টুকরো খবর |
পরীক্ষামূলক ভাবে ট্রেন চলল রামপুরহাটে
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
মন্দারহিল-রামপুরহাট ভায়া দুমকা রেলপথে শনিবার সকালে পরীক্ষামূলক ভাবে ট্রেন চালানো হয়। পূর্ব রেলের সেফ্টি কমিশনার আর পি যাদব, সার্কেল কনস্ট্রাকশন বিভাগের মুখ্য প্রশাসক এ কে হরিৎ-সহ পূর্ব রেলের বিভিন্ন আধিকারিকেরা আট কামরা বিশিষ্ট একটি বিশেষ ট্রেনে রামপুরহাট থেকে পিনারগড়িয়া পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার রেললাইন পরিদর্শন করেন। রেল সূত্রে জানা গিয়েছে, সেফ্টি কমিশনারের ছাড়পত্র পেলে ওই লাইনে শীঘ্রই ট্রেন চলাচল শুরু হবে। ওই রেল পথের অনুমোদন পাওয়া গিয়েছিল ১৯৯৫-৯৬ আর্থিক বছরে। বরাদ্দ হয়েছিল ১৪৩.৭১ কোটি টাকা। ৬৫.১৩ কিমি রেল পথের কাজ শুরু হয় ২০০৪-০৫ আর্থিক বছরে। বর্তমানে রামপুরহাট থেকে পিনারগড়িয়া পর্যন্ত প্রায় ১৯ কিমি রেলপথের কাজ শেষ হয়েছে। বাকি কাজ ২০১২-১৩ আর্থিক বছরের মধ্যে শেষ হয়ে যাবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। অন্য দিকে, মন্দারহিল-রামপুরহাট ভায়া দুমকা রেলপথের কাজ যখন শেষ হওয়ার মুখে তখন রামপুরহাট স্টেশনে প্লাটফর্ম না বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন রামপুরহাট রেলওয়ে ও বাস নিত্যযাত্রীরা। তাঁদের বক্তব্য, বর্তমানে রামপুরহাট স্টেশনে ৩টি প্লাটফর্ম। কিন্তু গাড়ির সংখ্যা বেড়েছে। আরও দু’টি প্লাটফর্ম তৈরি না হলে দূরপাল্লার কিংবা প্যাসেঞ্জার ট্রেন রামপুরহাট স্টেশনে ঢোকার আগে অনেক সময় বাইরে দাঁড়িয়ে থাকে। নিত্যযাত্রী নিয়ামত আলি, অনিল বোথরা, সত্যব্রত ভট্টাচার্যদের দাবি, “ওই লাইনে ট্রেন চালচল শুরু হওয়ার আগে অবিলম্বে রামপুরহাট স্টেশনে ৪ ও ৫ নম্বর প্লাটফর্ম তৈরি করা হোক। পাশাপাশি নির্মীয়মাণ ওভারব্রিজের কাজ দ্রুত শেষ করতে হবে।”
|
‘ধর্ষণকাণ্ডে’ ধৃত আরও এক
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
‘ধর্ষণকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে শেখ মজু নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বাড়ি বর্ধমানের কাজড়া গ্রামে। শনিবার রাতে বাড়ি থেকেই তাকে ধরা হয়েছে। টিআই প্যারেডের জন্য আবেদন জানিয়ে পুলিশ ধৃতকে রবিবার দুবরাজপুর আদালতে তোলে। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন। পুলিশ জানায়, গত রবিবার রাত থেকে খোঁজ মিলছিল না দুবরাজপুর থানা এলাকার বাসিন্দা এক নাবালিকার। সোমবার দুপুরে ওই নাবালিকার মা জানতে পারেন, দুবরাজপুর পুর-এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ সেলিমুদ্দিন তাঁর মেয়েকে বর্ধমানের রানিগঞ্জ থানা এলাকার কাজড়া গ্রামে নিয়ে গিয়েছে। প্রতিবেশীদের সঙ্গে নাবালিকাটির মা ওই এলাকায় যান। পথে খবর পান, এক কিশোরীকে কান্নাকাটি করতে দেখে এলাকার কিছু মানুষ তাকে আশ্রয় দিয়েছেন। সেখানে গিয়ে নিজের মেয়েকে দুবরাজপুরে নিয়ে আসেন তিনি। তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও পরে পাচারের চেষ্টার অভিযোগে পুলিশ সেলিমুদ্দিন ধরে। গত মঙ্গলবার তাকে দুবরাজপুর আদালতে তোলা হয়েছিল। পুলিশের দাবি, জেরায় ওই নাবালিকাকে ধর্ষণের কথা কবুল করেছে সেলিমুদ্দিন। পরে বাচ্চা মেয়েটিকে পাচার করার জন্য কাজড়া গ্রামে মজুর বাড়িতে তোলা হয়েছিল। ডিএসপি প্রদীপকুমার বসু (ডিইবি) বলেন, “এই ঘটনায় শেষ অভিযুক্ত ছিল শেখ মজু। টিআই প্যারেড হলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।”
|
ওয়েবসাইট উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন সংক্রান্ত যাবতীয় তথ্য থেকে শুরু করে কোন বিদ্যালয়ে কত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের অনুপাত এবং জেলার প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত যাবতীয় তথ্য এ বার থেকে সহজেই মিলবে ওয়েবসাইটে। আজ সোমবার থেকে ওই ওয়েবসাইট দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ। রবিবার বোলপুরে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ওই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হল। রাজ্যের পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এই ওয়েবসাইটের উদ্বোধন করেন। হাজির ছিলেন লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাজা ঘোষ বলেন, “সোমবার থেকে জেলার প্রাথমিক শিক্ষা সংসদ সংক্রান্ত সমস্ত তথ্য মিলবে www.birbhum.gov.in/ ওয়েবসাইট থেকে। অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের পেনশন, স্থানান্তর, নিয়োগ, বিভিন্ন বিজ্ঞপ্তি, কর্মী ও আধিকারিকদের নাম, যোগাযোগ নম্বর ইত্যাদি তথ্য থাকছে এই ওয়েবসাইটে।” চন্দ্রনাথ সিংহ বলেন, “অবসর প্রাপ্ত শিক্ষকদের পেনশন বিষয়ে জানতে দফতরে দফতরে আর দৌড়তে হবে না। তা ছাড়া যাঁদের প্রয়োজন তাঁরা এই ওয়েবসাইট থেকে সহজেই প্রয়োজনীয় তথ্য পাবেন।”
