ফেডারেশনের পাঠানো আই লিগের ফর্ম আরও মাসখানেক সই না করে ফেলে রাখার সিদ্ধান্ত নিল আই লিগের ক্লাবগুলো। পাশাপাশি শনিবার মুম্বইতে বারো ক্লাবের জোটের সভায় সিদ্ধান্ত নেওয়া হল, যুদ্ধ জারি রাখতে গড়া হবে নতুন সংস্থাআই পি এফ সি এ। পুরো নাম, ইন্ডিয়ান প্রফেশনাল ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন। ১৫ এপ্রিলের মধ্যে যার আত্মপ্রকাশ ঘটবে কলকাতায়। জাঁকজমক করে। হ্যাল এবং পৈলান অ্যারোজ ছাড়া এ দিন আই লিগ ক্লাবগুলির মালিক ও চেয়ারম্যানদের সভায় এসেছিল ১১ ক্লাব। চার্চিল চিঠি পাঠিয়ে সব সিদ্ধান্ত সমর্থনের প্রতিশ্রুতি দেয়। সভার যে খবর সাংবাদিকদের মেল করে পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে, আই লিগ দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া, ক্লাবগুলিকে লাভজনক ও পেশাদার করার জন্য একসঙ্গে লড়াই করা হবে নতুন সংস্থার মাধ্যমে। ক্লাবগুলির সব সমস্যা জানাতে হবে সংস্থাকেই। অর্থাৎ কার্যত ফেডারেশনকে হুমকিই দিয়ে রাখল ক্লাবগুলো। ঝুলিয়ে রাখা হল পরের বারের আই লিগে খেলার সিদ্ধান্তও।
|
আই লিগের দ্বিতীয় ডিভিশনের খেলায় ওএনজিসি-র কাছে ১-০ গোলে হেরে গেল মহমেডান। শনিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ওএনজিসি’র হয়ে একমাত্র গোল আলাসন আবুবাখারের। গোটা ম্যাচে এ দিন একগাদা সুযোগ নষ্টের খেসারত দিতে হল অলোক মুখোপাধ্যায়ের দলকে। মহমেডান কোচ বললেন, “এক একটা দিন এমন যায়। সারাক্ষণ আমরাই প্রাধান্য নিয়ে খেললাম, অথচ গোল করে বেরিয়ে গেল ওএনজিসি। সুযোগ আমরাও পেয়েছিলাম। কিন্তু এত সুযোগ নষ্ট হলে গোল হবে কী করে? এখনই অবশ্য হতাশ হওয়ার কিছু নেই। অনেক ম্যাচ রয়েছে। পরের দিকে অনেক কিছু হতেই পারে।” অন্য দিকে, টুর্নামেন্টে পরপর দু’টি ম্যাচ জিততে পেরে খুশি ওএনজিসি। কোচ কেতানো পিনো জানান, দলের ফুটবলাররা ভাল ডিফেন্সিভ ফুটবল খেলেছে। গোলের সুযোগ খুব বেশি তৈরি করতে না পারলেও এক গোলে জেতায় তিনি খুশি।
|
আইএফএ শিল্ডে জয় দিয়ে শুরু করল ব্রাজিলের বোতাফোগো। শনিবার হাওড়া স্টেডিয়ামে চিরাগ কেরলকে ১-০ হারাল। ইনজুরি টাইমে গোল করেন আলভেজ আলভেইরা। তবে রিও দে জেনেইরোর দলটি জিতলেও দৃষ্টিনন্দন ফুটবল খেলতে পারল না। এ দিন দশ জনের চিরাগ কেরলকে হারাতেই কালঘাম ছুটে গেল তাদের। ভিনিথ লাল-কার্ড দেখায় শেষ আধ ঘণ্টা দশ জনেই খেলতে হয় চিরাগকে। এ দিকে, আই লিগে দ্বিতীয় ডিভিশন ম্যাচে ওএনজিসি-র কাছে ১-০ হারল মহমেডান। গোল করেন আলাসন আবু বাখার। ম্যাচটি হয় শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। |