টুকরো খবর
অঘটন ঘটিয়ে ইস্টবেঙ্গলের সামনে পৈলান
আইএফএ শিল্ডে বড় অঘটন। গোলপার্থক্যে পুণে এফসি-কে রিং-এর বাইরে পাঠিয়ে শেষ চারে চলে গেল পৈলান অ্যারোজ। মুখোমুখি হল ট্রেভর মর্গ্যানের ইস্টবেঙ্গলের। সুব্রত পালদের অভিজ্ঞ দলের বদলে কার্যত জুনিয়র একটি দলের বাধা টপকালেই ফাইনালে যাওয়ার ছাড়পত্র। টোলগে ওজবে অবশ্য এতে সুবিধা হয়েছে মানছেন না। যুবভারতী থেকে প্রয়াগ-এরিয়ান ম্যাচ দেখে ফেরার পথে তাঁর মন্তব্য, “পৈলানকে সহজ ভাবে নিচ্ছি না। আমাদের টিমের চোট আঘাত নিয়েও চিন্তা আছে।” টোলগের সঙ্গে যুবভারতীতে এসেছিলেন মর্গ্যানও। মঙ্গলবার ইস্টবেঙ্গল বনাম পুণে সেমিফাইনাল হবে ধরা হচ্ছিল। কিন্তু সব কিছুই ওলট-পালট করে দিল পৈলান। ইস্টবেঙ্গল মাঠে মেঘালয়ের আর হিমাকে ৫-০ হারিয়ে। গোল করেন তীর্থঙ্কর সরকার, অ্যালউইন জর্জ (২), মিলন সিংহ এবং অজয় সিংহ। পৈলানকে শেষ চারে যেতে গেলে রবিবারের ম্যাচে অন্তত ৪-০ জিততে হত। শেষ চারে গেল প্রয়াগ ইউনাইটেডও। যুবভারতীতে প্রয়াগ ১-০ হারাল টেকনো এরিয়ানকে। প্রায় ৩০ গজের শটে বিশ্বমানের গোল করেন বেলো রজ্জাক।

মদনকে আশ্বাস শেপ ব্লাটারের
রাজ্যে আন্তর্জাতিক মানের ফুটবল অ্যাকাডেমি করতে ফিফা-র সাহায্য চায় রাজ্য সরকার। বিষয়টি নিয়ে শুক্রবার ফিফা প্রেসিডেন্ট শেপ ব্লাটারের সঙ্গে কথা বললেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। রবিবার মদনবাবু বলেন, “ডুয়ার্স অথবা জঙ্গলমহলে তৈরি হবে এই অ্যাকাডেমি।” ভারতে আসা ব্লাটারের সম্মানে দিল্লিতে শুক্রবার নৈশভোজের আয়োজন করে ফেডারেশন। আমন্ত্রিত ছিলেন ক্রীড়ামন্ত্রী-সহ অনেকে। রাজ্যের অ্যাকাডেমি নিয়ে কথাবার্তার সময় সেখানে হাজির ছিলেন দুই পদ্মশ্রী ফুটবলার চুনী গোস্বামী ও প্রদীপ বন্দ্যোপাধ্যায়। মদনবাবু বলেন, “ব্লাটার এ ব্যাপারে আমাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কী ভাবে রাজ্যের ফুটবলের মানোন্নয়ন করতে চাই, ফিফা-র সহযোগিতা কতটা দরকার, এ সবের বিস্তারিত জানতে চেয়েছেন তিনি।” এ দিকে, সোমবার বিকেলে নেতাজি ইন্ডোরে রাজ্য ক্রীড়া দফতরের আয়োজনে হবে শৈলেন মান্না স্মরণ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

লি-র ৬০০তম জয়
লিয়েন্ডার পেজ যে দিন তাঁর পেশাদার টেনিসজীবনের ৬০০তম ডাবলস ম্যাচ জিতলেন, সে দিনই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন মহেশ ভূপতি-রোহন বোপান্না। আমেরিকান ক্লে কোর্ট মাস্টার্সে চেক পার্টনার রাদেক স্টেপানেককে নিয়ে লিয়েন্ডার ৬-৩, ৬-৩ স্প্যানিশ জুটি ডেভিড ফেরার-আলবার্ত রামোসকে হারানোর পথে নিজের ৬০০তম ডাবলস ম্যাচ জেতার নজির গড়লেন। আগামী জুনে ৩৯-এ পা দিতে চলা লি-র ২১ বছরের টেনিস জীবনে ডাবলসে জয়-হারের হিসেব ৬০০-৩১১। অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন লিয়েন্ডার-স্টেপানেকের সপ্তম বাছাই জুটি ইন্ডিয়ান ওয়েলসে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেও পঞ্চম বাছাই ভারতীয় জুটি ভূপতি-বোপান্না প্রথম রাউন্ডেই হেরে গেলেন ৪-৬, ৩-৬। সদ্য দুবাই ওপেন জয়ীদের হারান ফরাসি জুটি জো উইলফ্রেড সঙ্গা-জুলিয়েন বেনেতেউ।

কোনও মতে জিতল পাকিস্তান
এশিয়া কাপের প্রথম ম্যাচে দুর্বল বাংলাদেশকে কোনও রকমে হারাল পাকিস্তান। জয় এল ২১ রানে। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে পাকিস্তান তোলে ২৬২-৮। ম্যাচের সেরা মহম্মদ হাফিজ ৮৯ করেন। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে একটা সময় ১৩৫-৫ হয়ে যায়। কিন্তু তার পর পাল্টা লড়াই চালান সাকিব আল হাসান (৬৪)। রান পান তামিম ইকবালও (৬৪)। পাকিস্তানকে ম্যাচে ফেরান সঈদ আজমল (২-৪৫)। তিন উইকেট পেয়েছেন উমর গুলও। দুটো করে উইকেট শাহিদ আফ্রিদি এবং হাফিজের। বাংলাদেশ অলআউট হয় ২৪১ রানে।

সোমবারে আইএফএ শিল্ড

বোতাফোগো: সাদার্ন সমিতি (যুবভারতী, ৩-০০)।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.