টুকরো খবর |
কামরূপ এক্সপ্রেসে তাণ্ডব রেলের দুই সংগঠনের |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সংগঠনের নির্বাচনের ফল নিয়ে কাজিয়ার জেরে রেলের দুই সংগঠনের সদস্যরা আপ কামরূপ এক্সপ্রেসের শীতাতপনিয়ন্ত্রিত কামরায় আজ তাণ্ডব চালান বলে অভিযোগ। ভাঙচুর, মারামারির জেরে কোকরাঝাড়ের ফকিরগ্রাম স্টেশনে থামিয়ে দিতে হয় ট্রেন। হাতাহাতিতে দুই তরফে ২০ জন জখম হন। এ ঘটনায় আতঙ্কিত য়ে পড়েন কামরার অন্য যাত্রীরা। ঘটনার সূত্রপাত কলকাতা থেকেই। উত্তর-পূর্ব রেল সূত্রে খবর, কলকাতায় রেলওয়ে কো-অপারেটিভ সোসাইটির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় রেলওয়ে মজদুর ইউনিয়ন। কিন্তু, এই ফলাফলে না-খুশ এমপ্লয়েজ ইউনিয়ন সদস্যরা কলকাতা থেকেই জয়ী সংগঠনের সদস্যদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন। গত কাল দুই সংগঠনের সদস্যরাই কামরূপ এক্সপ্রেসে ওঠেন। শীততাপনিয়ন্ত্রিত কামরার যাত্রীদের অভিযোগ, প্রথম থেকেই দুই পক্ষের ঝগড়ায় ট্রেনযাত্রা তিক্ত হয়ে উঠেছিল। আজ সকাল ১১টা নাগাদ সেই ঝগড়াই চরম রূপ নেয়। ঝগড়া গড়ায় হাতাহাতিতে। সেই সময় ট্রেন ফকিরগ্রামে। উত্তর-পূর্ব রেলের এক মুখপাত্র জানান, রেলের সাংগঠনিক বৈঠকে কোচ-রাজবংশীদের জন্য বিশেষ ব্যাঙ্কিং পরিষেবার বিষয়টিও তোলার কথা ছিল। তা ওঠানো হয়নি। তার প্রতিবাদে আবসু, অল কোচ রাজবংশী ছাত্র সংগঠন ফকিরগ্রামে ট্রেন আটকায়। বাইরে থেকে ইট মেরে ভেঙে ফেলা হয় কামরার জানালার কাচ। পাথর ও লাঠির ঘায়ে মজদুর ইউনিয়নেরঅন্তত ১০ জন সদস্য জখম হন। ট্রেনটি ঘণ্টা দেড়েক আটকে থাকার পরে সাড়ে বারোটা নাগাদ ট্রেন কোকরাঝাড় পৌঁছয়। তবে, গণ্ডগোলের রেশ চলে কামাখ্যা অবধি। বিকেলে ট্রেনটি কামাখ্যা স্টেশনে পৌঁছনোর পরে দুই পক্ষে ফের মারপিট শুরু হয় বলে অভিযোগ। রেল পু্লিশ এসে পরিস্থিতি সামলায়। রেল সূত্রে খবর, দুই পক্ষের মোট ২০ জন জখম হয়েছেন। ট্রেনের কামরায় থাকা যাত্রীরা এই ঘটনার নিন্দায় সরব। তাঁদের অভিযোগ, শীততাপনিয়ন্ত্রিত কোচে শৃঙ্খলা ও নিরাপত্তার বালাই ছিল না। মজদুর ইউনিয়ন নেতাদের গালিগালাজ, হাতাহাতিতে নারকীয় হয়ে উঠেছিল পরিস্থিতি। কিন্তু, যাত্রাপথে বিবাদ থামাতে আরপিএফ জওয়ানদের একটিবারের জন্যও দেখা মেলেনি।
|
দুর্নীতি মামলায় মুক্ত ইয়েদুরাপ্পা |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
অবৈধ খনন মামলায় আদালত থেকে রেহাই পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর গদি ফিরে পাওয়ার চাপ বাড়াতে শুরু করলেন ইয়েদুরাপ্পা। গত বছর ইয়েদুরাপ্পার বিরুদ্ধে অভিযোগ ওঠে, একটি খনন সংস্থার কাছ থেকে দশ কোটি টাকা ঘুষ নিয়ে তাদের আইনবর্হিভূত সুযোগসুবিধা পাইয়ে দিয়েছিলেন। আজ কর্নাটক হাইকোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ ইয়েদুরাপ্পার বিরুদ্ধে লোকায়ুক্ত পুলিশের করা এফআইআর ও তাঁকে জেরা করার জন্য রাজ্যপাল হংসরাজ ভরদ্বাজের দেওয়া অনুমতি বাতিল করে। লোকায়ুক্ত পুলিশের তরফে জানানো হয়েছে, এই রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে আবেদন করবে। আদালতে এই মামলা থেকে মুক্তি পাওয়ার পরেই ইয়েদুরাপ্পা টেলিফোনে কথা বলেছেন নিতিন গডকড়ী ও অরুণ জেটলির সঙ্গে। জানা গিয়েছে, দলের নেতারা আপাতত তাঁকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ফল সবে বেরিয়েছে। এর পর রাজ্যসভার নির্বাচন নিয়ে দলকে নামতে হবে। সোমবার থেকেই শুরু হচ্ছে সংসদের অধিবেশন। এই পরিস্থিতিতে ইয়েদুরাপ্পাকে সবুর করতে বলে বিজেপি নেতৃত্ব আসলে সময় কিনতে চাইছেন। দলের এক নেতার কথায়, “এখনও দুর্নীতির সব অভিযোগ থেকে মুক্তি পাননি ইয়েদুরাপ্পা। তিনি পদ ফিরে পেতে অস্থির হয়ে উঠেছেন বটে। কিন্তু এই মুহূর্তে কর্নাটকেও আর একটি অস্থির অবস্থা তৈরি করা বড় ঝুঁকি হয়ে যাবে।” এ প্রসঙ্গে ইয়েদুরাপ্পাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি কোনও পদই চাইতে যাচ্ছি না। দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। আমার বিশ্বাস তাঁরা সুবিচারই করবেন।”
