দোল উৎসব ঘিরে উৎসাহ-উদ্দীপনা জেলা জুড়েই। বুধবার থেকেই শুরু হয়েছে রঙ খেলা। বৃহস্পতিবার জেলার বিভিন্ন প্রান্তে নানা সংগঠনের উদ্যোগে দোল উৎসবের আয়োজন করা হয়েছে। ‘মেদিনীপুর বসন্ত উৎসব’ কমিটির উদ্যোগে এ দিন সকালে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে সংগীত, নৃত্য প্রভৃতি। সাত থেকে সত্তরসব বয়সীরাই এই উৎসবে যোগ দেন। এ বার ৩০ তম বর্ষ। উৎসব কমিটির অন্যতম উদ্যোক্তা আলোকবরণ মাইতি বলেন, “প্রচুর মানুষ আসেন। উৎসবে যোগ দেন। সকাল থেকে দুপুর পর্যন্ত আবির খেলা চলে। কিছু প্রতিকূলতা থাকে। কিন্তু তার মধ্যেও আমরা এই উৎসবের আয়োজন করি। সকলের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিই।” শুধু শিল্পী-সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্তরাই নন, এখানে আমন্ত্রিত থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরাও। এ বারও তাঁদের আমন্ত্রণ জানানো হয়। বুধবার সকাল থেকেই মেদিনীপুর-খড়্গপুর দুই শহরের বাজারগুলিতে ছোট ছোট ছেলেমেয়েদের ভিড় চোখে পড়েছে। বাড়ির বড়দের সঙ্গে তারা রঙ কিনতে বেরিয়েছে।
|
১০ মার্চ মেদিনীপুরে কংগ্রেসের জনসভা রয়েছে। উপস্থিত থাকার কথা শাকিল আহমেদ, প্রদীপ ভট্টাচার্য, মানস ভুঁইয়া, অধীর চৌধুরি, দীপা দাসমুন্সিদের। সভার প্রচারে বুধবার খড়্গপুরে মিছিল করল যুব কংগ্রেস। ছিলেন সংগঠনের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সভাপতি অলোকেশ মহাপাত্র, কাউন্সিলর পারমিতা ঘোষ প্রমুখ। |