টুকরো খবর
রেল লাইন নির্মাণ শেষ
মালবাজার থেকে চ্যাংরাবান্ধা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে এসেছে। পরীক্ষামূলক ভাবে ইঞ্জিনও চালানো হয়েছে। এবার ওই রুটে ট্রেনের ধাক্কায় হাতি-সহ অন্য বন্যপ্রাণীর মৃত্যু ঠেকাতে আগাম তৎপরতা নিচ্ছে রেল ও বন দফতর। নতুন ট্রেন লাইনটি জলপাইগুড়ি বনবিভাগের সংরিক্ষত এলাকার মধ্যে দিয়ে প্রায় সাড়ে ৩ কিলোমিটার গভীর জঙ্গলের ভিতর দিয়ে গিয়েছে। ট্রেনের ধাক্কায় যাতে একটিও বন্যপ্রাণী না মারা যায় তা দেখে আগাম ব্যবস্থার জন্য রেলকে জানিয়েছিল বন দফতর। রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “ওই লাইনে ট্রেন চলাচল শুরু হতেই বন এবং রেলের যৌথ মনিটারিং কমিটি একযোগে কাজ করবে। তার আগে গার্ডওয়াল-সহ অন্যান্য সব সুরক্ষা ব্যবস্থার জন্য রেলমন্ত্রীকে বলেছি।”রেলের আলিপুরদুয়ারের সহকারি ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ইন্দ্রজিৎ সিংহ বলেন, “কিছুদিনের মধ্যে এলাকাটি ঘুরে দেখব। বন্যপ্রাণীদের যাতায়াতের করিডরগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া যৌথ মনিটারিং কমিটিও কাজ করবে।” জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও কল্যাণ দাস জানান, গরুমারা জাতীয় উদ্যানের খুব কাছ দিয়ে জলপাইগুড়ি বনবিভাগের লাটাগুড়ি রেঞ্জটি রয়েছে। প্রায় সাড়ে তিন কিলোমিটার জঙ্গলের ভিতর দিয়ে রয়েছে রেলপথটি। হাতি বাইসনের পাশাপাশি গন্ডারের আনাগোনা রয়েছে ওই এলাকায়। রেল এবং বন কর্মীরা যৌথ নজরদারি করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। লাটাগু়ড়ির পরিবেশপ্রেমী সংগঠন গ্রিন লেবেলের সম্পাদক অনির্বাণ মজুমদার বলেন, “বন দফতর এবং রেলের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় থাকলে যৌথ কমিটির সুফল পাওয়া যাবে।

বৈঠক পণ্ড মধু বাগানে
মালিকপক্ষ হাজির না-হওয়ায় ভেস্তে গেল ডুয়ার্সের মধু চা বাগান খোলার ব্যাপারে শ্রম দফতরের ডাকা ত্রিপাক্ষিক বৈঠক। বুধবার আলিপুরদুয়ারে সহকারী শ্রম আধিকারিকের দফতরে ওই বৈঠকের আয়োজন হয়। শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, সেখানে শ্রমিক সংগঠনগুলি উপস্থিত হলেও মধু চা বাগানের মালিকপক্ষ হাজির হননি। আলিপুরদুয়ারের সহকারী শ্রম আধিকারিক সুমন্ত শেখর রায় বলেন, “মালিকপক্ষ হাজির না-হওয়ায় বৈঠক করা সম্ভব হয়নি। ফের ১২ মার্চ বাগান খোলার বিষয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে।” মজুরি বৃদ্ধির পরে শ্রমিকদের বকেয়া টাকা বিলির দাবিতে গত ২ মার্চ আলোচনার দাবিতে শ্রমিকেরা চা বাগানের ছয় ম্যানেজারকে পাঁচ কিলোমিটার হাঁটিয়ে হাসিমারা ফাঁড়িতে নিয়ে যান। ওই ঘটনায় ৩ মার্চ নিরাপত্তার কারণ দেখিয়ে বাগান ছেড়ে চলে যান ম্যানেজাররা। এনইউপিডব্লিউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রভাত মুখোপাধ্যায় জানান, এ ভাবে মালিকপক্ষ বাগান খোলার বৈঠকে না আসলে আন্দোলনে নামার চিন্তাভাবনা শুরু করব। রাজ্য সরকারের উচিত বন্ধ মধু চা বাগানের শ্রমিকদের জন্য খাওয়ার চাল ও কাজের ব্যবস্থা করা।

