নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
এইচআইভি-পজিটিভ শুনলে রোগীর ন্যূনতম চিকিৎসাটুকুও অনেক সময়ে করতে চায় না বহু সরকারি-বেসকারি হাসপাতাল। সেই প্রবণতায় ব্যতিক্রম ঘটাল হলদিয়া মহকুমা হাসপাতাল। সরকারি এই হাসপাতালের চিকিৎসকদের তৎপরতায় সামাজিক ভাবে ‘একঘরে’ এক এইচআইভি-পজিটিভ তরুণী কন্যা-সন্তানের জন্ম দিলেন সোমবার সকালে। বস্তুত, সরকারি হাসপাতালের যা করণীয়, তা-ই করেছে হলদিয়া। এমনটাই করা উচিত। তবে, অনেক সময়ে উচিতটাই হয় না বলেই উল্লেখ্য হলদিয়ার ঘটনা। নার্সিংহোমও ওই তরুণীকে ফিরিয়ে দিয়েছিল। প্রসব-যন্ত্রণা নিয়ে পাতিখালি এলাকার বছর চব্বিশের ওই তরুণী গত শুক্রবার হলদিয়া মহকুমা হাসপাতালে আসেন। সঙ্গে সঙ্গেই তাঁকে ভর্তি করে নেন হাসপাতাল কর্তৃপক্ষ। আগের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখে এবং নতুন করে পরীক্ষায় মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা নিশ্চিত হন, ওই তরুণী এইচআইভি-পজিটিভ। পরিকাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রণব দাস অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সোমবার সফল অস্ত্রোপচারে ভূমিষ্ঠ হয় এক কন্যা সন্তান। মা ও শিশু ভাল রয়েছেন বলেই হাসপাতাল সূত্রের খবর। হাসপাতালের সুপার হারাধন বর্মন বলেন, “আমরা অসহায় ওই মহিলাকে প্রয়োজনীয় পরিষেবা দিতে পেরে খুশি।” পেশায় ট্রাক-ড্রাইভার স্বামীর সূত্রেই ওই তরুণীর শরীরে মারণ-জীবাণু প্রবেশ করে বলে চিকিৎসকেরা জেনেছেন।
|
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ফাইলেরিয়ার প্রতিষেধক নিয়ে অসুস্থ হয়ে পড়ল ৪৫টি শিশু। ঘটনাটি অসমের নলবাড়ি জেলার। পুলিশ সূত্রে খবর, গত কাল মুকালমুয়ার নদিয়া প্রাথমিক স্কুলে প্রতিষেধক নেওয়ার পর ছাত্রছাত্রীরা বমি করতে শুরু করে। |