|
|
|
|
দোকানপাট বন্ধ, অফিস সরগরম |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সাধারণ দিনে যা ঘটে না, তা-ই ঘটল সাধারণ ধর্মঘটের দিনে। পশ্চিম মেদিনীপুর জেলা কালেক্টরেটে মঙ্গলবার কর্মীদের হাজিরা দাঁড়াল ৯৮ শতাংশ! যা দেখে বিস্মিত জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকেরাও।
জেলা সদরের বেশিরভাগ অফিসেই এ দিন হাজিরা ছিল নজরকাড়া। কেবলমাত্র জেলা পরিষদ ও তফসিলি জাতি-উপজাতি বিত্তনিগমে ৫০ শতাংশ বা তারও কম হাজিরা ছিল। জেলা সভাধিপতির অফিস বন্ধই ছিল। জেলার বেশিরভাগ অফিসেই ৯০ শতাংশের বেশি হাজিরা ছিল বলে প্রশাসন জানিয়েছে। এমনকী বামপন্থী কো-অর্ডিনেশন কমিটির অনেক নেতা-কর্মীকেও দেখা গিয়েছে অফিসে! ‘পরিবর্তিত’ রাজ্যপাটে কেশপুর-গড়বেতার মতো একদা ‘লালদুর্গে’ও জনজীবন ছিল মোটের উপর স্বাভাবিক। ধর্মঘটের সমর্থনে ও-সব এলাকায় প্রচারই করতে পারেনি সিপিএম। বিরোধীদেরও তাই সেখানে রাস্তায় নেমে ধর্মঘট ‘ব্যর্থ’ করতে হয়নি। |
|
মেদিনীপুর শহরের বড়বাজারে খেলাধূলায় মেতেছে কচিকাঁচারা। ছবি তুলেছেন সৌমেশ্বর মণ্ডল। |
তৃণমূলের বিধায়ক তথা মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মৃগেন মাইতির দাবি, “অফিসগুলিতে প্রায় একশো শতাংশ হাজিরা থেকেই পরিষ্কার, মানুষ এই ধর্মঘট প্রত্যাখান করেছে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বাইরে বেরিয়েছেন।” জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত বলেন, “জেলা জুড়েই সরকারি অফিসে হাজিরা ভাল ছিল। দু’একটি জায়গায় ছোটখাটো গণ্ডগোলের ঘটনা ঘটে। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল।”
সকাল দশটা নাগাদ মেদিনীপুর শহরে সারদা চক্রবর্তীর নেতৃত্বে কয়েক জন বাম কর্মী-সমর্থক কালেক্টরেটের গেটে বন্ধের সমর্থনে স্লোগান তুলছিলেন। নিমেষে শ’দুয়েক তৃণমূল কর্মী-সমর্থক সেখানে হাজির হয়ে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশও তৈরি হয়ে যায়। মাঝে পুলিশ আর দু’দিকে দু’পক্ষ। বেগতিক দেখে বাম কর্মী-সমর্থকরাই এলাকা ছেড়ে যায়। পরে তৃণমূল কর্মীরা গিয়ে ডাকঘরের তালাও খোলে। এ দিন শহরে ব্যাঙ্ক, অফিস, আদালত খোলা থাকলেও বেশিরভাগ দোকান অবশ্য বন্ধ ছিল। জেলা পরিষদ মার্কেট কমপ্লেক্স, বড়বাজার, কেরানিতলা, সিপাইবাজার সহ বেশিরভাগ এলাকারই দোকানপাট ছিল বন্ধ। ব্যবসায়ীদের কথায়, “ধর্মঘট নিয়ে টানা ক’দিন যে তরজা চলেছে তাতে এমনিতেই মানুষ সন্ত্রস্ত। আতঙ্কে মানুষ কি আর বাইরে বেরোবেন? ক্রেতা না পেলে দোকান খুলেই বা কী লাভ?” একই কারণে (অর্থাৎ যাত্রী সামান্য) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাস চলাচলও কমতে শুরু করে। |
|
|
|
|
|