|
ডিমাসা বন্ধ তুলল আডসু |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের আশ্বাসে প্রথম দিনেই বন্ধ প্রত্যাহার করল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন (আডসু)। আজ আন্দোলনকারীদের আলোচনায় ডাকেন জেলাশাসক দিলীপ বরঠাকুর ও ডিমা হাসাও জেলা স্বশাসিত পরিষদের কার্যবাহী সদস্য (শিক্ষা) কালীজয় সেঙ্গুইং। তাঁরা শিক্ষক যোগ্যতা নির্ণায়ক (টিচার্স এলিজিবিলিটি টেস্ট) পরীক্ষা নিয়ে কথার জন্য এক সপ্তাহের মধ্যে রাজ্যের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করছেন বলে আশ্বাস দেন। ততদিন পর্যন্ত ডিমা হাসাও জেলায় শিক্ষক নিযুক্তির মৌখিক পরীক্ষা স্থগিত থাকছে। এর পরই আডসুর সভাপতি কেবানন নাইডিং এ দিন বিকাল পাঁচটা থেকে বন্ধ প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেন। তাঁরা জেলাশাসককে স্মারকপত্র দিয়ে দাবি করেন, স্বশাসিত পরিষদ এলাকায় শিক্ষক নিযুক্তির ১০০ শতাংশ পার্বত্য উপজাতি জনগোষ্ঠী থেকে হতে হবে। মালগাড়ি বেলাইন। মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় উত্তর-পূর্বাঞ্চলে পাহাড় লাইনে রেল চলাচল বন্ধ হয়ে পড়েছে। দুর্ঘটনাটি ঘটে আজ সকাল সাতটা নাগাদ বান্দরখাল ও দামছড়া রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে। লামডিং থেকে বদরপুরগামী মালগাড়ির কয়েকটি ওয়াগন উল্টে গেলে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে।
|
ইজরায়েলি দূতাবাসে বিস্ফোরণে ধৃত এক |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ইজরায়েলি দূতাবাসের সামনে গত ১৩ ফেব্রুয়ারি গাড়িবোমা বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে এক ভারতীয় সাংবাদিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। সৈয়দ মহম্মদ কাজমি নামে ৫০ বছর বয়সী ওই ব্যক্তি ইরানের এক সংবাদপত্রে কাজ করেন বলে দাবি করেছেন। দিল্লি পুলিশের দাবি, বিস্ফোরণে ওই ব্যক্তির জড়িত থাকার নির্দিষ্ট প্রমাণ মিলেছে। জেরায় সে কথা তিনি স্বীকার করেছেন বলেও দাবি দিল্লি পুলিশের। এ দিন দুপুরে দিল্লির এক আদালতে তোলা হলে কাজমিকে ২৭ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল জানিয়েছে, ওই দিন ইজরায়েলি কূটনীতিকের গাড়িতে বোমা রেখেছিল যে সন্দেহভাজন তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন কাজমি। দূতাবাসে কূটনীতিকদের আসা -যাওয়ার ব্যাপারেও ওই ব্যক্তিকে তিনি তথ্য দিয়েছিলেন বলে তদন্তে জানা গিয়েছে। তবে, তদন্তের স্বার্থে এখনই কাজমির বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেছে দিল্লি পুলিশ। কাজমির আইনজীবী অবশ্য দাবি করেছেন, তাঁর মক্কেল নিছকই এক জন সাংবাদিক। অকারণে তাঁকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে দিল্লি পুলিশ।
|