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট ও ইলামবাজার |
পৃথক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দু’জনের। মৃতেরা হলেন বিথীকা চট্টোপাধ্যায় (৫৯)। রামপুরহাট নতুন বাসস্ট্যান্ড এলাকায় তাঁর বাড়ি। নিত্যগোপাল ভাণ্ডারি (৫০)। ইলামবাজার থানার তারাপুরে তাঁর বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় স্বামী দিব্যেন্দুবাবুর মোটরবাইকে করে বিথীকাদেবী ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। বাড়িতে ঢোকার আগে রামপুরহাট থেকে মনসুবা মোড়ের দিকে যাওয়া একটি ট্রাক বাইকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় বিথীকাদেবীকে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন। অন্য দিকে, রবিবার বর্ধমানে মেয়েরবাড়ি যাওয়ার জন্য ইলামবাজার থানার উত্তরকোনা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন নিত্যগোপালবাবু। সকাল সাড়ে ১০টা নাগাদ পানাগড়-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময়ে একটি ট্রাক তাঁকে পিষে দেয়। এর পরেই স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। বেলা সাড়ে ১১টা নাগাদ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেহটি ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
মহিলা জখম, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
পুলিশের জিপের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন এক মহিলা। রবিবার দুপুরে মুর্শিদাবাদের নবগ্রামের আইড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের এই দুর্ঘটনার প্রতিবাদে প্রায় দু’ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই মহিলার নাম বিশাখা দাস (৪২)। বাড়ি নলহাটির তিরোলা গ্রামে। এ দিন তিনি স্বামী সুশীল দাসের সঙ্গে নবগ্রামে এক আতমীয়ের বাড়িতে যাচ্ছিলেন। আইড়া বাসস্ট্যান্ডে নেমে রাস্তা পেরোতে গিয়ে একটি পুলিশের জিপ বিশাখাদেবীকে ধাক্কা মারে। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর জানায়, ওই মহিলার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁকে বহরমপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
মোরাম রাস্তার দাবি
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
একই পঞ্চায়েতের দু’টি ব্লকের দূরত্ব খুব বেশি হলে তিন কিলোমিটার। কিন্তু মাটির রাস্তার বেহালের কারণে সেই দূরত্বই বেড়ে ছয় কিলোমিটার হয়ে যায়। এই ছবি ময়ূরেশ্বর থানার উলকুণ্ডা পঞ্চায়েতের গলিয়াড়া গ্রামের। গলিয়াড়া থেকে পাঠান পাড়া পর্যন্ত সরাসরি সংযোগকারী রাস্তার দূরত্ব তিন কিলোমিটার। কিন্তু বর্ষার সময় মাটির রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় বাসিন্দাদের নওয়াপাড়া হয়ে ৬ কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হয়। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের কাছে বার বার মোরাম রাস্তার দাবি জানিয়েও লাভ হয়নি। উলকুণ্ডা পঞ্চায়েতের প্রধান সামসুল আলম মল্লিক জানান, ওই রাস্তায় মাটির কাজ চলছে। তা শেষ হলেই মোরামের কাজ শুরু হবে।
|
সদাইপুরে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • সদাইপুর |
পাইপলাইন ফেটে ছাইয়ের জলে ভরে যায় সাতটি বাড়ি। রবিবার সকালে ঘটনাটি ঘটে সদাইপুর থানার সংগ্রামপুর গ্রামের বাসিন্দারা। এর পরে ক্ষুব্ধ বাসিন্দারা ফেটে যাওয়া পাইপলাইন বন্ধ করার দাবি জানান বক্রেশ্বর তাপবিদ্যুৎ কর্তৃপক্ষকে। পাইপলাইন বন্ধ করার পরে আধিকারিকেরা ঘটনাস্থলে এলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা।
|
|