টুকরো খবর
দুই পঞ্চায়েত প্রধানে অনাস্থা সিপিএমের
দলীয় প্রধানের বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব আনলেন সিপিএমের পঞ্চায়েত সদস্যেরা। অন্ডালের উখড়া পঞ্চায়েতের প্রধান প্রতিমা রুইদাসের হাতেই এই অনাস্থা জমা দিয়েছেন তাঁরা। তার প্রতিলিপি বিডিও-কে পাঠানো হয়েছে বলে জানান সিপিএমের সদস্যেরা। সিপিএম নেতা বংশীধর বন্দ্যোপাধ্যায় জানান, ১৯ সদস্যের এই পঞ্চায়েতে ১১টি আসন তাঁদের দখলে রয়েছে। দলের পঞ্চায়েত সদস্যেরা প্রধানের কাজে বিরক্ত। তাই তাঁরা প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন বলে বংশীধরবাবু জানান। প্রধান প্রতিমাদেবী বলেন, “যা বলার দলীয় নেতৃত্বকে বলব।” অন্য দিকে, অন্ডালের রামপ্রসাদপুর পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থার প্রেক্ষিতে ভোটাভুটি হবে ১৩ মার্চ। গত ১ মার্চ প্রধানের বিরুদ্ধে বিডিও-র কাছে অনাস্থা প্রস্তাব আনেন পঞ্চায়েতের সাত সিপিএম সদস্য। এই পঞ্চায়েতে ১৭টি আসনের মধ্যে সিপিএম এবং তৃণমূলের দখলে সাতটি করে ও কংগ্রেসের তিনটি আসন রয়েছে। কংগ্রেস-তৃণমূল জোট ক্ষমতায় রয়েছে। বেশ কয়েক মাস আগে দলীয় প্রধান অভিজিৎ বসুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলেরই সদস্যেরা। আস্থা ভোটে হারেন প্রধান। নতুন প্রধান নির্বাচিত হন তৃণমূলের চন্দ্রভানু দত্ত। পঞ্চায়েতের সিপিএম সদস্যেরা দুর্নীতির অভিযোগ তুলে প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন। প্রধান বলেন, “সিপিএমের উদ্দেশ্য সফল হবে না।” মহকুমাশাসক আয়েষা রানি এ জানান, ১৩ মার্চ রামপ্রসাদপুরে আস্থাভোট হবে। উখড়ার বিষয় খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

স্টেশন থেকে উদ্ধার বিস্ফোরক, ধৃত ৩
পূর্ব রেলের আরপিএফের গোয়েন্দা বিভাগ বুধবার সন্ধ্যায় জামতাড়া স্টেশন ও সালানপুর থেকে প্রায় ২৩ বস্তা বিস্ফোরক উদ্ধার করেছে। সেগুলি পাচারের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আরপিএফের গোয়েন্দা দফতরের অফিসার শুভাশিস কুণ্ডু জানান, এ দিন সন্ধ্যায় জামতাড়া স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রথমে দু’বস্তা বিস্ফোরক আটক করা হয়। সেগুলি পাচার করার অভিযোগে স্টেশন থেকেই সরসুদ্দিন আনসারি ও নাগু আনসারি নামে দু’জনকে ধরা হয়। তাদের বাড়ি জামতাড়ায়। আরপিএফ জানায়, ওই দু’জনকে জেরা করে জানা যায়, হাসিম মিঞা নামে দেওঘরের এক বাসিন্দা এই বিস্ফোরক কেনাবেচায় জড়িত। ধৃতদের দিয়েই ফোন করিয়ে হাসিম মিঞাকে জামতাড়ায় ডেকে পাঠায় আরপিএফ। হাসিম ঘটনাস্থলে এলে তাকে গ্রেফতার করা হয়। হাসিমকে জেরা করে জানা যায়, সালানপুর থানার কাশপুলি গ্রামের জাহিরপাড়ায় এক ব্যক্তির গুদামঘরে আরও কিছু বিস্ফোরক লুকোনো আছে। জামতাড়া, চিত্তরঞ্জন ও আসানসোলের রেল পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই গুদামঘর থেকে আরও প্রায় ২১ বস্তা বিস্ফোরক উদ্ধার করে। আপাতত ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছে রেলপুলিশ।

