টুকরো খবর |
ক্রিকেট লিগে সেরা অম্বরপুর |
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
|
ক্রিকেট লিগে পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হল অম্বরপুর প্রগতি পাঠাগার। এখনও একটি খেলা বাকি রয়েছে। তবে লিগের পয়েন্ট-টেবিল অনুসারে সকলকে পিছনে ফেলে দিয়েছে অম্বরপুর। তাই ম্যাচের মীমাংশা হয়ে গেল রবিবারের খেলা শেষেই। লিগে রানার্স হয়েছে ডোমকল সেবা সঙ্ঘ। তৃতীয় স্থান পেয়েছে জিৎপুর ক্রিকেট ক্লাব। চ্যাম্পিয়নের দৌড়ে এগিয়ে থাকা নসিপুর এভারগ্রিন পেয়েছে চর্তুথ স্থান। এ দিনের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে নসিপুর এভারগ্রিন ৯ উইকেটে ১৯৬ রান করে। জবাবে অম্বরপুর ৫০ রানে চার উইকেট হারালেও শাহিন আনসারি ও যশোদীপ্ত সেনগুপ্তের মিলিত ১০৬ রান দলকে চ্যাম্পিয়নের দৌড়ে অনেকটডাই এগিয়ে দেয়। পর পর দু’বার জিতে অম্বরপুর ডোমকলের ক্রিকেটে নিজেদের আধিপত্য বজায় রাখল। মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক ধীমান দাস বলেন, “এ বার প্রথম থেকেই লিগ ক্রিকেট জমে উঠেছিল। ৮টি দল নিয়ে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ক্রিকেট লিগের প্রতিটি ম্যাচেই টানটান উত্তেজনা ছিল। এক একটি দলের খেলার উপরে নির্ভর করছিল অন্য দলের পয়েন্ট-কোশেন্ট।” প্রগতি পাঠাগার, সেবা সঙ্ঘ ও জিৎপুর ক্রিকেট ক্লাবের প্রাপ্ত পয়েন্ট ২০। তবে পয়েন্ট-কোশেন্টে এগিয়ে থাকায় জয়ী হয়েছে অম্বরপুর। নসিপুরের পয়েন্ট ১৬। এ বারের নতুন দল জিৎপুর প্রথম থেকে ভাল খেললেও শেষ দু’টি ম্যাচে হেরে গিয়ে পিছিয়ে পড়ে তারা। অন্য দিকে ডোমকল সেবা সঙ্ঘ প্রথমের দু’টি ম্যাচে হেরেও পরের খেলায় ঘুরে দাঁড়ায়। সেবা সঙ্ঘের অধিনায়ক হাসিবুল সিলাম বলেন, “প্রথমে অনুশীলনের অভাবে আমরা পিছিয়ে পড়ি। পরে যদিও কিছুটা এগিয়ে গিয়েছিলাম আমরা। তবে আরও একটু ভাল করে অনুশীলন করলে আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম।” অম্বরপুরের অধিনায়ক শাহিন আনসারি বলেন, “চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আমরা প্রথম থেকেই নিশ্চিত ছিলাম। শেষ পর্যন্ত আমরাই লিগের সেরা হয়েছি। ভাল লাগছে।”
|
পুলিশের জিপে জখম মহিলা, রাস্তা অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
|
পুলিশের জিপের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন এক মহিলা। রবিবার দুপুরে নবগ্রামের আইড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের এই দুর্ঘটনার প্রতিবাদে প্রায় দু’ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, দুর্ঘটনার পরে পুলিশের গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। গ্রামবাসীরা গাড়িটি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করলে চালক-সহ কয়েক জন পুলিশ কর্মী পালিয়ে যান। পরে নবগ্রাম থানার পুলিশ এলে অবরোধ উঠে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই মহিলার নাম বিশাখা দাস (৪২)। বাড়ি বীরভূমের নলহাটির তিরোলা গ্রামে। এ দিন তিনি স্বামী সুশীল দাসের সঙ্গে নবগ্রামে এক আতমীয়ের বাড়িতে যাচ্ছিলেন। আইড়া বাসস্ট্যান্ডে নেমে রাস্তা পেরোতে গিয়ে একটি পুলিশের জিপ বিশাখাদেবীকে ধাক্কা মারে। