ্রীরামপুরের মাহেশ কলোনির যুব কিশোর সঙ্ঘ ও শুকতারা সব পেয়েছির আসরের বাৎসরিক উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হল। উৎসবে শিক্ষার্থীরা অভিপ্রদর্শনী, ব্রতচারি, নাচ, মুখোশ নাটক পরিবেশন করে। নৃত্যনাট্য পরিবেশিত হয়। গুণিজন ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। এ ছাড়াও, বসে আঁকো, নৃত্য প্রতিযোগিতা হয়। সঙ্ঘের সদস্যরা নাটক মঞ্চস্থ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি, সামাজিক কর্মসূচি পালিত হয়। |