টুকরো খবর
শিল্পে কয়লার জোগান নিয়ে রাজ্য বসছে কেন্দ্রের সঙ্গে
বিভিন্ন ইস্পাত প্রকল্প-সহ শিল্পের জন্য কয়লা সরবরাহ সমস্যা মেটাতে কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসবে রাজ্য। কেন্দ্রের বরাদ্দ করা কয়লা ব্লকগুলি দ্রুত পেতেও তদ্বির করা হবে। সম্প্রতি বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের অনুষ্ঠানে এ কথা জানান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী সপ্তাহে শিল্প সচিবকে নিয়ে তিনি দিল্লি যাচ্ছেন। আকরিক লৌহ নিয়ে নীতি থাকলেও কয়লা নিয়ে নির্দিষ্ট কেন্দ্রীয় নীতি নেই। পার্থবাবু বলেন, “শিল্প গড়তে কয়লার সমস্যা যাতে না হয়, তা নিশ্চিত করতেই বৈঠক করব।” ওই সভার বিষয় ছিল ‘পশ্চিমবঙ্গে শিল্পের জন্য রোডম্যাপ’। পার্থবাবু জানান ইতিমধ্যেই শিল্পের উন্নয়নের জন্য তিনটি কাজ সেরেছে সরকার। প্রথমত, রোডম্যাপ নির্ধারণ করতে বণিকসভা ও শিল্পমহলের সদস্যদের নিয়ে কোর কমিটি গড়া হয়েছে। দ্বিতীয়ত, শিল্পের জন্য জমি খুঁজতে তৈরি হচ্ছে জমি ব্যাঙ্ক। মন্ত্রীর দাবি, ৯ লক্ষ একর জমি চিহ্নিত করা হয়েছে। তৃতীয়ত, শিল্প গড়তে একজানালা ব্যবস্থাও চালু হয়েছে।

ব্যবসা বাড়াচ্ছে ফেডারেল ব্যাঙ্ক
ব্যবসা বাড়াতে বড় মাপের পরিকল্পনা হাতে নিয়েছে ফেডারেল ব্যাঙ্ক। এর জন্য কর্তৃপক্ষ যেমন বেশ কিছু নতুন শাখা খুলবেন, তেমনই আগামী দু’বছরে ১৫০০ অফিসার এবং কর্মী নিয়োগ করা হবে। ব্যাঙ্কের পূর্বাঞ্চলের কর্তা কে এস হরিকুমার জানান, পুরো পরিকল্পনা রূপায়িত হলে দেশে ব্যাঙ্কের শাখার সংখ্যা দাঁড়াবে ৯৩৮ ও এটিএম ১,০১৬। তিনি বলেন, “ফেডারেল ব্যাঙ্ক এত দিন কেরলের উপরই জোর দিত। কিন্তু এ বার পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল-সহ বিভিন্ন অঞ্চলে ব্যবসা সম্প্রসারণ করা হবে।” শনিবারই দিল্লি থেকে একসঙ্গে ১০০টি শাখার উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। উল্লেখ্য, ব্যাঙ্কের মোট ব্যবসার অঙ্ক ৮০ হাজার কোটি টাকা।

উদ্বৃত্ত পাইলটদের ছুটিতে যেতে বলল সিঙ্গাপুর এয়ার
উদ্বৃত্ত পাইলটদের বিনা বেতনে ছুটিতে যেতে অনুরোধ করল সিঙ্গাপুর এয়ারলাইন্স। ক্যাপ্টেন বাদে অন্য পাইলটরা দু’বছর পর্যন্ত এ ভাবে ছুটি নিতে পারবেন। সংস্থা জানিয়েছে, গত ত্রৈমাসিকে তাদের মুনাফা কমে অর্ধেক হয়েছে। পাশাপাশি, বিশ্ব বাজারে তেলের দাম বাড়ায় সমস্যায় পড়েছে সংস্থা। তবে এখনই উড়ান সংখ্যা কমানোর সিদ্ধান্ত হয়নি।

স্বাস্থ্যবিমা প্রকল্প
স্বাস্থ্য বিমা প্রকল্প ‘হার্টবিট’ নতুন ভাবে বাজারে আনল ম্যাক্স বুপা। সংস্থার দাবি, এই প্রকল্পে নির্ধারিত বিমার অঙ্ক আরও ২-৩ লক্ষ টাকা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহক। তাঁকে আলাদা করে নয়া প্রকল্প নিতে হবে না। গ্রাহক প্রতি বছর পলিসি নবীকরণের ঝক্কি না-ও নিতে পারেন। চাইলে তিনি প্রতি বছর প্রিমিয়াম জমা না-দিয়ে বিশেষ ২ বছরের পলিসি-র সুবিধা নিতে পারেন।

নতুন নিয়োগ
• বীরেশ ওবেরয় সিআইআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সুবীর চাকি ভাইস চেয়ারম্যান হয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.