গত জানুয়ারিতে আগরতলায় এসে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন অধ্যায় তৈরি করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই রেশ ধরে বাংলাদেশের জাতীয় দিবসের অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আমন্ত্রণ জানালো তাঁর সরকার।
মানিকবাবু জানিয়েছেন, “২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দিবস। ২৪ তারিখ থেকে সেই উপলক্ষে অনুষ্ঠান। আমায় তিন দিনই আমন্ত্রণ জানানো হয়েছে।”
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে ত্রিপুরার ভূমিকা ইতিবাচক বলে মনে করছে নয়াদিল্লি। হাসিনার আগরতলা সফরের পর ইতিবাচক আবহাওয়াও তৈরি হয়েছে। উত্তর-পূর্বাঞ্চল-সহ ভারতের বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশকে লগ্নির আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি দু’দেশের শক্তি সচিবের মধ্যে বিষয়টি নিয়ে বৈঠক হয়েছে। ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ প্রকল্প গড়তে ইতিমধ্যেই সাহায্য করছে ঢাকা। বাংলাদেশের মানুষ বিদ্যুৎ চান। এ জন্য বিনিয়োগেও রাজি হাসিনা সরকার। ত্রিপুরার মুখ্যমন্ত্রীও এ ব্যাপারে উৎসাহী। তিনি বলেছেন, “আমরা অবশ্যই চাই আমাদের উদ্বৃত্ত বিদ্যুৎ ঢাকা কিনে নিক। কিন্তু কেন্দ্রের ছাড়পত্র প্রয়োজন।” |