লর্ডসগেটের পর শান্ত ছিল কিছু দিন। কিন্তু ম্যাচ গড়াপেটার অশান্তি আবার তাড়া করতে শুরু করল ক্রিকেটবিশ্বকে।
ইংল্যান্ডের এক বিখ্যাত দৈনিকের প্রতিবেদনে অভিযোগ, ‘ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে আকছার গড়াপেটা করে যাচ্ছেন ভারতীয় বুকিরা।’ দিল্লির বুকি ভিকি শেঠকে উল্লেখ করেই অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে, ‘কাউন্টি ক্রিকেটারদের গড়াপেটার ফাঁদে ফেলা হচ্ছে বলিউডের এক নায়িকার মাধ্যমে।’ কারণ, অপরিচিত কোনও ব্যবসায়ী বা অন্য ব্যক্তির সঙ্গে ক্রিকেটারদের
কথা বলতে দেখা গেলে সেটা নিয়ে যেহেতু সন্দেহ
সহজেই তৈরি হয়, তাই বুকিরা এখন বলিউড নায়িকাদের ব্যবহার করছেন। কারণ আইসিসি-র পক্ষে তাঁদের উপর নজর রাখা কঠিন।
অভিযোগ শুধু কাউন্টি ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেনি। ঢুকে পড়েছে ক্রিকেট বিশ্বকাপও। অভিযোগের বয়ান অনুযায়ী, ‘২০১১-র বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচেও নাকি বুকিদের প্রভাব ছিল। তবে দাবি করলেও বুকির তরফে এ ব্যাপারে কোনও প্রমাণ পেশ করা হয়নি।
বিশ্বকাপ সেমিফাইনালে গড়াপেটার অভিযোগ নিয়ে রবিবার গভীর রাত পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারতীয় বোর্ড। পাক বোর্ড থেকেও কোনও বক্তব্য পেশ করা হয়নি। ইংল্যান্ডের দৈনিক সংবাদপত্রের রিপোর্টের ভিত্তিতে আইসিসি তদন্তে নেমে পড়লে কী হবে, বিশ্বকাপ সেমিফাইনাল নিয়ে একটি শব্দও নেই তাদের পক্ষ থেকেও। আইসিসি-র এক মুখপাত্র শুধু বলেছেন, “ক্রিকেট বেটিং দিন দিন বেড়েই চলেছে। আইন মেনেই হোক, আর না মেনেই হোক। লক্ষ লক্ষ ডলার এর মধ্যে ঢুকে পড়ছে। আর সেই কারণেই ক্রিকেট কলঙ্কিত হওয়ার আশঙ্কা কোনও ভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নতুন অভিযোগ আমরা পেয়েছি। তদন্তও হবে।”
|
বুকির দাবি |
• কাউন্টি ক্রিকেটে রমরমিয়ে চলছে গড়াপেটা।
• গড়াপেটা থেকে ক্রিকেটাররা আয় করতে
পারেন সাড়ে সাত লাখ পাউন্ড পর্যন্ত।
• বলিউডের এক নায়িকার টোপ দিয়ে ক্রিকেটারদের টানা হয়।
|
• মন্থর রান তোলার দর ৪৪ হাজার পাউন্ড।
• বেশি রান দেওয়ার জন্য বোলারের দর ৫০ হাজার পাউন্ড।
• নজরদারি থাকে না বলে কাউন্টি ক্রিকেট বেশি পছন্দ বুকিদের। |
|
আইসিসি-র কাছে কাউন্টিতে ম্যাচ গড়াপেটা নিয়ে লন্ডনের সংবাদপত্র যে রিপোর্ট পেশ করেছে তাতে বলা হয়েছে, কাউন্টি ক্রিকেটারদের হাজার হাজার পাউন্ডের প্রলোভন দেখানো হচ্ছে। ঢিমেতালে ব্যাটিংয়ের জন্য
ব্যাটসম্যানদের ধরানো হচ্ছে ৪৪ হাজার পাউন্ড। যে সব বোলার বুকিদের নির্দেশ অনুযায়ী বেশি রান দিচ্ছেন, তাঁরা পাচ্ছেন ৫০ হাজার পাউন্ড। আর যদি কোনও ক্রিকেটার বা কর্মকর্তা ম্যাচের ফলাফল সম্পর্কে গ্যারান্টি দিতে পারেন, তা হলে তিনি পেয়ে যাচ্ছেন ৭ লক্ষ ৫০ হাজার পাউন্ড! বেশি দিন পিছোতে হবে না। কয়েক সপ্তাহ আগেই এসেক্সের বোলার মারভিন ওয়েস্টফিল্ডকে গ্রেফতার করেছে ইংরেজ পুলিশ। গড়াপেটার অপরাধে। মারভিন নিজেই স্বীকার করে নিয়েছিলেন বছর দু’য়েক আগে ডারহামের বিরুদ্ধে কাউন্টি ম্যাচে টাকা নিয়ে গড়াপেটা করেছিলেন তিনি। দিল্লির বুকি তো খোলাখুলিই জানিয়েছেন, টেস্ট ম্যাচ, টি-টোয়েন্টি, আইপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচও গড়াপেটা করতে পারেন তিনি। তবে হালফিলে আন্তর্জাতিক ম্যাচ যেহেতু কঠিন ঠাঁই হয়ে দাঁড়াচ্ছে, তাই এখন কাউন্টির মতো ‘লো প্রোফাইল’ ম্যাচের দিকেই নজর দিচ্ছেন তাঁরা। কারণ সেখানে নজরদারি নেই। তাই কোনও ঝামেলা ছাড়াই টাকা রোজগার করা যাচ্ছে। দিল্লির বুকি ছাড়া আরও একজন বুকি জানিয়েছেন, আসন্ন আইপিএল তাঁর টার্গেট। কারণ, সেখানে প্রচুর টাকা রোজগারের ব্যবস্থা থাকছে।
লর্ডসগেট-কাণ্ডে অভিযুক্ত তিন পাকিস্তানি ক্রিকেটার বাট-আমের-আসিফের জেল হয়েছে গত বছর ব্রিটেনেই। আর নতুন বছরেই এই ঘটনা। |