টুকরো খবর
চালু হল নতুন রুট, পুরনো বন্ধে ক্ষোভ
জেলায় সরকারি পরিবহণ ব্যবস্থাকে চাঙ্গা করতে তৎপর হল উত্তরবঙ্গ পরিবহণের সিউড়ি ডিপো। সোমবার থেকে চালু হল সিউড়ি-মেদিনীপুর নতুন রুট। আরও কিছু রুট চালু হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সিউড়ি ডিপোর ইনচার্জ নৃপেন্দ্রনাথ ঘোষ। তিনি জানিয়েছেন, মেদিনীপুরগামী বাসটি ভোর ৫টায় সিউড়ি থেকে ছাড়বে। মেদিনীপুর থেকে ফের ১২টা ২০ মিনিটে ছেড়ে গড়বেতা, বাঁকুড়া, বিষ্ণুপুর, দুর্গাপুর হয়ে সিউড়ি পৌঁছবে সন্ধ্যা ৭টা নাগাদ। ১৯৮৮ সাল থেকে চালু হওয়া সিউড়ি ডিপোতে দেড় বছরের মধ্যে ৪২টি বাস চালু হয়েছিল। বর্তমানে কাগজে কলমে ২৭টি বাস চালু থাকলেও, ওই কর্মীদেরই দাবি, মাত্র ১১টি বাস চলে। অথচ ওই ডিপোতে ১০৯ জন কর্মীর মধ্যে চালক রয়েছেন ৫৮ জন। ফলে ওই চালকদের বেশিরভাগই বসে বসে বেতন নিচ্ছেন বলে অভিযোগ। এই অবস্থায় সিউড়ি-দুর্গাপুর, সিউড়ি-শিলিগুড়ি, সিউড়ি-বোলপুর প্রভৃতি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় প্রশ্ন উঠেছে। নৃপেন্দ্রনাথবাবুর অবশ্য অভয়বাণী, “দুর্যোগ কাটিয়ে ওঠার চেষ্টা করছি।” এ দিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সিউড়ি-বোলপুর স্থানীয় রুট বন্ধ কেন তা খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাছাড়া ওই ডিপো থেকে সিউড়ি-শিলিগুড়ি রুটটিও শীঘ্রই চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সাসপেন্ড বিশ্বভারতীর আধিকারিক
রবীন্দ্র ভবনের প্রাধিকারিক নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার সাসপেন্ড করলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্বভারতীর মুখপাত্র অমৃত সিংহ জানান, নীলাঞ্জনবাবুর বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগ ছিল। তদন্ত চলছে। নীলাঞ্জনবাবুর দাবি, “আর্থিক বেনিয়মের অভিযোগ মিথ্যা। রথীন্দ্রনাথ ঠাকুর বিষয়ক একটি বই লেখার পর থেকেই বিশ্বভারতী কর্তৃপক্ষ আমার প্রতি বিরূপ। তাই আমাকে এ ভাবে হেনস্থা করা হচ্ছে।” সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, নীলাঞ্জনবাবুর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গড়া হয়। তারা প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার পরেই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। সম্প্রতি নীলাঞ্জনবাবুকে ইন্দিরা ভবনে বদলিও করা হয়েছিল।

কলেজে বিক্ষোভ
কলেজে পুনরায় এন সি সি চালুর দাবিতে মঙ্গলবার রামপুরহাট কলেজের অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখাল এস এফ আই সমর্থকরা। এস এফ আই পরিচালিত রামপুরহাট কলেজের সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম বলেন, “এন সি সি রামপুরহাট কলেজের ঐতিহ্য। অধ্যক্ষের কাছে এন সি সি ফিরিয়ে আনার ব্যাপারে আবেদন জানিয়েছি। এ ছাড়া সাইকেল স্ট্যান্ড, গার্লস হস্টেল-সহ কলেজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য আর্জি জানানো হয়েছে।” অধ্যক্ষ শিবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “এন সি সি যাতে রামপুরহাট কলেজে পুনরায় চালু করা যায় তার জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে।”

ট্রেন থেকে পড়ে মৃত্যু
ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। রেল পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম রাজকুমার ভাস্কর (২৮)। বাড়ি মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানার অর্ন্তদিহি। সোমবার বিকালে শিয়ালদহগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ঝাড়খণ্ডের পাকুড় থেকে রামপুরহাটের দিকে আসছিলেন। পথে মুরারই ও চাতরা স্টেশনের মাঝে ঘুসকিরা গ্রামের কাছে ওই যুবক ট্রেন থেকে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচু রায় (৭৬) নামে এক বৃদ্ধের। বাড়ি হাওড়ার বেলুড় মঠ এলাকায়। মঙ্গলবার রামপুরহাট থানার স্বর্গপুরে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন পাঁচুবাবু। পথে মাঝখণ্ড বাস স্টপেজে নেমে রানীগঞ্জ-মোড়গ্রাম জাতীয় সড়ক পেরিয়ে যাওয়ার সময়ে মল্লারপুরের দিকে যাওয়া একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.