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “গাড়িটি এলাকারই একটি থানার। পুলিশ কর্মীরা গাড়ি নিয়ে যাওয়ার সময়ে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ওই মহিলার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁকে বহরমপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে নিয়ম মেনেই আটক করেছে নবগ্রাম থানার পুলিশ। এলাকায় প্রথমিক ভাবে উত্তেজনা দেখা দিয়েছিল। তবে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। সুশীলবাবুর অবশ্য অভিযোগ, “পুলিশের গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল। সেই জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।”
|
বহরমপুরে শুরু ক্রিকেট প্রতিযোগিতা |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
শুরু হল নন্দদুলাল রায় উইনার্স ট্রফি এবং প্রবীর ঘোষ রানার্স ট্রফি প্রতিযোগিতা। হিন্দ ক্লাবের পরিচালনায় ওই প্রতিযোগিতায় এ বছর মোট ৯টি দল যোগ দিয়েছে। তার মধ্যে বহিরাগত ক্লাব হিসেবে রয়েছে সম্বরণ বন্দোপ্যাধায় ক্রিকেট কোচিং সেন্টার, রানাঘাট ফ্রেন্ডস ক্লাব, সিউড়ি ক্রিকেট কোচিং সেন্টার, দূর্গাপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, চন্দননগর বয়েজ স্পোর্টিং ক্লাব এবং বহরমপুরের ক্লাবগুলির মধ্যে রয়েছে নন্দদুলাল রায় ক্রিকেট কোচিং সেন্টার, ওয়াইএমএ, এফইউসি, সবুজ সংঘ সেবা সমিতি। রবিবার দুটি ম্যাচ হয়। তার মধ্যে নন্দদুলাল রায় বনাম চন্দননগর বয়েজ স্পোর্টিং ক্লাব ম্যাচে চন্দননগরের দলটি ১৮ রানে জয়ী হয় এবং রানাঘাট ফ্রেন্ডস ক্লাব বনাম সিউড়ি ক্রিকেট কোচিং সেন্টার ম্যাচে রানাঘাটের দলটি ৫৪ রানে জয়ী হয়। হিন্দ ক্লাবের সম্পাদক শেখর রায় বলেন, “এই প্রতিযোগিতায় যোগদানকারী দলগুলি ১১, ১২ ও ১৬ মার্চ দুটি করে ম্যাচ খেলবে। ফাইনাল হবে আগামী ১৮ মার্চ।” প্রতিযোগিতার প্রতিটি খেলা হবে বহরমপুর এফইউসি ময়দানে।
|
চাকদহে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মিটল |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
দলে বিবদমান দুই গোষ্ঠীকে মিলিয়ে দিলেন তৃণমূলের বিধায়ক নরেশচন্দ্র চাকী। রবিবার সকালে চাকদহের শিমুরালি উপেন্দ্র বালক বিদ্যাভবনে চান্দুরিয়া-১ অঞ্চল তৃণমূলের একটি সভা চলাকালীন ঘটনাটি ঘটে। দীঘর্দিন ধরে এলাকায় দুটি গোষ্ঠীর মধ্যে ঠাণ্ডা লড়াই চলছিল। একদিকে অঞ্চল সভাপতি তীব্রজ্যোতি দাস, অন্য দিকে অঞ্চল যুব সভাপতি বিকাশ মণ্ডল। এ দিন তীব্রজ্যোতিবাবু অঞ্চল সম্মেলনের আহ্বান জানিয়েছিলেন। বিকাশবাবুূও স্থানীয় তৃণমূল কংগ্রেসের এক প্রতিষ্ঠাতা সদস্যের স্মরণসভার আয়োজন করেন। বিকাশবাবু বলেন, “আমরা তৃণমূল বিরেধী নই। ওদের কিছু কাজ খারাপ লাগত। তাই প্রতিবাদ করতাম। আমরাও চাই এক হয়ে লড়াই করে পঞ্চায়েত থেকে সিপিএমকে সরাতে।” তীব্রজ্যোতিবাবুও বলেন, “আমিও চাই একসঙ্গে লড়াই করে সিপিএমকে সরাতে। এতদিন ওরা আমাকে না জানিয়ে বিভিন্ন কাজকর্ম করত। আশা করব আগামীতে আর তা হবে না।” নরেশবাবু বলেন, “দলে দু’পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি চলছিল। সেটা যাতে বেশিদূর না এগোয় তাই সকলকে মিলিয়ে দিয়েছি।”