রেলে পণ্য মাসুল বৃদ্ধির বিরুদ্ধে মুখর মোদী |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সংসদ অধিবেশন শুরুর ঠিক আগে কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে ফের প্রধানমন্ত্রীর উদ্দেশে তোপ দাগলেন নরেন্দ্র মোদী। জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র (এনসিটিসি), আরপিএফ আইন সংশোধন প্রসঙ্গে আগেই কেন্দ্রের সমালোচনা করেছেন মোদী। এ বার গুজরাতের মুখ্যমন্ত্রীর প্রশ্ন, বাজেট অধিবেশনের ঠিক আগেই কেন রেলের পণ্য মাসুল বাড়ানো হল। গত কাল রেল মন্ত্রক খাদ্যশস্য, কয়লা ও সার পরিবহণে পণ্য মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠিতে মোদী আজ জানিয়েছেন, কেন্দ্র যে ভাবে রাজ্যগুলিকে অন্ধকারে রেখে তাদের উপর একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, তা আদতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত। তাঁর মতে, কেন্দ্র চাইলে পণ্য মাসুল বৃদ্ধির বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারত।
|
লাদাখে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র লাদাখে এ বার অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৫ জুন থেকে এই উৎসব চলবে তিন দিন। উদ্যোক্তরা জানান, উৎসবে দেখানো হবে দেশ-বিদেশের ছায়াছবি। বর্ষীয়ান চিত্র পরিচালক শ্যাম বেনেগালকে উৎসবের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে। বেনেগাল বলেন, ‘উৎসবের ঘোষণা হওয়ার পর চিত্র নির্মাতাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে।’ ভারত-সহ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, পাকিস্তান নেপাল, ও ব্রাজিলের চিত্র পরিচালকেরা তাঁদের ছবি দেখানোর আবেদন জানিয়েছেন। উদ্যোক্তরা জানান, লুপ্তপ্রায় তুষার-চিতাকে এই উৎসবের প্রতীক করা হয়েছে।
|
উদ্ধার অপহৃত ইঞ্জিনিয়ার |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
নিখোঁজ ইঞ্জিনিয়ারকে উদ্ধার করল পুলিশ। চেন্নাইয়ের একটি সংস্থার ইঞ্জিনিয়ার গণপতি কুমার ওএনজিসির আন্তর্জাতিক পাইপলাইন পাতার প্রকল্পের সঙ্গে জড়িত। গত রবিবার, যোরহাটের ক্লাব রোডের ভাড়াবাড়ি থেকে অফিস যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। পুলিশ জানায়, আজ ঢেকিয়াজুলির কাছে রৌমারি এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ঘটনার পিছনে প্রথমে কার্বি ও পরে নবগঠিত বড়ো জঙ্গিদের হাত আছে বলে সন্দেহ করেছিল। যোরহাটের এসপি সংযুক্তা পরাশন জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ সকালে আসাম রাইফেল্স ও পুলিশ বাহিনী শোণিতপুরের রৌমারিতে অভিযান চালায়। সেখানে দুই যুবকের সঙ্গে গণপতিকে দেখে জওয়ানরা তাঁদের ঘিরে ফেলেন। গণপতিকেকে ফেলে দুই যুবক দৌড় লাগায়।
|
আত্মঘাতী ১৪ বছরের ছেলে |
সংবাদসংস্থা • রৌরকেলা |
বাড়িতে একাই ছিল ১৪ বছরের ছেলেটি। সন্ধ্যাবেলা মা কাছেই বাজারে গিয়েছিলেন কিছু জিনিস কেনাকাটা করতে। তিন বোনও ওই সময় বাইরে ছিল। বাজার থেকে বাড়ি ফিরে মা দেখেন, গলায় দড়ি দিয়ে ঝুলছে তাঁর বালকসন্তান। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু তখন ডাক্তারদের কিছুই করার ছিল না। কাল রৌরকেলা শিল্পনগরীতে ঘটে এই ঘটনা। এত অল্প বয়সের ছেলে কেন আত্মঘাতী হল বাড়ির লোক ভেবেই পাচ্ছেন না। পুলিশ কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
|
বিয়েবাড়ির ভোজ খেয়ে মৃত ছয় |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বিহারের বক্সার জেলায় বরকা গ্রামে বিয়েবাড়ির ভোজ খেয়ে কাল অসুস্থ হয়ে পড়েন বেশ কিছু লোক। অনেকেই বমি করতে থাকেন। গুরুতর অসুস্থদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে ৬ জনকে মৃত ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে একজন প্রাক্তন গ্রামপ্রধান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খাদ্যে কোনও ভাবে বিষক্রিয়া ঘটাতেই এই বিপত্তি। |
|