পথ দুর্ঘটনায় মৃত্যু বাগনানে |
লরির সঙ্গে অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে অটোর এক আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ জন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার বাগনানের দেউলগ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম সনাতন আদক (৪২)। বাড়ি বাকসিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল সাড়ে ৩টে নাগাদ যাত্রিবোঝাই অটো রিকশাটি বাগনান-বাকসি রোড ধরে বাকসির দিকে যাচ্ছিল। দেউলগ্রামে ডিএমবি হাইস্কুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিটি অটো রিকশাটিকে ধাক্কা মারে। এরপরে লরিটি অটো রিকশাকে ঠেলে নিয়ে গিয়ে রাস্তার ধারে একটি পাকা বাড়িতে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে সনাতনবাবুকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিদের উলুবেড়িয়া হাসপাতালে রেফার করা হয়।
|
গেঞ্জি কারখানার গুদামে আগুন |
কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ |
শ্লীলতাহানির অভিযোগ থানায় জানানোয় এক কিশোরীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে অ্যাঙ্গাজ জুটমিলের কুলি লাইনে। পুলিশ জানায়, এক কিশোরী কুলি লাইনে বাড়ির সামনের কলে বাসন মাজছিল। সে সময়ে কয়েকজন যুবক এসে তার উপরে চড়াও হয়। এই ঘটনাটি তার বাড়ির লোকজন পুলিশকে জানায়। এরপর স্থানীয় এক তৃণমূল নেতার ছেলে দিলীপ রাজভড় ওই কিশোরীকে মারধর করে বলে অভিযোগ। ঘটনাটি পরে জানানো হয় পুলিশকে। অভিযুক্ত যুবকের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
|
মঙ্গলবার রাতে গোঘাটের টাঁড়ুই গ্রামে এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, তাঁর নাম নিমাই সিংহ (৫০)। নিজের শোওয়ার ঘরে গলায় দড়ি দিয়ে তাঁর ঝুলন্ত দেহ মেলে। প্রতিবেশীরা দেহ নামিয়ে পুলিশকে খবর দেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। দেহ ময়না-তদন্ত হয়েছে।
|
গাঁজা সরবরাহের অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার হাওড়ার ড্রেনেজ ক্যানাল রোড থেকে। পুলিশ জানায়, ধৃতের নাম পরিতোষ মাঝি (৩২)। বাগনানের বাসিন্দা ওই ব্যক্তির নামে একাধিক অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ আছে। পাশাপাশি, খুনের অভিযোগও আছে। অভিযোগ, ইদানীং ওই দুষ্কৃতী হাওড়ার বিভিন্ন জায়গায় গাঁজা সরবরাহ করত। ওই রাতে প্রায় সাড়ে পাঁচ কেজি গাঁজা-সহ তাঁকে গ্রেফতার করে ব্যাঁটরা থানার পুলিশ।
|
আইএমএ-র উদ্যোগে অনুষ্ঠান শ্রীরামপুরে |
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন-এর (আইএমএ) শ্রীরামপুর শাখার উদ্যোগে সম্প্রতি শ্রীরামপুর ও শেওড়াফুলি এলাকার স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে একাঙ্ক নাটক প্রতিযোগিতা আয়োজিত হয় স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ-শতবর্ষ উদ্যাপন উপলক্ষে। নাটকের বিষয়বস্তু ছিল ‘সেবাই পরম ধর্ম’। সংগঠকেরা জানান, মোট ৯টি স্কুল-কলেজের পড়ুয়ারা প্রতিযোগিতায় যোগদান করে। প্রথম স্থান অধিকার করে শ্রীরামপুর ভারতী বালিকা বিদ্যালয়। দ্বিতীয় হয় মাহেশ পরমেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়। তৃতীয় হয় শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন ফর গার্লস। পরের দু’টি স্থান অধিকার করে শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় এবং রমেশচন্দ্র বালিকা বিদ্যালয়।
|
টাকা নিয়ে প্রতারণার অভিযোগে একটি সংস্থার এক কর্মীকে পুলিশের হাতে তুলে দিলেন যুবকের। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে খানাকুলের রামপ্রসাদে। |