পড়শি দেশের সঙ্গে সম্পর্ক মজবুত করতে এই প্রথম ভারত-মায়ানমার গাড়ি দৌড় শুরু হল আজ। পাঁচ হাজার কিলোমিটারের এই লম্বা দৌড়ে ২০টি গাড়িতে মোট ৭০ জন চালক ও সহকারী অংশ নিচ্ছেন। গাড়ি দৌড়ের মূল উদ্যোক্তা নর্থ ইস্ট ফেডারেশন অন ইন্টারন্যাশনাল ট্রেড (নেইফিট) ও ‘অসম স্পিড অ্যান্ড অ্যাডভেঞ্চার্স ক্লাব’। অভিযানের পৃষ্ঠপোষক ভারত সরকারের বিদেশ মন্ত্রক ও অসম-মণিপুর-নাগাল্যান্ডের স্বরাষ্ট্র বিভাগ। মায়ানমার যাওয়ার পথে, উত্তর-পূর্ব ও মায়ানমারের বেশ কিছু দুর্গম স্থান দিয়ে যাবে গাড়িগুলি। গুয়াহাটি থেকে শুরু করে ইম্ফল হয়েদৌড় শেষ হবে ইয়াঙ্গনে। নেইফিটের কার্যনির্বাহী সভাপতি বিজয় ফাংসো বলেন, “কার্যত, মায়ানমারের বেশির ভাগ সীমান্ত গ্রাম ছুঁয়ে যাবে গাড়িগুলি। দুই পড়শি দেশের মানুষজনের সংস্কৃতি, জীবনযাত্রা, অর্থনীতি, সমাজ ব্যবস্থা জানাবোঝার জন্যই এই গাড়ি দৌড়।” চার চাকার চলন ছাড়াও, মান্দালয়, ইয়াঙ্গন ও নতুন রাজধানী নয়পিতাওতে ‘রোড শো’, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। যাত্রা পথে, বিভিন্ন ধরনের খাবারও চেখে দেখা হবে। ফাংসো জানান, দুই দেশের মধ্যে, বাণিজ্য সম্ভাবনা প্রচুর। কিন্তু, এখনও পর্যন্ত ভারত-মায়ানমার ব্যবসার পরিমাণ, বছরে দেড়শো কোটি মার্কিন ডলার। তাঁর মতে, মোরে সীমান্তের মাধ্যমে, সিমেন্ট, ইঞ্জিনিয়ারিং সামগ্রী, পরিবহণ সামগ্রী, বাইক, লোহা, ইস্পাত, সুতো, ওষুধ, রাসায়নিক মায়ানমারে রফ্তানি করা যায়। ওপার থেকে আনা যায় পান, হলুদ, ডাল, কাঠ, রাজমা, পুঁতি, রেসিন ও আদা।
|
মার্কিন সেনার এলোপাথাড়ি গুলিতে হত ১৬ আফগান
সংবাদসংস্থা • কাবুল |
কন্দহরে এক মার্কিন সেনার গুলিতে নিহত হলেন ১৬ জন স্থানীয় বাসিন্দা। আহত পাঁচ। হতাহতদের মধ্যে রয়েছে শিশু ও মহিলাও। এক ব্রিটিশ সংবাদসংস্থার সূত্রে খবর, আজ ভোরে স্থানীয় বসতির তিনটি বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই সেনা। তাকে গ্রেফতার করেছে ন্যাটো কর্তৃপক্ষ। দুঃখপ্রকাশের পাশাপাশি ন্যাটো কর্তৃপক্ষ বলেন, ওই সেনা মানসিক চাপে ছিল। ঘটনার প্রতিবাদে সেনা-শিবিরের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান আফগানরা। গত মাসে মার্কিন সেনাদের কোরান জ্বালানো নিয়ে সেনা-আফগানদের মধ্যে সংঘর্ষে মারা যান ৩০ জন সাধারণ মানুষ ও ৬ জন সেনা।
|
|
সুনামিতে মৃতদের স্মরণ। টোকিওয় রবিবার। ছবি: এ এফ পি।
|
|
নিজেকে ‘মহা শক্তিধর’ প্রমাণ করতে ১৬ কিলোমিটারের কাদা-পথে দৌড়
চার হাজারেরও বেশি প্রতিযোগীর। সুইৎজারল্যান্ডের থুন-এ। ছবি: রয়টার্স। |
|