টুকরো খবর
শিলিগুড়িতে আই লিগ ৫ই
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উদ্যোগে আগামী ৫ মার্চ থেকে আই লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা শুরু হচ্ছে শিলিগুড়িতে। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের তরফে সাংবাদিক বৈঠক করে এ কথা জানানো হয়েছে। ৭ টি দল হল, মহামেডান স্পোর্টিং ক্লাব, কালীঘাট মিলন সমিতি, সিকিম ইউনাইটেড ফুটবল ক্লাব, ওএনজিসি, ভাস্কো স্পোর্টস ক্লাব, আইজল এফসি, রয়্যাল ওয়াঙ্গডিঙ্গো। স্থানীয় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রতিদিন ২ টি করে ম্যাচ হবে। এ দিন সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “৫-২৫ মার্চ পর্যন্ত আই লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা হবে। বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানের কথা ভাবা হয়েছে। ভাইচুং ভুটিয়া থাকবেন। খেলার মাঠে দর্শক টানতে বিভিন্ন স্কুল পড়ুয়াদের মাঠে আনার জন্য বন্দোবস্ত করা হবে।” মহকুমা ক্রীড়া পরিষদের সচিব নান্টু পাল জানান, আয়োজনের খামতি রাখা হচ্ছে না। খেলোয়াড়দের থাকা খাওয়া, অনুশীলন মাঠের বন্দোবস্ত হয়েছে।

অলিম্পিকে পদক চান সন্দীপরা
লন্ডন অলিম্পিকে সন্দীপ সিংহ ও মাইকেল নবসের প্রথম লক্ষ্য পদক। তা না হলে প্রথম চার দলের মধ্যে থাকা। নিজের জন্মদিনে এক অনুষ্ঠানে এসে সোমবার রাতে ভারতীয় হকি তারকা সন্দীপ এ কথা জানান। সঙ্গে ছিলেন জাতীয় কোচ নবসও। জাতীয় হকি দল এবং সাপোর্ট স্টাফের জন্য এক কোটি ২৯ লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করল সহারা। সর্দার সিংহ এবং সন্দীপকে ১১ লক্ষ টাকা করে দেওয়া হবে। দলের বাকিরা এক এক জন পাবেন ৫ লক্ষ। সাপোর্ট স্টাফ ১ লক্ষ করে। সন্দীপ বললেন, “অলিম্পিকে গোটা দলই পদক জেতার জন্য ঝাঁপাবে। তা না পারলে অন্তত প্রথম চার দেশের মধ্যে থাকতে চাই।”

চুক্তিপত্র নিয়ে সোচ্চার দুই প্রধান
নতুন মরসুমে ফুটবলারদের চুক্তিপত্র নিয়ে স্বচ্ছতার দাবিতে সোচ্চার হচ্ছে দুই প্রধান। মঙ্গলবার মোহনবাগান সচিব অঞ্জন মিত্র বললেন, “কোন ফুটবলারের সঙ্গে কত বছরের চুক্তি আছে, সেটা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া উচিত আইএফএ-র। এক বছর আগে এটার পরামর্শ দিয়েছিলাম। এখনও হল না। আমরা বুধবার আবার চিঠি দিচ্ছি।” ইস্টবেঙ্গলও চুক্তিপত্রের স্বচ্ছতা নিয়ে একমত। লাল-হলুদের প্রধান কর্তা দেবব্রত সরকার বললেন, “ফুটবলারদের চুক্তিপত্র নিয়ে স্বচ্ছতা থাকা উচিত। এতে দল গঠনেও সুবিধা হয়।” আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় অবশ্য বললেন, “চিঠি হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারব না।”

নক আউটের অঙ্ক শুরু বাংলার
দু’টো টিমই বিজয় হাজারে ট্রফির মূলপর্বে চলে গিয়েছে। তাই বুধবারের বাংলা বনাম অসম ম্যাচে থাকছে মূলপর্বে শক্তিধর প্রতিদ্বন্দ্বীকে এড়ানোর অঙ্ক। বুধবার ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থাকলে বাংলা আগামী ৬ মার্চ দিল্লিতে কোয়ার্টার ফাইনালে বিদর্ভকে পাবে। আর হারলে গ্রুপে দু’নম্বর হয়ে বাংলা মুখোমুখি হবে মুম্বইয়ের। তার উপর অস্ট্রেলিয়ায় ভারত ফাইনালে উঠলে, শেষ আটেও মনোজ তিওয়ারিকে পাবে না বাংলা। লক্ষ্মীরতন শুক্ল এ দিন বলছিলেন, “অন্য কেউ সামনে পড়লে তো ভালই। তবে নক আউটে তো শক্ত টিমকে খেলতে হবেই।” বুধবার খেলার সম্ভাবনা থাকছে অশোক দিন্দা, সামি আহমেদ ও বাঁ-হাতি স্পিনার ইরেশ সাক্সেনার।

লাজং-ভাইকিংস চুক্তি
ডেনমার্কের প্রথম ডিভিশন ক্লাব ভাইকিংসের সঙ্গে যুক্ত হতে চলেছে আই লিগের দল লাজং এফসি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.