কুয়োয় পড়ে যুবকের মৃত্যু |
কুয়োয় পড়ে যাওয়া এক যুবককে উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের হাতে প্রহৃত হলেন কয়েকজন দমকলকর্মী। মৃত্যু হয়েছে ওই যুবকেরও। মৃত শেখ ছটু (৩০) মেদিনীপুর শহরের ইদগা মহল্লা এলাকার বাসিন্দা।
শনিবার সন্ধ্যায় বাড়ির কুয়োয় পড়ে যান শেখ ছটু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি গাড়ি। স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে আসতে দেরি করেন দমকলকর্মীরা। এরপর কুয়োয় নামা নিয়েও স্থানীয়দের সঙ্গে কয়েকজন দমকলকর্মীর বচসা বাধে। স্থানীয়দের একাংশ তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করতে বললে দমকলকর্মীরা জানান, ঘটনাস্থলে এসেই তাঁদের পক্ষে কুয়োয় নামা সম্ভব নয়। কিছু দিক খতিয়ে দেখা জরুরি। বচসা চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় মারধর। প্রহৃত হন দমকল বিভাগের মেদিনীপুর স্টেশন অফিসার অনন্তকুমার মাণি। পরিস্থিতির কথা জেনে দমকলের আরও কয়েকজন কর্মী ঘটনাস্থলে পৌঁছন। তাঁদের কয়েকজনকেও মারধর করা হয়। রাতে অনন্তবাবু ছাড়াও অর্ধেন্দু সিংহ ও রিন্টু বেরা নামে দুই দমকলকর্মীকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। জখম হয়েছেন শান্তনু দে-সহ আরও কয়েকজন দমকলকর্মী। অর্ধেন্দুবাবুর সঙ্গেই ছিলেন সমর রায় নামে এক দমকলকর্মী। তিনি অবশ্য পালিয়ে বাঁচেন। সমরবাবু বলেন, “অনভিপ্রেত ঘটনা। পরিস্থিতি এমন হলে তো কাজ করা মুশকিল।” এ দিকে, অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে দমকলের দু’টি গাড়ি উদ্ধার করা হয়। কুয়ো থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, কী ভাবে ওই ব্যক্তি কুয়োয় পড়ে গেলেন, কেনই বা দমকলকর্মীদের উপর স্থানীয়রা চড়াও হলেন, তদন্তে সে-সবই খতিয়ে দেখা হচ্ছে। দমকল কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে একটি মামলাও রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেন এমন অনভিপ্রেত ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
|
শনিবার তুর্য পত্রিকার উদ্যোগে খড়্গপুর রেলওয়ে বয়েজ হাইস্কুলে এক গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে কবিতা, ছড়া মিলিয়ে এক সঙ্গে ৮টি গ্রন্থ ও একটি সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ হয়। এরই সঙ্গে এলাকার বিশিষ্ট তিন ব্যক্তিকে সংবর্ধনাও দেওয়া হয়। তাঁদের মধ্যে রয়েছেন দুই কবি শ্যামলকান্তি দাস, সৈয়দ হাসমত জালাল এবং চিকিৎসক বিমল রাজ। অনুষ্ঠানে কবিরা স্বরচিত কবিতা পাঠও করেন। এ দিনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কবি এবং সাহিত্যিকেরা উপস্থিত ছিলেন বলে সাহিত্যিক অনিল ঘোড়ই জানিয়েছেন। |