মঙ্গলবার স্কুল থেকে আর বাড়ি ফেরেনি রানাঘাটের পুণ্যনগর পুণ্যচন্দ্র হাইস্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রী। রাত ৮টা নাগাদ বেথুয়াডহরি অভয়ারণ্যের কাছে তাকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা ওই ছাত্রীকে নাকাশিপাড়ার পুলিশের হাতে তুলে দেন। সে জানিয়েছে, এক যুবক তাকে সাইকেলে করে বাড়ি পৌঁছে দিচ্ছিল। তখনই তাকে জল খাওয়ায়। তারপরে আর কিছু তার মনে নেই। বুধবার তার বাড়ির লোক এসে তাকে নিয়ে গিয়েছে।
|
দোলের পরিক্রমাকে ঘিরে গোলমালের জেরে বুধবার বাস চলাচল বন্ধ ছিল কৃষ্ণনগর-মায়াপুর রুটে। গত কাল রাত সাড়ে ন’টা নাগাদ মায়াপুর হুলোর মাঠে বাসের ধাক্কায় একটি বিগ্রহ ক্ষতিগ্রস্ত হয় অভিযোগে দু’টি বাস ভাঙচুর করা হয়। গোলমাল থামাতে গিয়ে আহত হন পুলিশ কর্মীরাও। বুধবার সকালে ওই রুটের বাস মালিকেরা নিরাপত্তার দাবিতে বাস চালাতে অস্বীকার করেন।
|
এক কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় জঙ্গিপুর তৃতীয় ফাস্ট ট্র্যাক আদালত বুধবার রাজেশ শেখ, মালা শেখ ও নাগর দাস নামে তিন যুবককে দু’বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে। ২০০৯ সালে সুতির অরঙ্গাবাদের একটি মেলা থেকে ফেরার পথে ৫ জন যুবক ওই কিশোরীর শ্লীলতাহানি করে বলে থানায় অভিযোগ দায়ের হয়।
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে মিঠু মজুমদার (১৬) নামে এক ছাত্রীর। বাড়ি কোতোয়ালির করিমপুর-সেনপুরে। পরিবারের অভিযোগ, কালীরহাট চকদিকনগর হাইস্কুলের দশম শ্রেণির ওই ছাত্রীকে বেশ কিছু দিন ধরে এক যুবক উত্যক্ত করত। লোক-লজ্জায় ও ভয়ে ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
|
নকল মোবিল তৈরি করে বিক্রি করার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতার করল। বুধবার দুপুরে মুর্শিদাবাদের রঞ্জিতপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম পিনাকি মুখোপাধ্যায় ও দেবব্রত মিত্র। দু’জনেরই বাড়ি কলকাতায়।
|
দুর্ঘটনায় মৃত্যু ছাত্রের |
মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে যাত্রীবোঝাই ট্রেকার উল্টে মৃত্যু হল এক ছাত্রের। নাম নূর হোসেন (১৬), বাড়ি বহরমপুরের মাঝিরা গ্রামে। হাই মাদ্রাসার ছাত্র সে।
|
প্রায় দু’হাজার বোতল চোরাই ফেনসিডিল উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার বেলডাঙা বিডিও অফিসের কাছে থেকে এগুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তিন জনকে গ্রেফতারও করা হয়েছে। |