টুকরো খবর
বধূমৃত্যু, ধৃত চার
এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। দমদম থানার পুলিশ জানায়, সোমবার সকালে দমদম ক্যান্টনমেন্টের তিন নম্বর গেট এলাকার বাসিন্দা ওই বধূর গায়ে আগুন লাগে। এর পরে আরজিকরে নিয়ে গেলে মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর। মৃতার নাম লীনা বসু (২৪)। পুলিশকে লীনাদেবীর স্বামী অর্ঘ্য বসু জানিয়েছেন, সোমবার সকালে রান্নার সময়ে কোনও ভাবে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটে। যদিও লীনাদেবীর বাবা নিখিল সরকার দমদম থানায় অভিযোগ করেছেন, তাঁর মেয়ের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মেরেছে শ্বশুরবাড়ির লোকজন। নিখিলবাবু পুলিশকে জানিয়েছেন, বিয়ের পর থেকেই তাঁর মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত। লীনাদেবীর বাবার অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেওরকে গ্রেফতার করেছে পুলিশ।

বেআইনি অটো রোধে
কলকাতায় বেআইনি অটোর সংখ্যা প্রায় ৫০ হাজার, মঙ্গলবার মহাকরণে তা জানালেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। তিনি আরও জানান, অটোর রাশ ধরতে শীঘ্রই অভিযানে নামবে সরকার। স্বীকৃত সংগঠনগুলিকে নিয়ে সম্মেলনও করা হবে। ২৮ ফেব্রুয়ারি শিল্প ধর্মঘটের দিন শহর ও শহরতলিতে খুব কম অটো চলেছে। তার আগে মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, ধর্মঘটের দিন যাঁরা অটো বার করবেন না, তাঁরা সমস্যায় পড়তে পারেন। কারণ শহরের অধিকাংশ অটোরই পর্যাপ্ত অনুমতি নেই। তবে এ দিন পরিবহণমন্ত্রী জানান, এ শহরে কত সংখ্যক অটোর অনুমতিপত্র আছে, তা তাঁর ঠিক জানা নেই। এ দিকে, সোমবার বাইপাসে পুলিশি আচরণের প্রতিবাদ জানাতে অটোচালকেরা পথ-অবরোধ করেন। এর জন্য ওই গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাহত হয় যান-চলাচল। অন্য দিকে, পুলিশ ও নিত্যযাত্রীদের অভিযোগ, বিভিন্ন অঞ্চলে অটোচালকেরা ইচ্ছেমতো রুট বদল করেন ও ভাড়া চান। বিধি ভেঙে চার জনের বদলে অনেক সময়েই পাঁচ জনকে অটোয় তোলা হয়। এই সব সমস্যা নিয়ে কথা বলার জন্যও শীঘ্রই এক সম্মেলনের আয়োজন করা হবে বলে জানান পরিবহণমন্ত্রী।

প্রতিযোগিতা
স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে তৃতীয় শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য বক্তৃতা, প্রবন্ধ প্রতিযোগিতা এবং বিতর্কসভার আয়োজন করেছে রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম (এন্টালি)। আশ্রমের সম্পাদিকা প্রব্রাজিকা শুদ্ধাপ্রাণা জানিয়েছেন, ওই প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৩ মার্চ, মঙ্গলবার এবং শেষ হবে ২২ মার্চ, বৃহস্পতিবার। তিনি আরও জানান, তৃতীয় ও চতুর্থ শ্রেণি বাদে বাকি প্রতিযোগিতাগুলি শুধু ছাত্রীদের জন্য।


বসন্তোৎসব নিয়ে এক অনুষ্ঠানের মহড়ায় অর্পিতা চট্টোপাধ্যায় ও
সুকল্যাণ ভট্টাচার্য। ছবি: অশোক মজুমদার।


তোমারই রং তোমায় দিলাম...
মাতল হৃদয়: রঙিন আনন্দ। মঙ্গলবার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের
জোড়াসাঁকো ক্যাম্পাসে। ছবি: দেশকল্যাণ চৌধুরী।

 
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.