|
হরিণঘাটায় সড়ক উদ্বোধন |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকায় হরিণঘাটা পঞ্চায়েত সমিতির দয়লা মোড় থেকে ঝিকরা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্বোধন করলেন নদিয়ার জেলাশাসক অভিনব চন্দ্রা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অশোক সাহা, কল্যাণীর মহকুমাশাসক শৈবাল চক্রবর্তী, স্থানীয় বিধায়ক নীলিমা নাগ, জেলা পরিষদের বিরোধী দলনেতা চঞ্চল দেবনাথ, হরিণঘাটার বিডিও সুজয় সাধু, পঞ্চায়েত সমিতির সভাপতি মালিতা পুতুল হক প্রমুখ। জেলাশাসক অভিনব চন্দ্রা বলেন, “এই রাস্তা তৈরির ফলে প্রায় ২০ হাজার মানুষ উপকৃত হবেন। এ ব্যাপারে কারও কোনওরকম অভিযোগ থাকলে তিনি বিডিও অথবা তথ্য মিত্র কেন্দ্রে জানাতে পারেন।” চঞ্চলবাবু বলেন, “রাস্তা নির্মাণে খরচ হবে প্রায় ৪ কোটি ৭৫ লক্ষ ৪৭ হাজার টাকা। এক বছরের মধ্যে কাজ শেষ করতে হবে।”
|
চ্যাম্পিয়ন গোল্ডেন কালেকশন ক্লাব |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
শুভঙ্কর পাল ও সুব্রত দত্ত স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় জিতল বহরমপুর গোল্ডেন কালেকশন ক্লাব। রবিবার ছিল ওই প্রতিযোগিতার ফাইনাল খেলা। এ দিন ফাইনালে বহরমপুর পিসিসি দলকে তিন উইকেটে হারিয়ে দেয় গোল্ডেন কালেকশন ক্লাব।
মুর্শিদাবাদ জেলা পিএসইউ এবং আরওয়াইএফ মণীন্দ্রনগর অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে গত ৫ ফেব্রুয়ারি থেকে ওই প্রতিযোগিতা শুরু হয়। মণীন্দ্রনগর গার্লস উচ্চবিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত ওই ক্রিকেট প্রতিযোগিতায় বহরমপুরের মোট ১৬টি দল যোগ দেয়। নির্দিষ্ট ১৬ ওভারের খেলায় এ দিন টসে জিতে বহরমপুর পিসিসি ৮ উইকেটে ১০০ রান তোলে। পরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গোল্ডেন কালেকশন ক্লাব। জয়ী দলকে চ্যাম্পিয়ান ট্রফি-সহ নগদ ৮ হাজার টাকা এবং রানার্স দলকে ট্রফি-সহ নগদ ৬ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
|
মামলার জটে মাছ ধরা শিকেয় |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
সরকারি জলাশয় ‘লিজ’ নিয়েও আইনি সমস্যার জন্য সেখানে মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা। ফলে বন্ধ হয়ে গিয়েছে লালগোলার নতুন সিংহপুর, সাহাবাদ ও সাসপুর গ্রামের প্রায় পাঁচশো মৎস্যজীবীর রোজগার। মৎস্যজীবী সমবায় সমিতির তরফে জানানো হয়েছে, প্রায় মাস তিনেক ধরে এই অচলাবস্থা চলছে। আয় বন্ধ হয়ে যাওয়ায় মৎস্যজীবীদের অর্থসঙ্কট চরমে উঠেছে। লালগোলার বিডিও প্রসেনজিৎ ঘোষ বলেন, “সরকারি ওই জলাশয়গুলি লিজ নিয়ে দীর্ঘ দিন ওই মৎস্যজীবী সমবায় সমিতি মাছ চাষ করছে। সম্প্রতি ওই বিলের আংশিক মালিকানার দাবি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন স্থানীয় কয়েক জন। একাধিক মামলাও চলছে। আদালতের নির্দেশেই আপাতত তাই ওই বিলে মাছ ধরার উপরে স্থগিতাদেশ জারি করা হয়েছে। প্রশাসন সকলকে নিয়ে একাধিকবার বৈঠক করে বিরোধ মেটানোর চেষ্টা করেছে। তবে ফল হয়নি।”
