দোলের শহরে শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা পুলিশের |
দোলের শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ, বৃহস্পতিবার ও কাল, শুক্রবার ১০ হাজার পুলিশকর্মী মোতায়েন রাখছে কলকাতা পুলিশ। যুগ্ম কমিশনার (সদর) জাভেদ শামিম বুধবার বলেন, ‘‘ইচ্ছের বিরুদ্ধে কারও গায়ে রং মাখানোর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। দূর থেকে কাউকে লক্ষ করে বেলুন বা জল ছোড়ার অভিযোগ পেলেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে কর্তব্যরত পুলিশকর্মীদের।” এই দু’দিনের জন্য শহরে ৫০০টি পিকেট থাকছে। মত্ত অবস্থায় অথবা জোরে গাড়ি চালানো হচ্ছে কি না, তা দেখার জন্য শহরজুড়ে মোতায়েন থাকবে ট্রাফিক পুলিশের বিশেষ দল। ৬০টি রেডিও ফ্লাইং স্কোয়াড (আরএফএস) ও ২৫টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড (এইচআরএফএস) মোতায়েন রাখা হবে। গঙ্গার বিভিন্ন ঘাটেও বাড়তি সতর্কতা নেওয়া হবে বলে জানিয়েছেন যুগ্ম কমিশনার। এ ছাড়া, প্রতিবারের মতোই দোলের সকালে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, দুপুর পৌনে তিনটে থেকে শুরু হবে মেট্রো চলাচল। রাত পৌনে দশটায় দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে। মেট্রো সূত্রের খবর, অন্যান্য ছুটির দিনের মতো আজ, বৃহস্পতিবারও ট্রেন চলবে ১৫ মিনিট অন্তর। এর পাশাপাশি, আবগারি দফতরের নির্দেশ মেনে বিকেল তিনটে পর্যন্ত শহরের সব মদের দোকান বন্ধ থাকবে।
|
জট কাটছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর |
নানা সমস্যায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ মাঝেমধ্যে থমকে গেলেও নির্মাতা সংস্থা কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন (কেএমআরসি)-এর আশা, ২০১৫ সালেই নির্ধারিত পথের একাংশে ট্রেন চলবে। বুধবার ‘বেঙ্গল ন্যাশনাল চেম্বার’-এর সভায় কেএমআরসি-র ম্যানেজিং ডিরেক্টর সুব্রত গুপ্তের দাবি, আলোচনায় একে একে জট খুলছে। তাঁদের আশা, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত প্রথম পর্যায়ের মেট্রো ২০১৩-র অগস্টে চালু হওয়ার কথা থাকলেও তা ২০১৫-র শেষে চালু হবে। গোটা পথে মেট্রো ছুটবে ২০১৬ থেকে। যা প্রথমে ২০১৪ সালে চালু হওয়ার কথা ছিল। মাটির উপর ও নীচ দিয়ে দু’ভাবেই যাবে এই মেট্রো রেল। কিন্তু সেই জমি পেতে অনেক জায়গাতেই সমস্যা হয়েছে। যেমন দত্তাবাদে প্রায় ১৫০টি পরিবারকে স্থানান্তরিত করতে না পারায় সেখানে আটকে রয়েছে উড়ালপথের কাজ। সেখানে যাতে কম মানুষকে স্থানান্তরিত করতে হয়, তাই আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে চায় কেএমআরসি। অভিজ্ঞ সংস্থা নিয়োগ করতে সম্প্রতি দরপত্র চেয়েছে তারা। সুব্রতবাবুর বক্তব্য, কাজ এগোনোর সঙ্গে নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে, প্রকল্প পরিকল্পনার সময়ে যা ভাবা যায়নি। যেমন মাটির নীচে টেলিফোন বা জল সরবরাহ পরিষেবার ব্যবস্থা যে রকম ভাবা হয়েছিল, বাস্তব পরিস্থিতি তেমন নয়। ফলে নতুন পরিকল্পনা করতে হচ্ছে। তবে তাঁর দাবি, সব ক্ষেত্রেই সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় জট খুলছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গত মাসেই আধুনিক প্রযুক্তিতে সুড়ঙ্গ কাটা শুরু হয়েছে।
|
আনন্দমার্গী হত্যার তদন্তে নয়া কমিশন |
