নেতা খুনের জট কাটেনি
খাগড়াবাড়ির তৃণমূল নেতা শরৎচন্দ্র রায় খুনের রহস্যের জট এখনও কাটেনি। এক দিকে যেমন ওই এলাকায় সিপিএমের রাজনৈতিক জমি হারানোর সঙ্গে এই খুনের ঘটনার সম্পর্ক রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেক সূত্রই মিলেছে। সমস্ত দিকই খতিয়ে দেখছি।” তবে খুনের ঘটনায় জড়িত সন্দেহে আটক সিপিএমের খাগড়াবাড়ি লোকাল কমিটির সম্পাদক সমীর ভট্টাচার্যকে সোমবার রাতেই ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার পুলিশ ধৃত সিপিএমের ওই জোনাল সম্পাদক সফিজউদ্দিন আহমেদ ও দলের সমর্থক আলতাফ হোসেনকে মুখ্য বিচার বিভাগীয় আদালতের বিচারক সন্দীপ মান্নার এজলাসে হাজির করে। বিচারক দু’জনকেই ৬ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার অনুমতি দিয়েছেন। পুলিশি জেরার সময়ে ধৃতের আইনজীবী যাতে সেখানে উপস্থিত থাকতে পারেন সেই অনুমতি দিয়েছেন বিচারক। ধৃত জোনাল সম্পাদক এদিন আদালতে চত্বরে নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেছেন। তিনি বলেন, “সত্তর সাল থেকে পার্টি করছি। কখনও আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠেনি। এই ব্যাপারে যা বলার পার্টি বলবে।”
ছবি: হিমাংশুরঞ্জন দেব।
সিপিএম নেতাদের দাবি, তাঁরা খুনের রাজনীতিতে বিশ্বাস করেন না। ধৃত জোনাল সম্পাদক জমির ব্যবসায় জড়িত ছিলেন না। দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায় বলেন, “তৃণমূল চক্রান্ত করে ওই নেতাকে ফাঁসিয়েছে। দলের রাজ্য নেতৃত্বকেও জানানো হয়েছে।” তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের পাল্টা দাবি, “শরৎবাবুর খুনিদের চিহ্নিত করতে পুলিশ নিরপেক্ষ ভাবেই তদন্ত করছে। সিপিএম নেতৃত্বের কাছে অনুরোধ করব, সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁরাও পুলিশের সঙ্গে সহযোগিতা করুন।’’ এদিন জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ নিহত তৃণমূল নেতার বাড়িতে গিয়ে সমবেদনা জানান। এ দিন দলের নেতাকে গ্রেফতারের প্রতিবাদে কোচবিহারে বিক্ষোভ মিছিল করেন সিপিএম কর্মী সমর্থকরা। জেলাশাসকের কাছে তাঁরা স্মারকলিপি দেন। জানা গিয়েছে, আজ বুধবার কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় প্রতিবাদ মিছিল হবে। জেলা সম্পাদকমণ্ডলী সদস্য তমসের আলি বলেন, “পুলিশ তৃণমূলের রবার স্ট্যাম্প হিসাবে কাজ করছে। ষড়যন্ত্র করে সফিজউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই তদন্ত হলে সেটা সামনে আসবে।” ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহও দাবি করেন, সফিজউদ্দিন আহমেদ কোনও খুনের সঙ্গে জড়িত থাকতে পারেন সেটা তাঁর কল্পনার বাইরে। তিনি বলেন, “উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কিছু না করে ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.