ইতস্তত ভাবে ঘুরতে দেখে আট বছরের একটি ছেলেকে পুলিশের হাতে তুলে দিল আরজি পার্টির সদস্যরা। সোমবার রাতে নদিয়ার চাকদহের চৌমাথায় ছেলেটিকে পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ছেলেটির নাম রাজু বিশ্বাস। বাড়ি গাংনাপুরের দেবগ্রামে। পায়রাডাঙার একটি আবাসিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র সে। এ দিনই শান্তিপুর থেকেও একটি ষোলো বছরের মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। নাম পাপিয়া বিশ্বাস, বাড়ি কৃষ্ণগঞ্জের ঘুঘুরগাছি গ্রামে। ওই দুজনকেই চাইল্ড লাইনে পাঠিয়ে দিয়েছে পুলিশ। জেলা চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর টিয়া বিশ্বাস বলেন, “খবর পেয়ে মেয়েটির বাড়ির লোকেরা এসে তাকে নিয়ে গিয়েছে। ছেলেটিকে আমরাই বাড়িতে পৌঁছে দিয়েছি। ছেলেটির মাথায় কোনও সমস্যা আছে। স্কুল থেকে কোনওভাবে বেরিয়ে এসেছিল সে।” ছেলেটির স্কুলের হোস্টেল ওয়ার্ডেন কিশলয় পতি বলেন, “এ বার ভর্তির পর থেকেই মায়ের জন্য কান্নাকাটি করছিল। এ দিন খাওয়ার পর রাতে হোস্টেল থেকে বেরিয়ে যায়। সকালে জানতে পেরে বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করি। পরে জানতে পারি ছেলেটিকে পাওয়া গিয়েছে।”
|
শিল্প ধর্মঘট রয়েছে বলে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে নোটিস দিয়ে দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণের দিন ২৮ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ৩ মার্চ করে দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ গত ২৫ ফেব্রুয়ারি অধ্যক্ষ বুদ্ধেদেব বন্দ্যোপাধ্যায়কে দুপুর থেকে রাত প্রায় এগারোটা পর্যন্ত ঘেরাও করে রাখে। তবে সে দিন তারপরেও অধ্যক্ষ সেই সিদ্ধান্ত থেকে সরেননি। কিন্তু ধর্মঘটের দিন দেখা গেল, কলেজে উপস্থিত শতাধিক ছাত্রছাত্রী। তাঁরা ফর্ম পূরণ করতে চান। অধ্যক্ষও ওই পরিস্থিতি দেখে পুরনো নোটিস প্রত্যাহার করে এই দিন ফর্ম পূরণের নির্দেশ দেন। বুদ্ধদেববাবু বলেন, “আমি ছাত্র স্বার্থেই ফর্ম পূরণের দিন পিছিয়েছিলাম। কিন্তু যখন দেখলাম ছাত্রছাত্রীরা অনেকে নিজেরাই চলে এসেছে, তখন ফর্ম পূরণের অনুমতি দিয়েছি।” তৃণমূল ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক শান্তনু ব্রহ্ম বলেন, “আমরা এটাই চেয়েছিলাম। ধর্মঘটের পক্ষে অধ্যক্ষের যে কৌশলী পদক্ষেপ, তা ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভেস্তে গিয়েছে।” পাশাপাশি কলেজে তৃতীয় বর্ষের প্র্যাকটিক্যালও এই দিন হয়েছে। তবে শনিবারে জারি করা নোটিস মতো ৩ মার্চও এই ফর্ম পূরণ করা যাবে।
|
কৃষ্ণনগর-শান্তিপুর একটি লোকাল ট্রেনের ধাক্কায় গোপাল মল্লিক (২৫) নামে বাগ-আছড়ার বাসিন্দা এক যুবকের মৃত্যু হয়েছে। গলায় দড়ি এলাকায় তিনি ট্রাক্টর চালিয়ে মঙ্গলবার ওই ট্রেনটির সামনে লাইনে উঠে পড়েন। ওই প্রহরীহীন লেভেল ক্রসিংয়ে গেট তৈরির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। রেল কর্তৃপক্ষ ওই যুবকের মৃত্যুতে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছে।
|
কুপিয়ে খুন করা হল ইদ্রিস আলি শেখ (৩৫) এক ব্যক্তিকে। বাড়ি নাকাশিপাড়ার গাছা কালাবাগায়। মঙ্গলবার জাতীয় সড়ক ধরে সাইকেলে ফেরার সময় তার উপর হামলা করে দুষ্কৃতীরা। তার নামে একাধিক অসামাজিক কাজকর্মের অভিযোগ আছে বলে জানা গিয়েছে।
|
সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে ফরাক্কার ইমামনগর পঞ্চায়েতের উপপ্রধানের। নাম নাজিবুল শেখ (৩২)। এদিন দুপুরে মোটরবাইক চালিয়ে বাড়ি ফেরার পথে সরকারি একটি বাস ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় কংগ্রেসের ওই উপপ্রধানের। |