টুকরো খবর
রাজ্যে ব্র্যান্ডের মর্যাদা বালুচরি শাড়ি-সহ পাঁচ শিল্পকে
শান্তিপুরের শাড়ি, বালুচরি শাড়ি বা নকশি কাঁথা এ বার থেকে আলাদা ‘ব্র্যান্ড’-এর মর্যাদা পাবে। কেন্দ্রের বিশেষ আইনে এই অনুমোদন পেয়েই রাজ্যের মোট ৫টি শিল্প সামগ্রী এবং ২টি উৎপাদিত পণ্যকে নিজস্ব ‘লোগো’ দেবে শিল্প-বাণিজ্য দফতর। বুধবার মহাকরণে এ কথা ঘোষণা করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, আঞ্চলিক বৈশিষ্ট্য সুরক্ষা বা ‘জিওগ্রাফিক্যাল ইনডিকেশন অফ গুডস রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট ১৯৯৯’ অনুযায়ী, শান্তিপুরি, বালুচরি, ধনেখালি শাড়ি, নকশি কাঁথা ও শান্তিনিকেতনের চামড়ার শিল্পসামগ্রীকে নির্দিষ্ট সরকারি লোগো দেওয়া হবে। লোগো পাবে মালদহের আম ও দার্জিলিং চা। আইন অনুযায়ী এগুলির লোগো রেজিস্ট্রেশন হবে। ফলে, অন্য কোনও এলাকার উৎপাদক এগুলি তৈরি করতে পারবে না। করলেও তা সরকার স্বীকৃত হবে না। মন্ত্রীর কথায়, “লোগো রেজিস্ট্রেশন হত না বলেই প্রকৃত শিল্পী বা উৎপাদকেরা তাঁদের পরিশ্রমের উপযুক্ত মূল্য পেতেন না। তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে অনেকটা পেটেন্ট পাওয়ার মতো ওই দ্রব্যের উৎপাদন, বিক্রি, রফতানি সবই তাঁদের হাতে থাকবে।”

ফের জোড়া সমস্যায় পড়ল কিংফিশার
জোড়া সমস্যায় পড়ল কিংফিশার এয়ারলাইন্স। এক দিকে, বকেয়া টাকা না মেটানোয় তাদের সাসপেন্ড করল দি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)। একই কারণে, এ দিন তাদের জ্বালানি দেওয়া বন্ধ করার কথা জানাল এইচপিসিএল। আইএটিএ-র সাসপেনশনের ফলে আপাতত তাদের মাধ্যমে কোনও আর্থিক লেনদেন করতে পারবে না কিংফিশার। আইএটিএ অনুমোদিত ট্র্যাভেল এজেন্ট কিংফিশারের টিকিট বিক্রিও করতে পারবে না। যদিও রাতেই কিংফিশার জানিয়েছে, দ্রুত আইএটিএ-র বকেয়া মিটানো হবে। এর মধ্যেই কিংফিশারের আরও ১৯টিরও বেশি অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করেছে আয়কর দফতর।

আর দেউলিয়া নয় লেম্যান ব্রাদার্স
অবশেষে প্রায় সাড়ে তিন বছর পর দেউলিয়া অবস্থা থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করল লেম্যান ব্রাদার্স। মার্কিন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কটির দাবি, আগামী মাসের মাঝামাঝি থেকেই পাওনাদার এবং লগ্নিকারীদের প্রাপ্য টাকা মেটাতে শুরু করবে তারা। এত দিন দেউলিয়া আইনের ১১ নম্বর ধারার আওতায় থাকার দরুন যা করতে হয়নি তাদের। ২০০৮ সালে এই লেম্যান ব্রাদার্সের দেউলিয়া ঘোষণার পরই তাসের ঘরের মতো ধসে গিয়েছিল মার্কিন অর্থনীতি। ভয়াল মন্দার মুখোমুখি হয়েছিল বিশ্ব। সাড়ে তিন বছর পেরিয়েও যার রেশ কাটেনি এখনও। ব্যাঙ্কটির দাবি, পাওনাদারদের টাকা এক বার মিটিয়ে দেওয়ার পর, আগের তুলনায় অনেক ছোট আকারে হলেও ফের ঘুরে দাঁড়াতে চায় তারা।

দিনভর ওঠা-পড়া শেয়ার বাজারে
উত্তাপহীন বাজারে বুধবারও সেনসেক্স পড়ল প্রায় ২৮ পয়েন্ট। তবে বাজার ছিল অস্থির। সূচক ঘোরাফেরা করেছে ১৭,২৩৯.৩৫ থেকে ১৭,০০৮.৭৭ অঙ্কের মধ্যে। শেষ হয় ১৭,১৪৫.৫২ অঙ্কে। রাজনৈতিক ও অন্যান্য কারণে এই নিয়ে টানা তিন দিনে ৪৯১ পয়েন্ট পড়ল সূচক। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের খারাপ ফলের পর আর্থিক সংস্কারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ার আশঙ্কায় লগ্নিকারীদের অনেকেই বাজার থেকে সরছেন। রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি ও বাজেট দেখার আগে তাঁদের ফেরার সম্ভাবনা কম বলে বাজার সূত্রের খবর।

ক্রেডিট কার্ডে ঋণ
কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাঙ্কঋণের সুবিধা পেলেন পূর্ব মেদিনীপুরের রামনগর-২ ব্লকের মৈতনা গ্রাম পঞ্চায়েতের কৃষকরা। পঞ্চায়েত অফিসে সোম ও মঙ্গলবার দু’দিনের শিবিরের মাধ্যমে ১৮২ জন কৃষকের হাতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ মোট সাড়ে ১৬ লক্ষ টাকা তুলে দেন। উপপ্রধান তমালতরু দাস মহাপাত্র জানান, মোট ৪৬০ জন কৃষক ঋণের জন্য আবেদন করলেও ব্যাঙ্ক কাগজপত্র খতিয়ে দেখে আপাতত ১৮২ জনকে জমির প্রতি ডেসিমেল পরিমাপে ১৬০ টাকা করে ঋণ দিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.