রাজ্য লোকসংস্কৃতি ও আদিবাসী কেন্দ্রের উদ্যোগে ৭ মার্চ থেকে চার দিনের রাজ্য কবিয়াল মেলা শুরু হবে সাগরদিঘিতে। কবিয়াল গুমানি দেওয়ানের স্মরণে প্রতিবছরই তাঁর জন্মভিটে জিনদিঘিতে ওই মেলার আয়োজন করা হয়। মেলা এ বার ১৪ বছরে পড়ল। বুধবার কবিয়ালের সমাধিস্থলে পদযাত্রা দিয়ে শুরু হবে ওই মেলা। জেলার মন্ত্রী ও বিধায়কেরাও থাকবেন সেখানে। আসবেন বীরভুম ও বর্ধমান থেকে অনেক কবিগানের শিল্পী। লোক সংস্কৃতি ও আদিবাসী কেন্দ্রের উপদেষ্টা শক্তিনাথ ঝা বলেন, “বিরাট করে মেলার আয়োজন করা হচ্ছে। রাজ্যের সমস্ত জেলা থেকে ৭০ জন কবিগান শিল্পী যোগ দেবেন। বুধবার অনুষ্ঠান শুরু হবে দুই বিশিষ্ট মহিলা কবিগান শিল্পীকে দিয়ে। এছাড়াও মেলায় আসবেন অসমের বিহু, ওডিশার গোটিপোয়া নৃত্য, উত্তরবঙ্গের ভাওয়াইয়া ও বাউল শিল্পীরা। প্রতিটি শিল্পীকে উপযুক্ত সম্মান মূল্য দেওয়া হবে মেলায় যোগ দেওয়ার জন্য।” |
ওই মেলাকে ঘিরে গুমানি দেওয়ানের স্মৃতিতে একটি চর্চাকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল পূর্বতন বামফ্রন্ট সরকার। প্রয়োজনীয় জমিও দান করেন কবিয়াল পরিবার। ২২ সদস্যের একটি কমিটিও তৈরি হয়। কিন্তু কেন্দ্র তৈরির কোনও উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করে কবিয়ালের নাতি সজল দেওয়ান বলেন, “আশ্বাস দেওয়া হলেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। রক্ষণাবেক্ষণের অভাবে বহু জিনিস হারিয়ে যেতে বসেছে। আমিও সরকারি ভাবে গঠিত ওই চর্চা কেন্দ্র কমিটির সদস্য।” বর্তমান তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুভাষ টোবে বলেন, “চর্চা কেন্দ্র গড়ার কাজ এখনও সেভাবে এগোয়নি। জমিটিও ত্রুটিপূর্ণ।” শক্তিনাথ ঝা বলেন, “জমিটি কী অবস্থায় আছে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” |