কোফাম-এর শিবির শেষ
সশস্ত্র সীমা বলের উদ্যোগে ইন্দো-নেপাল সীমান্ত এলাকার বাসিন্দাদের অর্থনৈতিক উন্নয়নে ফুল, মাশরুম, সব্জি চাষে উৎসাহ দিতে প্রশিক্ষণ শিবির হল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব ফ্লোরিকালচার অ্যান্ড এগ্রি-বিজনেস ম্যানেজমেন্ট (কোফাম)-এর সহায়তায় ১০ দিনের ওই প্রশিক্ষণ শেষ হল বুধবার। ২৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত এই প্রশিক্ষণ শিবির হয়। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গিয়েছে, সশস্ত্র সীমা বলের অধীনে থাকা ইন্দো-নেপাল সীমান্তে অবস্থিত কিসানগঞ্জ, ঠাকুরগঞ্জ, রানিডাঙা, খাপরাইলের মতো এলাকার ২১ জন তরুণকে প্রশিক্ষণ দেওয়া হয়। সশস্ত্র সীমা বলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এন বুরাগোহেন বলেন, “সীমান্তে চোরাচালান, অপরাধমূলক কাজ প্রতিরোধের পাশাপাশি তরুণ প্রজন্মকে নেশা এবং অপরাধ জগতের থেকে দূরে রাখতে আমরা সচেষ্ট। সীমান্ত এলাকার বেকার যুবকদের রোজগারের ব্যবস্থা, এলাকার অর্থনৈতির বিকাশে ফুল, মাশরুম, লাভজনক সব্জি চাষে উৎসাহ দিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল।” উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফামের প্রকল্প আধিকারিক রণধীর মুখোপাধ্যায় জানান, ৬ টি মডিউলে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শেখানো হয়েছে গাঁদা, জারবেরার মতো ফুল চাষ, ব্রোকলি, ক্যাপসিকাম চাষ, মাশরুম চাষের পদ্ধতি। সেই সঙ্গে জৈব সার তৈরি-সহ চাষের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়ও।

সতর্কতা
হোলির দিন মদ্যপ অবস্থায় গাড়ি চালালে গ্রেফতার করবে পুলিশ। বুধবার শিলিগুড়ির কাছে ভক্তিনগরে নিজের অফিসে ওই কথা জানান রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি সঞ্জয় সিংহ। উত্তরবঙ্গের ছয় জেলার পুলিশ কর্তাদের ওই নির্দেশ দেওয়া হয়েছে তিনি জানান। এ ছাড়াও ওই দিন যাতে কোথাও আইনশৃঙ্খালর অবনতি না হয় সে ব্যপারেও বাড়তি নজরদারির কথা জানান তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোলির দুই দিন উত্তরবঙ্গের ছয় জেলাতেই সাধারণত মদ্যপদের দাপট বেড়ে যায়। দিনের বেলাতেই মদ খেয়ে মোটরবাইক, গাড়ি চালাতে দেখা যায় অনেককে। ফলে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। আইজি বলেন, “ওই দুই দিন বিশেষ অভিযান চালানো হবে। সাদা পোশাকের পুলিশও নিরাপত্তার কাজে থাকবে।”

বোমাতঙ্ক
রাস্তার পাশে পড়ে থাকা একটি রেডিওকে ঘিরে বোমাতঙ্গ ছড়াল ভারতের জয়গাঁ শহর সংলগ্ন ভুটানের ফুন্টশোলিং এলাকায়। বুধবার সকালে ভারত ভুটানের প্রবেশের গেটের কাছে ফুন্টশোলিং শহরের রাস্তার রেলিংয়ের ধারে একটি রেডিওকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায় সকাল ১১ টা নাগাদ। এ দিন একটি পথে পড়ে থাকা রেডিওকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায় ফুন্টশোলিং শহরে।

যাবজ্জীবন
যাবজ্জীবন কারাদণ্ড হল এক ব্যক্তির। বুধবার আলিপুরদুয়ারের ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক অমিত চট্টোপাধ্যায় ওই রায় দেন। সাজাপ্রাপ্ত বিষ্ণু মণ্ডলের বাড়ি ধূপগুড়ি থানার ঝাড় শালবাড়ি এলাকায়। ২০০৩ সালের ২৯ ডিসেম্বর পড়শি দয়াল রায়কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তিনি খুন করেন বলে অভিযোগ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.