কলকাতা পুরসভায় পরিবেশ দফতরের জন্য মেয়র পারিষদ আছেন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জলাশয় সংরক্ষণ ও পরিবেশ উন্নয়নের ভূমিকা অনস্বীকার্য বলে মেয়র তাঁর বাজেট বক্তৃতায় মন্তব্যও করেছেন। কিন্তু ওই দফতরের জন্য ২০১২-১৩ অর্থ বর্ষে সরাসরি কোনও বাজেট বরাদ্দ করা হয়নি। শনিবার মেয়র শোভন চট্টোপাধ্যায় পুরসভার আগামী আর্থিক বছরের যে বাজেট পেশ করেছেন তাতেই এই চিত্র ধরা পড়েছে। এই দিন তিনি আগামী আর্থিক বছরের জন্য ২২৫৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। তাতে ঘাটতি ধরা হয়েছে ১৪০ কোটি টাকা। ঘাটতি মেটাতে অবশ্য মেয়র নতুন কোনও কর বসাননি। এমনকী, কর কাঠামোর কোনও সংস্কারও করেননি। তিনি জানিয়ে দিয়েছেন, আপাতত পুরসভা ‘ইউনিট এরিয়া’ কর ব্যবস্থাও চালু করছে না। যদিও গত বাজেটে মেয়র জানান, আগামী আর্থিক বছরে পুরসভা নতুন ওই কর ব্যবস্থা কার্যকর করবে। পুরসভার বিরোধী দলনেত্রী রূপা বাগচি বাজেটকে মানুষ ঠকানোর বাজেট বলে অভিহিত করেছেন। তিনি বলেন, কয়েকটি ক্ষেত্রে বরাদ্দ বাড়ালেও আসলে পুরবাসীরা সব রকমের পরিষেবা থেকেই বঞ্চিত হবেন। কারণ, বছরে মাঝখানে এ ভাবে বাড়তি খরচ করায় নিষেধাজ্ঞা রয়েছে। পুরসভার স্কুলগুলিতে এখন চতুর্থ শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের ব্যবস্থা রয়েছে। বাজেট প্রস্তাবে মেয়র জানিয়েছেন, চলতি বছরে স্কুলগুলিতে পঞ্চম শ্রেণির পঠনপাঠন চালু করা হবে। কিছু পুরস্কুলকে অষ্টম শ্রেণিতে উন্নীত করার কাজ শুরু হয়েছে।
|
বিয়েবাড়ি থেকে ফেরার পথে দাঁতালের হানায় মৃত্যু হয়েছে এক যুবকের। শনিবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের খুঁটিমারি জঙ্গল লাগোয়া গয়েরকাটার রাস্তায়। বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গয়েরকাটার বাসিন্দা মৃত যুবকের নাম সন্তোষ রায় (৩৫)। শুক্রবার রাতে তিনি হলদিবাড়ি বাগানে একটি বিয়ে বাড়ির নিমন্ত্রণ সেরে বাড়ি ফিরছিলেন। সে সময়ে রাস্তায় একটি দাঁতাল আচমকা সন্তোষকে আছড়ে মারে। মৃত্যু হয় ওই যুবকের। |