টুকরো খবর |
‘কমেছে আস্থার অভাব’, কৃষ্ণ যাবেন পাকিস্তান |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
আসন্ন গ্রীষ্মে পাকিস্তান সফরে যাবেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। সম্প্রতি পাকিস্তানের তরফে বাণিজ্য ক্ষেত্রে ভারতকে ছাড় দেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়ে বিদেশমন্ত্রী আজ বলেন, “গত দু’বছরে দু’দেশের মধ্যে পারস্পরিক আস্থার অভাব অনেকটাই কমানো সম্ভব হয়েছে।” দু’বছর আগে ভুটানের সার্ক সম্মেলনের পার্শ্ব-বৈঠকে দু’দেশের মধ্যে আলোচনার দরজা খুলেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং ইউসুফ রাজা গিলানি। এর পরে দ্বিপাক্ষিক সম্পর্কে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে মনে করছে সাউথ ব্লক। দক্ষিণ এশিয়ার এই অস্থির রাজনৈতিক সময়ে পাকিস্তানকে আলোচনার প্রক্রিয়ার মধ্যে রাখা এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোটাই এখন অগ্রাধিকার নয়াদিল্লির কাছে। সিঙ্গাপুরে ‘ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান স্টাডিজ’-এর একটি আলোচনাসভায় কৃষ্ণ এ দিন বলেন, “পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খারকে গত জুলাইয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমি নিজে পাকিস্তান যাব গ্রীষ্মে।” বাণিজ্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার যে চেষ্টা পাকিস্তান করছে, তাকে বিশেষ ভাবে স্বাগত জানান কৃষ্ণ।
|
পাকিস্তানে নতুন গুপ্তচর প্রধান |
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
পাকিস্তানে গুপ্তচর সংস্থা আইএসএই-এর ডিরেক্টর জেনারেল পদে আহমদ সুজা পাশার মেয়াদ বাড়ছে না। আজ পাক প্রধানমন্ত্রীর দফতর সূত্রে ঘোষণা করা হয়, পাশার স্থলাভিষিক্ত হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল জাহির-উল-ইসলাম। মার্চের ১৮ তারিখে অবসর নেবেন পাশা। এর আগে দু’বার তাঁর মেয়াদ বাড়ানো হয়েছে। সুজার অপসারণে আপাতত স্বস্তিতে আমেরিকা। শুরু থেকেই পাশার সঙ্গে আমেরিকার সম্পর্ক ঠান্ডা। আইএসএই-এর সদর দফতরের কাছে একটি ঘাঁটিতে জঙ্গি নেতা ওসামা বিন লাদেনের নিধনের পর এই সম্পর্কের আরও অবনতি হয়। আইএসএই-ই লাদেনকে পাকিস্তানে গা-ঢাকা দিতে সাহায্য করেছিল, এই সন্দেহ দানা বাঁধে মার্কিন প্রশাসনে। |
|