প্রায় ৩০ বছর আগে বালিগঞ্জে বিজন সেতুর উপরে ১৭ জন আনন্দমার্গীকে পুড়িয়ে মারা হয়েছিল। সেই ঘটনার তদন্তে কলকাতা হাইকোর্টের বিচারপতি সন্তোষ ফৌজদারকে বিচার বিভাগীয় কমিশনের চেয়ারম্যান করল রাজ্য সরকার। আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক বুধবার বলেন, “১৯৮২ সালের ৩০ এপ্রিল বিজন সেতুতে ১৭ জনকে পুড়িয়ে মারা হয়েছিল। তার তদন্তে বিচারপতি সন্তোষ ফৌজদারকে চেয়ারম্যান করে কমিশন গঠনে সায় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” এই পরিপ্রেক্ষিতে আনন্দমার্গীদের পক্ষে দিব্যচেতনানন্দ অবধূত বলেন, “আমাদের দাবি ছিল, সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়ে তদন্ত কমিশন গড়া হোক। তা না-হলে ঠিক বিচার পাওয়া যাবে না। নতুন সরকার আসার পরে মুখ্যমন্ত্রীকেও এই অনুরোধ করেছিলাম আমরা।” আইন ও বিচার মন্ত্রী জানান, রাজারহাট-নিউ টাউনে জমি ও ফ্ল্যাট বিলিতে দুর্নীতি ও স্বজনপোষণের একাধিক অভিযোগ পাওয়া গিয়েছে। তা খতিয়ে দেখতে বিচারপতি রণজিৎ মিত্রের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছিল। ২০১১-এর ১২ ডিসেম্বর তার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কিন্তু পরবর্তী কালে বিচারপতি মিত্র ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান। সেই কমিশনের চেয়ারম্যান হয়েছেন বিচারপতি রণেন্দ্রনারায়ণ রায়। দু’টি কমিশনেরই মেয়াদ ছ’মাস।
|
যাদবপুরে নিয়োগে গুরুত্ব গবেষণাকেও |
শুধু ইন্টারভিউ বা সাক্ষাৎকারকেই ভিত্তি না-করে শিক্ষক নিয়োগের সময় গবেষণা এবং আনুষঙ্গিক কাজকর্মে প্রার্থীর দক্ষতাকেও গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের এগ্জিকিউটিভ কাউন্সিল (ইসি)-এর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদীপ ঘোষ বলেন, “এত দিন শুধু ইন্টারভিউয়ের মাধ্যমেই শিক্ষক নিয়োগ করা হত। সিলেকশন কমিটি ইন্টারভিউ নিয়ে যাঁদের যোগ্য মনে করত, তাঁরাই নিয়োগপত্র পেতেন। কিন্তু এই পদ্ধতিতে যে-সব প্রার্থী চাকরি পেতেন না, তাঁদের অনেকের মনে ক্ষোভ তৈরি হত।” নতুন পদ্ধতি চালু হলে কোন প্রার্থী কেন চাকরি পেলেন না, তা ব্যাখ্যা করা অনেক সহজ হবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ। রেজিস্ট্রার এ দিন বলেন, “ইন্টারভিউয়ে ৩০ শতাংশ এবং অন্যান্য ক্ষেত্রে ৭০ শতাংশ নম্বর থাকবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেশি গুরুত্ব পাবে, অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রফেসর বাছাইয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে গবেষণাকে।” কোন পদে নিয়োগের জন্য কীসে কত নম্বর থাকবে, পরে বৈঠক করে তা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।
|
পাটুলি থানা এলাকার প্রণবানন্দ রোডে নিজের ফ্ল্যাটে এক মহিলার মৃতদেহ পাওয়া গিয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম শমিষ্ঠা লাহিড়ী (৩৯)। তাঁর আত্মীয়-পরিজনেরা বুধবার সারা দিন তাঁকে ফোনে পাননি। তাই বিকেলে এক আত্মীয়া তাঁর ফ্ল্যাটে যান। তিনি জানান, পাঁচতলার ওই ফ্ল্যাটে গিয়ে দেখা যায়, বাইরে থেকে দরজা বন্ধ। একটু ধাক্কা দিতেই ফ্ল্যাটের দরজা খুলে যায়। তিনি ঢুকেই শর্মিষ্ঠাদেবীর মৃতদেহ দেখতে পান। পুলিশি সূত্রের খবর, শর্মিষ্ঠাদেবী ওই ফ্ল্যাটে একাই থাকতেন। তাঁর শরীরে আপাতদৃষ্টিতে কোনও আঘাতের চিহ্ন নেই। রাত পর্যন্ত এই অস্বাভাবিক মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। |