|
অস্বাভাবিক মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
শনিবার হোগলবেড়িয়ার মানিকনগর গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয়েছে পিঙ্কি মণ্ডল(২৫) নামে এক মহিলার। গ্রেফতার করা হয়েছে তাঁর শ্বশুর, শাশুড়ি ও দেওরকে। ৩ বছর আগে পিঙ্কির বিয়ে হয় তারক মণ্ডলের সঙ্গে। তিনি সামরিক বাহিনীতে কর্মরত। একটি ছেলেও আছে। এ দিন রাতে স্বামীর সঙ্গে টেলিফোনে তাঁর ঝগড়া হয়। রাতে দরজা ভেঙে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায়তাঁকে দেখেন বাড়ির লোকেরা। করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। করিমপুরের সিআই বিমল কুমার বিশ্বাস বলেন, ‘‘মেয়েটির বাবা ছ’জনের বিরুদ্ধে পণের জন্য অত্যাচার ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করেছেন। ৩ জনকে ধরা হয়েছে। বাকিরা পলাতক। পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।’’
|
দুর্ঘটনায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতের নাম সখিনা বিবি (৩২)। বাড়ি জলঙ্গির জোতছিদাম গ্রামে। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে জলঙ্গির বাগমারার বহরমপুর-সাগরপাড়া রাজ্য সড়কে। পুলিশ ওই ট্রাকের চালককে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে মোটরবাইকে চেপে জোতছিদাম থেকে বারোমাসিয়ায় বাপের বাড়ি যাচ্ছিলেন সখিনা। রাস্তায় মোটরবাইক থেকে পড়ে যান তিনি। উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের তলায় চাপা পড়ে মারা যান তিনি।
|
গ্রেফতার দুষ্কৃতী |
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
হাফিজুল শেখ নামে এক সমাজবিরোধীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ধনিরামপুর এলাকা থেকে তাঁকে ধরে পুলিশ। তাঁর বাড়ি ধানিরামপুরের কান্দি পাড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তবে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। ওই দিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
|
ব্রাউন সুগার-সহ ধৃত |
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
৫০০ গ্রাম ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। শনিবার মুরুটিয়ার দিঘলকান্দি সীমান্তে ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম রফিকুল মণ্ডল, বাড়ি হোগলবেড়িয়ার তারাপুর গ্রামে। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ওই ব্রাউন সুগার নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে।
|
যাত্রী-নিবাস উদ্বোধন |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
প্রায় আড়াইশো বছরের প্রাচীন কল্যাণী ঘোষপাড়ার সতীমার মেলা প্রাঙ্গণে সতীমার মূর্তি উন্মোচন এবং যাত্রী নিবাস ও কমিউনিটি হলের উদ্বোধন হল রবিবার। উদ্বোধন করলেন কল্যাণীর পুরপ্রধান তৃণমূলের প্রদীপকুমার শূর। |
|