মেয়ের খোঁজে পুলিশে
সামিনা খাতুন।
নিজস্ব চিত্র।
মেয়ে হারিয়ে গিয়েছে তিন মাস আগে। পুলিশের নানা মহলে আবেদন জানিয়েও কোনও খোঁজ মেলেনি। বুধবার ফের পুলিশের কাছে মেয়েকে ফিরিয়ে দেওয়ার আর্জি জানালেন বাবা-মা। বেনাচিতির নেতাজি হাইস্কুলের প্রাথমিক বিভাগে তৃতীয় শ্রেণির পড়ুয়া সামিনা খাতুন বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। নানা জায়গায় খোঁজখবর করেও তাকে কোথাও না পেয়ে পুলিশের কাছে অভিযোগ করেন তার বাবা, পেশায় ঠিকাশ্রমিক আজাদ খান ও মা ফতিমা বিবি। পুলিশ তদন্তের আশ্বাস দেয়। কিন্তু আজাদ খানের অভিযোগ, পুলিশ তাঁদের বাড়িতে এক বারও যায়নি। তিনি পুলিশের নানা মহলে চিঠি পাঠান। কিন্তু সুরাহা না হওয়ায় বুধবার তাঁরা দুর্গাপুরের এডিসিপি-র দফতরে ফের জানান। পুলিশ জানায়, এই ঘটনায় আগে এক জনকে ধরা হয়েছিল। কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে তেমন কোনও সূত্র না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়। এডিসিপি শুভঙ্কর সিংহ সরকার জানান, তদন্ত চলছে।

নিরাপত্তা সপ্তাহ
৪৩তম জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে দুর্গাপুর ইস্পাত কারখানায়। কারখানার কর্মী এবং ইস্পাত কলোনির বাসিন্দাদের নিরাপত্তা বিষয়ে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নিরাপত্তা সংক্রান্ত র্যালি বের করা হয় ইস্পাত কলোনিতে। কারখানার কর্মীদের পাশাপাশি কর্মী পরিবারের মহিলা ও শিশুদের জন্য নিরাপত্তা সংক্রান্ত ক্যুইজ আয়োজন করা হয়। এ ছাড়া বসে আঁকো প্রতিযোগিতাও হয়। কর্মসূচি শেষ হবে ১০ মার্চ।

উন্নয়নের দাবি স্কুলে
৬২ বছরের পুরনো স্কুলকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করতে প্রধান শিক্ষককে দাবিপত্র দিলেন জামুড়িয়ার বীরকুলটি হাইস্কুলের প্রাক্তন ছাত্র ও এলাকার প্রবীণেরা। তাঁদের দাবি, স্কুলে পড়ুয়া সংখ্যা প্রায় ৭৫০। এ বছর ৮০ জন মাধ্যমিক দিয়েছে। আগামী বছর তা হবে প্রায় ১১৬ জন। এই পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকের জন্য যেতে হবে ১০ কিলোমিটার দূরে। প্রধান শিক্ষক অশোককুমার রায় বলেন, “স্কুলে পর্যাপ্ত শিক্ষক ও কর্মী আছেন। উচ্চ মাধ্যমিকে উন্নীত করতে তৎপরতা চলছে।” তিনি জানান, সম্প্রতি শিক্ষা দফতরের তরফে এ সংক্রান্ত সমীক্ষাও হয়েছে।

স্কুলের উন্নয়ন দাবি
উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করার দাবিতে প্রধান শিক্ষককে দাবিপত্র দিলেন জামুড়িয়ার বীরকুলটি হাইস্কুলের প্রাক্তন ছাত্র ও এলাকার প্রবীণেরা। তাঁদের দাবি, স্কুলের পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকের জন্য যেতে হবে ১০ কিলোমিটার দূরে চুরুলিয়া অথবা নন্ডী হাইস্কুলে। প্রধান শিক্ষক অশোককুমার রায় বলেন, “স্কুলে দু’টি শূন্যপদ থাকলেও পর্যাপ্ত শিক্ষক ও কর্মী আছেন। উন্নীত করার জন্য দীর্ঘদিন ধরে তৎপরতা চলছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.