শাসক বিজেপির থেকে মাত্র একটি আসন বেশি পেয়ে সরকার গড়ার ডাক মিলেছে। উত্তরাখণ্ডে দলের শিকড় শক্ত করতে তাই মুখ্যমন্ত্রী পদে ‘আঞ্চলিক’ নেতা হাড়ক সিংহ রাওয়াতকে বসাতে চায় কংগ্রেস। পরিষদীয় দলের নেতা নির্বাচন নিয়ে বিধায়কদের মতামত নিতে দলের বিশেষ পর্যবেক্ষক হিসেবে শনিবারই দেরাদুন গিয়েছিলেন কংগ্রেস নেতা তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। তিনি দিল্লিতে সেই সংক্রান্ত রিপোর্ট পাঠানোর পরেই দলীয় সূত্রে জানা যায়, এত দিন বিরোধী দলনেতার দায়িত্ব পালন করা হাড়ক সিংহকেই মুখ্যমন্ত্রী পদে বসাতে ‘আগ্রহী’ হাইকম্যান্ড। তবে সরকারি ভাবে কারও নাম ঘোষণা করা হয়নি। শনিবারের আগে পর্যন্ত কংগ্রেস নেতাদের একাংশ মনে করছিলেন, সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী হরিশ রাওয়াতই মুখ্যমন্ত্রী হতে পারেন। কিন্তু এর আগে হরিশকে উত্তরাখণ্ডে বড় দায়িত্ব দেওয়া হলেও তিনি সেখানে পুরো সময় দিতে পারেননি। মন্ত্রিপদে থাকার ফলে অনেক সময়েই দিল্লিতে থাকেন তিনি। তাই রাজ্য রাজনীতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকা হাড়ক সিংহের নাম হাইকম্যান্ড ভাবছেন বলে মনে করা হচ্ছে।
|
ইংরেজির পরিবর্তে মাতৃভাষায় উচ্চশিক্ষা দেওয়ার জন্য আগের দফাতেই পদক্ষেপ করেছিল মনমোহন সরকার। তৎকালীন ন্যাশনাল নলেজ কমিশনের চেয়ারম্যান স্যাম পিত্রোদার নেতৃত্বে গড়া হয়েছিল জাতীয় অনুবাদ মিশন। যাদের অন্যতম কাজ, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠ্য গোটা পঁচিশেক বিষয়ের ইংরেজি বইকে ২২টি আঞ্চলিক ভাষায় অনুবাদ করা। সেই লক্ষ্যেই আজ প্রথম ধাপটি পার হল তারা। একটি প্রকাশনা সংস্থার সঙ্গে জোট বেঁধে আজ ইংরেজি থেকে বাংলা, তামিল, তেলুগু-সহ ছ’টি ভাষায় অভিধান প্রকাশ করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। সংশ্লিষ্ট প্রকাশনা সংস্থাটির পক্ষে দেবযানী দত্ত বলেন, “প্রতিটি অভিধানে ১২ হাজার সর্বাধিক ব্যবহৃত ইংরেজি শব্দ রয়েছে। যাঁরা ইংরেজি দ্বিতীয় ভাষা হিসাবে শিখেছেন তাদের কথা মাথায় রেখেই এই অভিধান।” জাতীয় অনুবাদ মিশন এখন পদার্থবিদ্যা, রসায়ন, নৃতত্ত্ব, প্রাণী ও উদ্ভিদবিদ্যার মতো বিষয়ের বই অনুবাদে হাত দিয়েছে। জাতীয় অনুবাদ মিশনের অধিকর্তা অদিতি মুখোপাধ্যায়ের কথায়, “উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই অনুবাদের ফল হবে সুদূরপ্রসারী।”
|
গৃহবিবাদের জেরে বাবাকে পিটিয়ে খুন করল ছেলে। কাল ওড়িশার মালকানগিরির সিংরাজকোণ্ডা গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে নিহতের নাম গঙ্গা মাধি। ঘটনার দিন পারিবারিক কোনও বিষয় নিয়ে ছেলে দেবা মাধির সঙ্গে মনোমালিন্য শুরু হয় গঙ্গার। কথা কাটাকাটির মধ্যেই উত্তেজিত দেবা আগুন জ্বালানোর কাঠ তুলে গঙ্গাকে পেটাতে শুরু করে। ঘটনাস্থলেই মারা যান গঙ্গা। দেবাকে গ্রেফতার করেছে পুলিশ।
|
মাওবাদী জোনাল কম্যান্ডার ধর্মেন্দ্র যাদবের বাড়ি জ্বালিয়ে দিল কয়েক জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। কাল ঝাড়খণ্ডের চাতরা জেলার কুসমাই গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে আগুন লাগানোর আগে বাড়ি খালি করে দিতে বলে ওই দুষ্কৃতীরা। এর পর ভেতরে ঢুকে লুঠপাঠ চালায় তারা। পালিয়ে যাওয়ার সময়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মাওবাদীদের দু’টি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান।
|
ত্রিপুরায় সিপিএমের নেতা তথা বিধায়ক সুকুমার বর্মণ মারা গেলেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে আজ দুপুরে আগরতলার জি বি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর। সুকুমার বর্মণ রাজ্যের বামফ্রন্ট মন্ত্রিসভার সদস্য ছিলেন। ত্রিপুরার নলছড় বিধানসভা কেন্দ্রের নির্বাচিত বিধায়ক সুকুমারবাবু সিপিএমের রাজ্য কমিটিরও সদস্য। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন সদস্য।
|
সাব্রুম থেকে বাইক চালিয়ে দুই বন্ধু আসছিলেন শান্তির বাজারে। মাঝপথেই বাইকটি দুর্ঘটনায় পড়লে বাইকের দুই আরোহী, জীবন দত্ত ও প্রিয়তোষ বিশ্বাস রাস্তায় ছিটকে পড়ে জখম হন। প্রিয়তোষ বিশ্বাসের আঘাত গুরুতর হওয়ায় দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দক্ষিণ জেলার শাকবাড়ির কাছে, জাতীয় সড়কের উপরে। |