টুকরো খবর
ভারত -সহ দেশে মার্কিন সেনা
সন্ত্রাস -দমন অভিযানে সহযোগিতার জন্য ভারত -সহ পাঁচটি দক্ষিণ এশীয় দেশে পাঠানো হয়েছে বিশেষ মার্কিন সেনা দল। শুক্রবার কথা স্বীকার করলেন পেন্টাগনের এক উচ্চপদস্থ কর্তা। নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মলদ্বীপ এবং ভারতের মতো দেশগুলির কাছ থেকে সন্ত্রাস -দমন বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্যই এই পাঁচ দেশে গিয়েছে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কম্যান্ডের (প্যাকম ) দলগুলি। প্যাকম কম্যান্ডার অ্যডমিরাল রবার্ট উইলার্ড বলেন, “পাকিস্তানের লস্কর - -তইবা অত্যন্ত বিপজ্জনক সংগঠন। দক্ষিণ এশিয়ায় এমন বিপদের মোকাবিলা কী ভাবে করা যেতে পারে, তা নিয়েই এই দেশগুলির সঙ্গে কাজ করছি।”

পরমাণু বিরোধিতা বরদাস্ত করি না, জানাল আমেরিকা
কোনও স্বেচ্ছাসেবী সংস্থা ভারতের পরমাণু কর্মসূচির বিরোধিতা করলে তা মেনে নেওয়া হবে না বলে জানালেন আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ অভিযোগ করেন যে, কিছু বিদেশি শক্তি তামিলনাড়ুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আর তারা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দেশে আন্দোলনকারীদের টাকা জোগাচ্ছে। এর মধ্যে আমেরিকাও রয়েছে বলে মনমোহন জানান। তার প্রেক্ষিতেই আজ নুল্যান্ড জানান, আমেরিকার যে সব স্বেচ্ছাসেবী সংস্থা ভারতে আছে তারা মূলত সে দেশের উন্নয়নের জন্য কাজ করছে। আর ভারতের পরমাণু কর্মসূচিকে আমেরিকা সমর্থন করলেও এর বিরোধিতা যারা করছে তাদের কখনও বরদাস্ত করবে না বলেও জানান তিনি। তবে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে কোনও মন্তব্য করেননি নুল্যান্ড।

ইরানে পার্লামেন্ট নির্বাচন শান্তিতে
ইরানের ২৯০ আসনের পার্লামেন্টের নির্বাচন হল শুক্রবার। দলের অধিকাংশ নেতা জেলবন্দি বা গৃহবন্দি থাকায়, দেশের প্রধান বিরোধী দল এই নির্বাচন বয়কট করেছে। তাই এখন লড়াইটা দাঁড়িয়েছে দু’দল কট্টরবাদীর মধ্যে। এক দল প্রেসিডেন্ট আহমেদিনেজাদের সমর্থক, অন্য দলটি তাঁর বিরোধী। এই নির্বাচনের ফলাফলই ঠিক করে দেবে, আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কী হতে চলেছে। তাই বলা যেতে পারে, এই নির্বাচনের সঙ্গে অনেকটাই জড়িয়ে রয়েছে আহমেদিনেজাদের ভাগ্য। ২০০৯ সালে প্রেসিডেন্ট আহমেদিনেজাদের বিতর্কিত জয়ের সময় দেশে যে প্রতিবাদের ঝড় উঠেছিল, এই নির্বাচনে তেমন পরিস্থিতি তৈরি হবে না বলেই মনে করছে পুলিশ। তবে যে কোনও সমস্যার মোকাবিলার জন্য পুলিশ বাহিনী সব সময়েই তৈরি বলে জানিয়েছেন ইরানের পুলিশ প্রধান আহমদি মোঘাদ্দাম।

ব্রিটেনে ভারতের নয়া হাইকমিশনার
ব্রিটেনে ভারতের নতুন হাইকমিশনার হলেন যামিনী ভগবতী। দক্ষ কূটনীতিক নামী অর্থনীতিবিদ হিসাবে পরিচিত ভগবতী গত ২৭ ফেব্রুয়ারি এই দায়িত্ব গ্রহণ করেছেন। ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ১৯৭৬ সালের ক্যাডার তিনি। এর আগে ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম, লুক্সেমবুর্গে ভারতীয় দূত হিসাবে নিযুক্ত ছিলেন তিনি। সামলেছেন দেশের অর্থ দফতর, বিদেশ দফতরের বিভিন্ন পদের গুরু দায়িত্বও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.